![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।
কেয়া তুমি কি দেখছো, কোন অবুঝ শিশুকে ফুফিয়ে কাদতে, একলা ঘরে কোণে, একরাশ ভয় , আতংক আর অভিমান নিয়?
আমি এত বছর পর যখন আমি তোমায় আবার পেলাম তখন আমার ঠিক এমনি মনে হচ্ছিল, তুমি আমার ছোট্ট বাবুটা ফুফিয়ে ফুফিয়ে কাদছে, মনে অনেক অভিযোগ , অভিমান , ভয় আর আতংক নিয়ে।
মনের কথাটাও শুনার কেউ নাই,
কেউ নাই মাথায় হাতটা বুলায় বলবে, কিচ্ছু হয় নাই , সব ঠিক আছে, তুমি স্বপ্ন দেখতে পারো , তুমি আকাশে উড়তে পারো।
তোমাকে আমি পেয়েছি , অনেকটা দুমড়ানো কাগজের মত, ঘরের এক কোণে, অবহেলিত, যুদ্ধাহত কিন্তু হার না মানা অনলশিখা আমি দেখেছি তোমার দু চোখে।
রক্তাক্ত , যুদ্ধাহত কিন্তু স্বপ্নের রণক্ষেত্র থেকে পালাবার মানুষ তুমি নও, শহীদ হতে বা জয় করতে চেয়েছো, পরাজয় তোমার সংবিধানে নেই।
তুমি এক সাহসী বীর ভ্যালকারী।
তোমাকে পেয়ে আমি আমার ১০বছর আগের জীবনের রোমন্থন করি,
কি এক অদ্ভুত মিল আমাদের মাঝে, আমাদের গল্পে, আমাদের স্বপ্নে।
আমি তোমাকে জড়িয়ে নিলাম, বুকের মাঝে অসীম ভালোবাসা দিয়ে,
আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিলাম সযত্নে, যেন আমার ছোট্ট পরীটার সকল ভয় আর আতংক কেটে যায়।
আমি তোমার কপালে চুমু খেলাম, একরাশ সম্মান আর সাহস দিয়ে।
তুমি একটা আশ্রয় স্থান খুজো মনে মনে , যেখানে যুদ্ধে ক্লান্ত হয়ে একটু বিশ্রাম আর প্রশান্তি নিতে আসবা।
তুমি যেন রাখো, আমার বুকের মাঝে একটা ছোট্ট ভালোবাসার কুড়ে ঘর আছে শুধু তোমারই জন্য, যেখানে তোমার আসতে কারো অনুমতি লাগবে না, তুমি আসবে তোমার মতন করে আর নিয়ে যাব অফুরন্ত আর অবিরাম ভালোবাসা আর প্রশান্তি।
এরপর তুমি আবার স্বপ্নের রণক্ষেত্রে ফিরে যাবা, নিজের স্বপ্ন জয় করতে,
তুমি ডানা মেলে আকাশে উড়বা, আমি দূর থেকে , পাহাড়ের চূড়ায় বসে বসে তোমাকে দেখব আর ছুয়ে দেখার প্রয়াস করব।
কারণ তুমি ছাড়া যে বুকের মাঝে এই ছোট্ট ভালোবাসার কুড়ে ঘরটা শুন্যতায় ভরে যায়।
কিন্তু তুমি আমার চোখ দেখে এসব কোন দিনও বুঝবা না কারণ আমি বুঝতে দিব না।
আমি চাই তুমি স্বপ্নবাজ হয়ে তোমার সব স্বপ্ন জয় করে নিজেকে অনন্যতায় নিয়ে যাও আর এতেই যে আমার পরম শান্তি।
১৮ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৪৮
দানবিক রাক্ষস বলেছেন: কেয়াকে নিয়ে আমাকে অনেক পুরান কিছু লেখা আছে, পড়তে পারেন ,
https://www.somewhereinblog.net/blog/DanobikRakhos/29724172
https://www.somewhereinblog.net/blog/DanobikRakhos/29734650
২| ১৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:০৩
কামাল১৮ বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কেয়া কাহিনী ভালো লাগলো