![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।
নিকোটিনের আস্তরণ,
মস্তিকে নিউরনের আত্মহনন,
স্মৃতি , বিস্মৃতি অতঃপর বিলীন,
নিকোটিন।
বিষণ্য নদী,
দিগন্তে দাঁড়িয়ে এক অশরীর,
চাঁদটি মলিন,
স্বপ্নের আত্তহুতি,
ঠোঁটে একটু নিকোটিন,
প্রশান্তি।
কংক্রিটের প্রাসাদে,
স্বৈরশাষক যান্ত্রিকতা,
ভালবাসার গনকবরে,
ক্রন্দন অশরীরের।
তীব্র ব্যাথা বা-পাশে,
চাই একটু নিকোটিন।
অপারগতার স্মারকলিপি,
অশরীরের হাতছানি,
মৃত জস্নালয়ে,
স্বর্গের ছোঁয়া খুজি,
নিকোটিন।
আলিঙ্গনে অশরীর,
তীব্র যন্ত্রণায় নিজের মুক্তি,
শেষ প্রাথনায়,
একটু নিকোটিন।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৩
ধ্রুবক আলো বলেছেন: দুর্দান্ত লিখছেন ভাই.,, অনেক অভিনন্দন
++++
খুব ভালো লাগছে
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪০
গ্যাব্রিয়ল বলেছেন: নিকোটিন.. দরকার হয় জীবনকে টেনে নিয়ে যেতে।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৪
দৃষ্টিসীমানা বলেছেন: নিকটিন কি গুণে আপনার কবিতার ভাঁজে ভাঁজে ঢুকে গেল বুঝতে পারলাম না । আপনার জন্য শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩০
শাহরিয়ার কবীর বলেছেন:
দুদন্ড শান্তি দেয় যে এই নিকেটিন ।