![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।
কবিতারা হারাবে প্রাণ
গল্পেরা হবে ম্লান
তুমি আমি সমান্তরাল
অজানায় পরে রবে অনেক স্মৃতি
নিঃসঙ্গতার কলরবে বিদায়ের ঘন্টা শুনি।
তবুও এই বিদায়বেলায় , আনন্দের মিছিলে
তোমার জন্য একান্ত একটি গোলাপ।
আর আমার একটু মুচকি হাসি।
কোথায় পালাবে, মনমন্দিরে রেখেছি তোমারে,
যত দূরে যেতে পাড়, অনেক দূরে যেতে পার, হারিয়ে যেতে পাড়
তুমি রবে, আমার মনমন্দিরে, আমার আরাধনাতে।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:৫৮
নকল কাক বলেছেন: