![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।
হেটে চলি আমি শুন্য পায়ে শুন্য প্রান্তরে
ব্যার্থ রজনীতে, মৃত জসনালয় সত্তা ডুবিয়ে, স্বপ্নগুলকে কবর দিয়ে, মানচিত্র আঁকছি তোমায় দাফন করে।
সব সমিকরনগুলোর ভুল সমাধান আমার হাতে।
তুমি হয়তো কাঁদছ কার চোখে আমায় দেখে...
নীল বেদনাগুলো হয়তো বাসা বেধেছে নীল প্রান্তরে...
তুমি হয়তো ভাবছ, রুপালী চাঁদ হয়ে দেকছি এখন তোমাকে...।
নগ্ন পায়ে হাঁটছি আমি গন্তব্যহীন উদ্দেশ্যে...
আবেগি অশ্রু ভিজিয়ে দিচ্ছে তমার সব স্মৃতিকে...
আকাশের তারার মাঝে খুজছি এখন আমি তোমাকে......
আমার দৃষ্টি পৌঁছাবেনা তোমার কাছে...
আমার স্পর্শ আর শিহরিত করবেনা তোমাকে...
আমার লেখা আর পরশ বলাবেনা তোমার অভিমানিত মনে......।
শুন্য প্রান্তরে বিক্ষিপ্ত পদচারনা,
সময় ক্যানভাস-এ রক্তের ফোঁটা...।
একাকীত্ব কাঁদে, হতাশার উল্লাশে...
আমি হাটি শুন্য প্রান্তরে।
নিভু নিভু আলো জ্বলে, মরীচিকা হয়ে।
ভাবছি দাড়িয়ে আছ তুমি জনাকি হয়ে আমার পথের শেষে...
(May 10,2010)
©somewhere in net ltd.