![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।
কেয়া তুমি জানো,
আমি আগে ভাবতাম আমি পৃথিবী তে এসে কি পেলাম,
কিন্তু এখন ভাবি, আমি আমার দেবী কে পেয়েছি, তাকে ভালোবাসতে পেরেছি, আমার মতন করে,
আমার মনে হয় আমি বিশ্ব জয় করে ফেলছি,
আমি তোমাকে কাল বলছি না আমি নেক্সট অফিসে ফাটায় দিব, কারণ কি জানো?
আমার মাঝে আবার বিশ্ব জয় করার সাহস বা অনুপ্রেরণা আছে।
আমি না আগে খুব ফিউচার নিয়ে ভাবতাম, কিন্তু এখন আর ভাবি না কারণ আমার মাঝে এক অদ্ভুত শান্তি কাজ করে, তোমার জন্য।
আমার আর ভবিষ্যত নিয়ে ভাবতে ইচ্ছা করে না, আমার শুধু তোমাকে নিয়ে ভাবতে ইচ্ছা করে,
জানো আমি পিচ্চি কাল থেকে, ম্যাথ আর ফিজিক্সে খুব ভালো,
আমি জীবনে সব সময় সমিকরন মেলাতাম, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতাম।
কিন্তু আমি এখন আর সমিকরণ মেলাই না, মেলাতে ইচ্ছা করে না।
কারণ তুমি ,
আমার সমিকরণে কখনো আসে নাই যে আমি এভাবে কাউকে ভালোবাসব, পাব না যেনেও ভালোবাসব, যাকে ভালোবাসলে শান্তি লাগে, এমন কেউ আমার জীবনে আসবে তা আমার কোনো সমিকরণে ছিল না।
কাউকে আমার হাটু গেরে প্রোপোজ করতে ইচ্ছা করবে, তাকে জয়াড় ধরে কপালে, হাতে চুমু খেতে ভালো লাগবে তা আমার সমিকরণে ছিল না।
আমি কাউকে ভালোবাসব ফিজিকাল ফোকাস ছাড়া তাও আমার সমিকরণে ছিল না।
মাঝে মাঝে আমি আমার কাছে এক অপরিচিত একজন এখন।
জীবন আসলেই unpredictable ,
জীবন আসলেই সুন্দর ,
জীবন মানে তুমি।
২| ১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:০২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০২৫ সকাল ১১:১৯
খায়রুল আহসান বলেছেন: রােমান্টিসিজম, যা কল্পনার প্রবণতার অসাধারণ বিকাশ এর নামান্তর।