![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।
ইউনিভার্সিটির অধ্যায় শেষ হয়েছে প্রায় ১০ বছর,
অনেক যান্ত্রিক জীবন এখন আমার, দম ফেলার সময় নাই ।
আবেগগুলো বড্ড অসহায়, চুপসে পড়ে থাকে এক কোনে ।
মাঝে মাঝে খুব মনে পরে সেই দিন গুলোর কথা, বিশেষ করে কেয়ার কথা।
ইউনিভার্সিটির পর সে হারিয়ে গেল , অনেকটা অভিমান করে, অভিমানি ছিল সে অনেক,
শুনেছি, সে এখন কানাডা থাকে, হায়ার স্টাডি করার জন্য গেছিল, আর বোধহয় সে আর ফিরবে না দেশে,
ক্যানোই বা সে ফিরবে ? কি আছে এই দেশে ?
যাইহোক, আমি আরে আমার যান্ত্রিক জীবন , গানের ভাষাতে বললে
_ এই একলা ঘর আমার দেশ , আমার একলা থাকার অভ্যেস !
সেপ্টেম্বর বেশেষ মাস আমার জন্য।
২০২৪ সালের সেপ্টেম্বর মাস,
প্রতিদিনের মত, আজ সকালেও মৃত আত্মার জীবিত শরীর নিয়ে অফিসে গেলাম,
বিকেলে একটা অপরিচত নাম্বার থেকে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসল,
- আপনি কি জাহান ?
আমি ভাবলাম কোনো না কোনো সাপ্লার মেসেজ দিছে, রেস্পন্স করলাম্ না,
কিছুক্ষন পর, ওই নাম্বার থেকে ফোন আসল,
আমি ফোন ধরে,
- হ্যালো !
ওপার থেকে খুব চেনা এক কন্ঠে,
- ক্যামন আছো ?
আমার আর বুঝতে বাকি থাকল না !
কিছুটা বাকরুদ্ধ হয়ে গেলাম, কি বলব মাথায় আসছিল না।
ওপার থেকে আবার সেই চেনা কন্ঠে,
- হ্যালো, আমার কথা কি শুনা যাচ্ছে?
আমি নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে,
- হ্যালো,
ওপার থেকে,
- আমাকে চিনতে পারছেন !
আমি একটু মুচকি হেসে, কাব্ব্যিক হয়ে,
- যখন হারিয়ে গেলে বনলতা.....
পরিপূর্ণ সমুদ্র জোয়ারের জলে,
সহস্র মুক্তো শুক্তোর বুকে খসে খসে ছড়ায় আভা.....
জোনাকিপোকার পিদিম জ্বলে অপূর্ব রজনী প্রভা..
অপরাজিতার ডালে ডালে অমূল্য সব আভরণ...
চন্দ্রতারার দিগন্তরেখা উত্তাল প্রেম নিবেদন ...
তারপর কেটে গেল দশটি বসন্ত...
কখনো বুনো হাসের পেখমের মত ডানা মেলে..
বর্ষাতি কদমের ফুলে, গন্ধরাজের ঘ্রানে...
হেটে গেছে উত্তর থেকে দক্ষিন...
শুধু তুমিই বনলতা...
বড্ড অসময়ে সেই পাখির নীড়ের মত চোখ তুলে...
নক্ষত্র সূদুরে একান্ত বসে
এরপর থেকেই আমি...
এক ক্লান্ত প্রাণ হাল ভাঙা নাবিক।
ওপার থেকে নিশ্চূপ হয়ে শুনে গেল আমার কাব্য,
আমি বললাম,
- হ্যালো !
ওপার থেকে নিরবতার পাহাড় চেপে বসেছে, মনে হল !
আমি বললাম,
- এটা সংগৃহীত কবিতা, তোমার জন্য লেখা না।
আমার কথা শুনে ওপারের নিরবতা ভাঙ্গল,
- হুম, আমি জানি, সেই সোভাগ্য কি আসে আমার !
আমি প্রশ্ন করলাম,
- আমার নাম্বার কিভাবে পেলে ?
সে উত্তর দিল,
- নাম্বার পেতে হবে ক্যানো, তোমারতো আগের নাম্বারই আছে !
আমি প্রশ্ন করলাম,
- তারপর কেমন আছো?
সে উত্তর দিল,
- দেশে আছি !
এই বলে সে ফোনটা রেখে দিল,
আর আমি,
- হ্যালো ! হ্যালো !
কিছুটা অস্তির হয়ে বারবার আমি ওই নাম্বারে কল দিলাম,
কিন্তু ফোন বন্ধ !
একটা ঝড় আসে কেমন যেন, সব এলোমেল করে দিল,
আমি কিছুই বুঝে উঠতে পারলাম না,
ইউনিভারসিটির কিছু কাছের বন্ধুদের কল দিলাম,
কথা বলার এক ফাকে সবাইকে জিজ্ঞেস করালম,
- কেয়ার কোন খবর জানিস ?
সবার একই উত্তর,
- না, তোরই তো জানার কথা !
আমি কিছুটা হতাশ হয়ে নিদ্রায় আচ্ছন হলাম।
এরপর কেটে গেল সাত দিন
আর কোন ফোন আসল না, মেসেজও আসল না।
আমি ভাবতে শুরু করলাম আমার মনে হয় হ্যালোজিনেশন হইছিল কিন্তু যখন ফোনের কল হিস্টরিতে সেই নাম্বারটা দেখি তখন আবার আবাক হয়ে ভাবনায় হারিয়ে যাই।
আমি ভাবতে শুরু করে দিলাম, মনে হয় কোন প্যারালাল ইউনিভার্স থেকে কেয়া আমাকে কল দিছিল।
এলোমেল আমি , নিজেকে প্রতিদিন গুছিয়ে নেয়ার অপপ্রয়াস করে যাচ্ছি।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৫৩
নকল কাক বলেছেন: ঝড়টা আসলে থামেনি কখনোই, শুধু দূরে সরে ছিল।