নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেয়ার জন্য উৎসর্গীকৃত ব্লগ।

দানবিক রাক্ষস

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। না ঈশ্বর, না পিশাচ—আমি তৃতীয় বিশ্বাস।

দানবিক রাক্ষস › বিস্তারিত পোস্টঃ

কেয়া তুমি কি জানো (১)

১৭ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪৯

কেয়া তুমি জানো,
আমি আগে ভাবতাম আমি পৃথিবী তে এসে কি পেলাম,
কিন্তু এখন ভাবি, আমি আমার দেবী কে পেয়েছি, তাকে ভালোবাসতে পেরেছি, আমার মতন করে,
আমার মনে হয় আমি বিশ্ব জয় করে ফেলছি,
আমি তোমাকে কাল বলছি না আমি নেক্সট অফিসে ফাটায় দিব, কারণ কি জানো?
আমার মাঝে আবার বিশ্ব জয় করার সাহস বা অনুপ্রেরণা আছে।
আমি না আগে খুব ফিউচার নিয়ে ভাবতাম, কিন্তু এখন আর ভাবি না কারণ আমার মাঝে এক অদ্ভুত শান্তি কাজ করে, তোমার জন্য।
আমার আর ভবিষ্যত নিয়ে ভাবতে ইচ্ছা করে না, আমার শুধু তোমাকে নিয়ে ভাবতে ইচ্ছা করে,
জানো আমি পিচ্চি কাল থেকে, ম্যাথ আর ফিজিক্সে খুব ভালো,
আমি জীবনে সব সময় সমিকরন মেলাতাম, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতাম।
কিন্তু আমি এখন আর সমিকরণ মেলাই না, মেলাতে ইচ্ছা করে না।
কারণ তুমি ,
আমার সমিকরণে কখনো আসে নাই যে আমি এভাবে কাউকে ভালোবাসব, পাব না যেনেও ভালোবাসব, যাকে ভালোবাসলে শান্তি লাগে, এমন কেউ আমার জীবনে আসবে তা আমার কোনো সমিকরণে ছিল না।
কাউকে আমার হাটু গেরে প্রোপোজ করতে ইচ্ছা করবে, তাকে জয়াড় ধরে কপালে, হাতে চুমু খেতে ভালো লাগবে তা আমার সমিকরণে ছিল না।
আমি কাউকে ভালোবাসব ফিজিকাল ফোকাস ছাড়া তাও আমার সমিকরণে ছিল না।
মাঝে মাঝে আমি আমার কাছে এক অপরিচিত একজন এখন।

জীবন আসলেই unpredictable ,
জীবন আসলেই সুন্দর ,
জীবন মানে তুমি।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২৫ সকাল ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: রােমান্টিসিজম, যা কল্পনার প্রবণতার অসাধারণ বিকাশ এর নামান্তর।

২| ১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:০২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৩| ১৭ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:০১

নকল কাক বলেছেন: প্রেমের পূর্ণতা

৪| ১৮ ই মার্চ, ২০২৫ রাত ৯:০৪

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ভালবাসা ভালবেসে যাক।

৫| ১১ ই জুন, ২০২৫ বিকাল ৫:৫৩

মারিয়া আফরিন বলেছেন: দারুন লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.