নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিনিক্স

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।

দানবিক রাক্ষস

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।

দানবিক রাক্ষস › বিস্তারিত পোস্টঃ

শূন্যতার আলিঙ্গন

১৫ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৩৮

সব ছেড়ে দিয়ে আমি শূন্যে হাত বাড়াই,
শূন্যতার আলিঙ্গনে আমি পূর্ণতা পাই।
ঠিকানাহীন যাযাবর আমি—
বেওয়ারিশ হয়ে আঞ্জুমানে ফিরে যাই।

যেদিকে যাই, শুধুই হাহাকার—
যেন এক অসীম শূন্যতা,
শুকনো নদীর বুক চিরে ভেসে চলে
একটি ডিঙ্গি নৌকা,
নীরবতায় পাল তুলে
চলে যাই সব ছেড়ে অজানায়।

আজম্না ক্লান্ত আমি—
ভাষাহীন, শব্দহীন,
স্বপ্নহীন, কল্পনাহীন—
এক ফ্যাকাসে সত্তা।

আমি বিরক্তিকর,
নিজের আয়নায়—
আমি নিজেকেই ঘৃণা করি, অফুরন্তবার।

তবু শূন্যতার মধ্যেই খুঁজি তোমার ছায়া,
কারণ শূন্যতাই একমাত্র সত্য, যেখানে তুমি আমি একাকার,
যেখানে সব কিছু হারায়,
আর আমিও—
আস্তে আস্তে বিলীন হই,
এটাই আমার নিয়তি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.