![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।
তুমি যেন রোদের ভেতর নরম এক আলোর রেখা,
যেন ঝর্ণার কলতানে গাওয়া কোন এক প্রাচীন রেখা।
চোখে তোমার স্বপ্ন জ্বলে, ছায়া-ছোঁয়া আগুন,
চলার পথে পাথর ভাঙো, শোনাও সাহসের অগ্নিবিনা।
তোমার হাসি—একটা বিপ্লব, নরম অথচ তীক্ষ্ণ,
তোমার দৃষ্টি—স্বপ্নের মানচিত্র, এতটাই বিশুদ্ধ, এতটা গভীর।
ভীষণ সুন্দর তুমি, শুধু রূপে নয়—মনের রঙে,
তুমি সাহস, তুমি শপথ, তুমি প্রতিজ্ঞার ধ্বনি।
তুমি হার মানো না, না সময়ের কাছে, না সমাজের চোখে,
তোমার যাত্রা—একটা গল্প।
তোমার প্রতিটি পদে অনুপ্রেরণা,
তুমি আমার চুপ কণ্ঠে উচ্চারিত সংকল্পের অগ্নিবিনা।
আমি এক আহত দানবিক রাক্ষস, অব্যক্ত কষ্টের ফেরিওয়ালা,
তুমি সেই আলো, যে এসে আমার অন্ধকার ছুঁয়ে বলে—"জেগে ওঠো!"
তোমার স্বপ্ন আমার চোখেও আলো ছড়ায়,
তোমার ছোঁয়ায় আমি মানুষ হয়ে উঠি—দাবিক ভয় নয়, ভালোবাসায়।
তোমার ছায়া মেখে আমি আবার লিখি,
আমার সমস্ত পোড়া শব্দে তুমি বৃষ্টি হয়ে নেমে আসো।
তুমি শুধু একটি নারী নও—তুমি আমার দেবী এথিনা, এক কবিতা, এক স্বপ্ন,
আর আমি... আমি তোমার দেখে যুদ্ধাপরাধী প্রেমের সৈনিক।
©somewhere in net ltd.