নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিনিক্স

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।

দানবিক রাক্ষস

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।

দানবিক রাক্ষস › বিস্তারিত পোস্টঃ

অহেতুক কিছু কথা আমার প্রিয় দেবীর সাথে

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:১৭

সবার জীবনে কিছু না কিছু না পাওয়া থাকেই , যা নিয়ে ভাবলে মন খারাপ করে থাকতে পারে সে।
নবী - রাসূল কিংবা দেব-দেবী সবারই কিছু না কিছু ব্যর্থতা , কিছু না কিছু না পাওয়া ছিলোই।
এটা আমি হলফ করে বলতে পারি।

কিন্তু এই পৃথিবীর মেক্সিমাম মানুষের কোনো কিছুই অর্জন বা সফলতা থাকে না যা নিয়ে সে জীবনভর গর্বিত , আনন্দিত হতে পারে।
সব মানুষের কিছু মজার স্মৃতি থাকে যা নিয়ে ভাবলে মন খুশী হয়ে যায়।

মজার স্মৃতি আর অর্জন কিন্তু এক জিনিষ নয়।
মজার স্মৃতি মানুষকে সাময়িক খুশী করতে পারে যা অতিদ্রুত ফ্যাকাসে হয়ে যায়।
আর অর্জন সারাজীবন থাকে,
অর্জনের কথা ভাবলে শুধু মন খুশী হয় না বরং সামনে অনেক কিছু করার অনুপ্রেরণা আসে, নিজেকে অনন্যতায় নিতে ইচ্ছা করে।

তাকিয়ে দেখেন চারপাশে, আপনি যত জনকে দেখতে পাচ্ছেন কিংবা পাবেন , আমি হলফ করে বলতে পারি , আপনার সফলতা / অর্জন তাদের যে কারো থেকে বেশী।
আপনার নিজেকে নিয়ে গর্বিত হবার , খুশী হবার, অনেক কিছুই আছে, যা তাদের / আমাদের কারোই নাই।

আপনি অর্জন করে ফেলছেন বলে হয়েত আপনার কাছে আপনার অর্জন কিছুই মনে হয় না, তাই হয়েত আপনি নিজেকে গর্বিত , আনন্দিত ভাবতে পারেন না, কিছু অহেতুক বিষয়ে মন খারাপ করতে থাকেন।
কিন্তু বিশ্বাস করেন, আপনার যে অর্জন / সফলতা তা যদি আমি পেতাম তাহলে হয়েতবা আমি চিরসুখী মানুষ হতাম।

আচ্ছা, আপনার কি এটা মনে হয় না যে , ৮ জানুয়ারি এই দিনটা ক্যান ফিক্স হইল?
আমি যদি বলি, এই দিনটা আপনার বাবাই ফিক্স করছে,
প্রতিবছর আপনারা এইদিনে মন খারাপ করে থাকতেন ,ওপারে থেকে এসব দেখতে কি তার ভালো লাগত? নিশ্চয়ই না।
তাই সে স্রস্টার সাথে প্লান করে এই দিনেই আপনার কনভোকেশনের দিন দিছে, যাতে সে ২০২৫ সালে তার পরিবারকে এক সাথে হাসিমুখে দেখতে পায়।
কনভোকেশনের দিনে, আপনার বাবা তার সব আত্মীয়, বন্ধুদের নিয়ে এক সাথে বসে, আকাশ থেকে ,আপনার দিকে তাকিয়ে হাসি মুখে সবাইকে বলবে "ওই দ্যাখো , আমার মেজো মেয়ে, কত বড় হয়ে গেছে, সবার থেকে সেরা সে আজ" আর তখন সবাই আপনার বাবা কে প্রনাম করবে আর বলবে, রত্ন জম্ন দিছিস তুই।

আপনি যখন স্পিচ দিবেন , তখন আপনার বাবা আকাশ থেকে নেমে এসে আপনার পাশে দাড়িয়ে আপনার পিঠে হাত চাপড়ে বলবে , " মা , তুমি অনেক বড় হও, আমি অনেক গর্বিত আজ, তুমি ভয় পেও না, আমি সব সময় তোমার পাশেই আছি"
এবং, আপনার বাবা আপনাকে বলবে
"মুখটা তুলে আকাশটাতে দেখ আরেকবার
তোমার সাথে আছি আমি যে চিরকাল।
মনটা খারাপ করে যখন তুমি একা থাকো,
ভেবো আমি শোনাই তোমায় মজার কোনো গল্প
চোখের পানি মুছে ফেলে ভেবো একটু ক্ষণ
তোমার মাথায় হাতটা বুলাই যখন তখন।"

আর এই সময় যদি, আপনি কোনো অহেতুক বিষয়ে মন খারাপ করে থাকেন তাহলে, আপনার বাবার কি ভালো লাগবে?
এত দিন ধরে যে , সে প্লান করছে ৮ তারিখে সবাইকে হাসি খুশী দেখবে, তার কি হবে?

বিশ্বাস করেন, এই বছরটা আপনার , ৭ থেকে ১০ তারিখ আপনার।
এই দিনগুলো আপনারই জন্যই এত বছর অপেক্ষা করছে।
কোনো অহেতুক বিষয়ে নিজের মন খারাপ রাখিয়েন না,
মানুষই ভূল করে, আপনিও করছেন হয়েত , মেনে নেন।
আর নিজের দিকে তাকিয়ে একটু খুশী হন, আনন্দিত হন, আপনার অর্জন কিংবা সফলতা দেখে, নিজেকে নিজে বলেন আমার মতন আর কেউ নাই, আমি সেরা, আমি শ্রেষ্ঠ।

সব সময় হাসি, খুশী থাকবেন, আমার দেবী ,
আপনার মতন আর কেউ নেই, আপনি একক।
আপনি সেরা, গোটা দুনিয়া জয় করা বাকি আছে আপনার।

আপনার বাবা আকাশ থেকে হাসি মুখে তাকিয়ে আছে,
আপনার মন খারাপ তার একটুও ভালো লাগে না, তাই আর মন খারাপ করবেন না।
ভালো করে দেখেন, আপনার বাবা সব সময় আপনার পাশে বসে আছে, আপনার মন খারাপ দেখলেও তার মনটা খারাপ হয়ে যায়।

সেই ছোট্ট মেয়েটা হাসবে , খেলা করবে আর তার সাথে আমারও হাসব।
জীবনটা সুন্দর, আমার প্রিয় দেবী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.