নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিনিক্স

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।

দানবিক রাক্ষস

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।

দানবিক রাক্ষস › বিস্তারিত পোস্টঃ

কেয়া তুমি

২৯ শে মার্চ, ২০২৫ দুপুর ১:৩৫

যুদ্ধাহত আমি,
নিয়তি আমায় ফেলে দিয়েছে, পরাজয়ের হাতে,
রক্তে রাঙা পথের শেষে,
শুধু শূন্যতা আর ক্লান্তির গ্লানি।

আমার তলোয়ার আজ মরিচা ধরা,
স্বপ্নগুলো রকাক্ত।
যে চোখ একদিন জ্বলেছিল আগুনে,
সেখানে আজ শুধু অন্ধকার।

হৃদয়ের প্রতিটি কোণে যুদ্ধের ক্ষত,
নিঃশব্দ কান্না, পরাজয়ের চাপা আর্তনাদ।
আমি এক যুদ্ধাহত পরাজিত সৈনিক—নিঃস্ব, একাকী।

আমি দুমড়ানো মোচড়ানো ,
অবশ অনুভূতি,
খুজে ফিরে জীবনের গতি,

কিন্তু ঠিক তখনই,
কেয়া তুমি এলো,
যেন ঝরা পাতার মধ্যে বসন্তের ছোঁয়া,
আমাবস্যায় এক টুকরো চাঁদের আলো,
একটি হাত বাড়িয়ে, আমায় ছুঁয়ে দিল নরম করে।

তোমার চোখে ছিল যে আলো,
সে আলোয় যমদূতও হয়েছিল বশ।
যা মৃত্যু পথেও শোনায় জীবনের গল্প।
তোমার কণ্ঠে ছিল সেই গান,
যা শূন্য হৃদয়েও স্বপ্নের সুর তোলে।

আমার পচনধরা ক্ষতগুলো তুমি মুছে দিলে,
ভালোবাসার কোমল সুতোর বাঁধনে।
যেখানে ছিল পরাজয়ের গ্লানি,
সেখানে তুমি ফোটালে ভালোবাসার বাগিচা।

আর আমি?
আবারো যুদ্ধ যেতে চাই।
শুধু তোমার হাত ধরে,
এক নতুন ভোরের দিকে,
যেখানে কেবল তুমি আছো একরাশ ভালোবাস নিয়ে,
সূর্য উদয়ের দিগন্তে ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২৫ দুপুর ২:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: এরকম কেয়া ঘরে ঘরে থাকুক। তাহলে যোদ্ধার সংখ্যা বাড়বে।

২| ৩০ শে মার্চ, ২০২৫ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.