![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।
আর্টসেল শুধু একটা ব্যান্ড না একটা আবেগের জায়গা।
আমি মনে করি, আমরা ভাগ্যবান যে আর্টসেল বাংলাদেশী ব্যান্ড। আমি গর্বীত।
আর্টসেলের সেরা গান কোনটা সেটা নিয়ে বিতর্ক হতেই পারে,
কেউ বলবে "অনিকেত প্রান্তর" আবার কেউ বলবে "দুঃখ বিলাস" বা "এই বিদায়ে" বা অন্য কোন গান।
আমার কাছে, আর্টসেলের সব গানই সেরা।
তবে আমার আর্টসেলের সব থেকে সেরা গান মনে হয় "উৎসবের উৎসাহে" গানটা,
এমনকি আমার এটা মনে হয় এটা বাংলাদেশের ইতিহাসের সেরা গান, যেমন লিরিক্স , তেমনি কম্পোজিশন তেমন গিটারের সলো! out of this world!!!!
জানো, কেয়া এই গানটা ২০০৬ সালে "আন্ডারগ্রাউন্ড" মিক্স আলবামে রিলিজ হয় তখন আমি ক্লাস ১০ এ।
সবে মাত্র তোমার সাথে প্রেম শুরু হয়েছে।
তখন মুঠোফোনের তেমন প্রচলন ছিল না তাই আমি তোমাকে চিঠি দিতাম আর তুমিও আমাকে চুপিসারে আমার চিঠির উত্তর দিতে। স্কুল যাবার পথে বা কোচিং যাবার পথে কিংবা ফ্রেন্ডের হাত দিয়ে আমরা চিঠি দিতাম। আহা সেই দিন গুলি কতই না সুন্দর ছিল , মনে অনেক আশা, বুক ভরা ভালোবাসা আর দুচোখ জুড়ে অপার সম্ভাবনা!
আমি দোকান থেকে আন্ডারগ্রাউন্ড" মিক্স আলবাম কিনে যখন প্রথমবার "উৎসবের উৎসাহে" গানটা শুনলাম তখনই আমার মাথা খারাপ হয়ে গেছিল , এত সুন্দর লিরিক্স , কম্পোজিশন , সলো!!!
আমি একদিন তোমার জন্য চিঠি লেখার সময়, এই গানের কয়েকটা লাইন লিখেছিলাম, আমার এখনও মনে আছে।
"মনেরই ইন্দ্রজাল জুড়ে
যে স্বপ্ন খেলা করে
নেব সেই সীমানায় তোমাকে।
যত দুর চলে গেলে দুরত্ব ঘোচালে
নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে
সেইখানে তোমাকে জানাবো গোপনে
স্বপ্ন মানে পাশে থাকা।"
কেয়া তুমি জানো , আমি এখনও এই গানটা খুব শুনি,
গানটা এখনও অনেক প্রিয় এবং প্রিয় গান থাকবে।
এই গানটা যেন তোমার আমার অনেক না বলা কথা বলে, আমার অনেক না বলা অনুভূতির কথা বলে,
আর যখন শুনি সলোটা আমি তখন হারিয়ে যাই কোন এক অজানায়।
তোমার আমার যখন প্রেম শুরু হয় তখন আমার দু চোখে
সম্ভাবনার রঙিন মলাট আর বাস্তবতার মৃত উষ্ণতায় আমার শরীর ডুবে ছিল।
"আমার অবারিত দরজা জুড়ে
সম্ভাবনার রঙিন মলাট
আমার শরীর ডুবে আছে
অবিরাম মৃত উষ্ণতায়।"
কেয়া তোমার সাথে প্রেম শুরু হলো, তোমার চোখ উৎসবের রঙের আকা। আর আমি সেই রঙের বুদ হয়ে হারিয়ে গেলাম অসীমের অসীমতায়।
"তুমি যে রোদ মাখবে বলে
মেতে উঠেছো রঙের উৎসবে।"
তারপর, বাস্তবতা , অদেখা ভবিষ্যতের যত ভয় , বিষাদের ছায়া হয়ে আমাদের উপর ভর করেছিল ঠিক তখনও তোমাতে মিলিত আমার সব সুর তোমারই সঙ্গোপনে।
"আমার বিষাদ ছায়া হয়ে
ঢেকে দেয় তোমায়
জানবে আমি শুধু আমি নই
আমি মানে অন্য কেউ
কিংবা প্রতিবিম্ব
তোমাতে মিলিয়ে আমার
সব সুর তোমারই সঙ্গোপনে।"
তোমার মাঝে যখন অন্ধকার আসেছিল পরিবারের আর সমাজের ভয়ে, আর আমার ঘাড়ে মাথা রেখে শুধুই দীর্ঘশ্বাস ছেড়েছিলে, তখন আমি সব শুনেছিলাম কান পেতে নিরবে আর তখন আমার মনের ইন্দ্রজাল জুড়ে
