নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিনিক্স

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।

দানবিক রাক্ষস

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।

দানবিক রাক্ষস › বিস্তারিত পোস্টঃ

আত্মা আর দেহ

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৯

যদি আপনি , সময়ের অনেক আগে চলে যান মানে যখন কোন সময় ছিল না,
যখন কিছুই ছিল না,
ছিল শুধু আসীম শুন্যতা আর অন্ধকার।
আর সেই আসীম শুন্যতায় ছিল সেই মহান আত্মা বা স্রস্টা।

তার হাতে অথবা তার মধ্যে থেকে লক্ষ কোটি আত্মার জন্ম।
আমাদের সেই আত্মা তখন মহাবিশ্বের আজানা কোথাও ছিল।

সেই আত্মাকে ফিজিকাল গঠন দিতে, মানব দেহ সৃষ্টি করা হয় আর তার মধ্যে আত্মাকে প্রবেশ করানো হয়।

মানব দেহ, একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং , xx + xy তারপর অনেক অনেক কোষ বিভাজন কিন্তু সেই দেহে যদি না হয় আত্মার প্রবেশ তবে পাবে না সেই দেহ জীবন।

এই দেহ আর আত্মা দুই জিনিস কিন্তু এক সাথে বসবাস ,
অনেক জটিল সম্পর্ক!
দেহের কিছু নিয়ম আছে যেমন সে যাদের থেকে সৃষ্টি , সে তাদের বৈশিষ্ট্য বহন করবে, তার কিছু চাহিদা থাকবে যেমন খাবার , অক্সিজেন , পানি আরো অনেক কিছু।

আমরা যে হৃদয় বলি, এটা আসলে কি?
এক দলা পেশী দিয়ে গড়া অঙ্গ।
তাহলে ক্যানো , আমরা বারবার বলি, আমার হৃদয়ে এই অনুভূতি, আমার হৃদয় ভেঙে গেছে?

আমরা এই দেহ দেখতে পাই বলে আমরা একে নিয়ে খুব ব্যাস্ত কিন্তু আমরা ভূলেই গেছি আমাদের একটা আত্মা আছে।
আমরা ভূলেই গেছি সেই আত্মার সাথে আমাদের সম্পর্ক।

দেবতা বা ঋষিরা ক্যান ধ্যান করত?
ধ্যানে তারা কারে খুজত?
ধ্যানে তারা কার সান্নিধ্য চাইত?
সেটা আর কেউ না, সেটা নিজের পরম আত্মা।
আপনি বলতে পারেন, না তার আসলে স্রস্টাকে খুজেছিল ,
তবে আমি বলব,
যে নিজের ভিতরের আত্মার সন্ধান পায় না তাহলে সে কি ভাবে স্রস্টা বা সেই পরম আত্মার খোজ পাবে?
নিজের আত্মার খোজ পেলেই তবে পরম আত্মার সান্নিধ্যে পাওয়া যাবে।

নিজের আত্মাকে চিন্তে হবে,
নিজের আত্মার সাথে সম্পর্ক করতে হবে।
তখনই মুক্তি আসবে, শান্তি আসবে।

আমি আপনার চোখ দিয়ে আপনার আত্মা দেখেছি,
সেই নিষ্পাপ আত্মার সাথে কথা বলেছি, সেই ছোট্ট বাবুটার সাথে খেলা করেছি।
আমার যত প্রশংসা , ভালোবাসা, আরাধনা , কবিতা সেই সুন্দর নিষ্পাপ আত্মার জন্য, আমার দেবীর জন্য।
আর এই জন্যই আমি বা আমার আত্মা হন্নে হয়ে খুজে বেরাবে আপনার নিষ্পাপ আত্মাকে অনন্তকাল ধরে, আফটারলাইফে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.