যে স্বপ্ন খেলা করেছিল তোমাকে নিয়ে আমি তা তোমাকে বলেছিলাম ফিসফিস করে আর তোমাকে নিয়ে গেছিলাম আমার সেই সীমানাতে।
"তোমারই অন্ধকারে
যে শব্দ বয়ে চলে
এসো কান পেতে রই নিরবে
মনেরই ইন্দ্রজাল জুড়ে
যে স্বপ্ন খেলা করে
নেব সেই সীমানায় তোমাকে।"
কেয়া তুমি ভীত আমাকে হারাবে বলে পরিবার আর সমাজের চাপে, তোমার অনেক কস্ট হচ্ছিল আমার সাথে দূরত্ব বাড়াবার ভয়ে, আর আমাদের ভালোবাসার প্রদিপের নিভু নিভু করে যখনও জ্বলছিল তখন আমি তোমাকে বলেছিলাম দূরে চলে গেলেও দুরত্ব ঘুচাবে যখন নিভে যাওয়া মানুষ আলো হয়ে জ্বলবে আর তখন তোমাকে জানিয়েছিলাম স্বপ্ন মানে পাশে থাকা।
"যত দুর চলে গেলে দুরত্ব ঘোচালে
নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে
সেইখানে তোমাকে জানাবো গোপনে
স্বপ্ন মানে পাশে থাকা।"
কেয়া তোমার সাথে যখন রিক্সায় করে ঘুরতাম তখন তুমি মাঝে মাঝে আমাকে জড়ায় ধরতা , আর আমাকে হারানো ভয়ের কথা বলতে তখন আমি বলেছিলাম তোমাকে আমি থাকব ছদ্মবেশে পথ চেয়ে তোমার আশাতে যদিও তোমার জীবনে নতুন স্মৃতি আসে সময়ের হাত ধরে।
"সময়ের হাত ধরে নতুন স্মৃতি এলে
আমি থাকব পথ চেয়ে ছদ্মবেশে।"
কেয়া অনেক দিন পর যখন তুমি সবকিছু ভূলে গিয়ে একা দাড়াবে তখন তুমি দেখবে আমার চোখে সম্ভাবনা আর শুনাব তোমাকে পরাজয়ের গল্প যা আমি করেছি ম্লান।
তখন তুমি জানবে আমি সেই বাস্তবতা কিংবা মলিন সান্তনা যা তুমি ভোর হওয়া চোখে স্বপ্ন দেখেছিলে।
"আবার এসে দাড়ালে একা
দেখবে আমার চোখে সম্ভাবনা
জীবন জুড়ে থাক পরাজয়
হয়েছে ম্লান চিরকাল।
জানবে তুমি ভোর হওয়া চোখে
যে অবিরাম স্বপ্ন দেখেছ
আমি সেই বাস্তবতা
কিংবা মলিন সান্তনা।"
কেয়া তুমি এখন অনেক দূরে , সমাজ পরিবার আর ধর্মের টানে আর আজ আমি এক অন্য বাস্তবতায় তখন তুমি বুঝবে আমাদের দেখা স্বপ্নের অভিধানে মিথ্যের স্বপ্ন হয়েছিল অনুবাদ আর এই ভেবে অবসাদ আশ্রয় নিয়েছিল তোমার অন্ধকার ঘরে তখন তুমি সব প্রতিবাদ প্রতিরোধের ভাষা ভুলে পরাজয় মেনে নিয়েছিলে আনমনে।
"আমাদের অভিধানে মিথ্যের হয় অনুবাদ
অবসাদ আশ্রয় খুঁজে মানুষের অন্ধকার ঘরে
প্রতিবাদ প্রতিরোধ ভুলে
আনমনে মেনে নেয় পরাজয়।"
একাকিত্বের রাতে তোমার ঘুমের ঘোরে আমি আসব তোমার স্বপ্নে , ভাঙ্গতে তোমার ঘোর , আর জ্বেলে দিব তোমার চোখে সেই স্কুল জীবনের উৎসবের রঙে যার উৎসাহে তুমি পরাজয়কে বন্দি করবে হাতে হাত রেখে।
"তখন ভাঙ্গতে হবে ঘোর
হাতে রেখে হাত
হেরে যাওয়াকে বন্দি করে রেখে
জাগতে হবে রাত
আলো জ্বেলে রেখে
উৎসবের উৎসাহে।"
বিস্তীর্ণ সময়ের উজানে, তুমি যদি কখনও একলা হয়ে যাও তবে জেনে রেখো আমি পথ হয়ে তোমাকে পথ চেনেবো এঁকে এঁকে আর আমি বাতাস হয়ে তোমার কানে ফিসফিস করে তোমাক বলব ফিরতে যদি হয় আমাকে তোমার জন্য তবে আমি ফিরে যাবার পথ পাড়ি দিব নিমিষে।
"বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে
চিনিয়ে নেব পথ, চিনবো এঁকে এঁকে
পিছু ফিরে পাই, ফিরতে যদি হয়
পাড়ি দেব পথ নিমিষে।"
©somewhere in net ltd.