নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিনিক্স

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।

দানবিক রাক্ষস

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।

দানবিক রাক্ষস › বিস্তারিত পোস্টঃ

কেয়া তোমায় ভালোবাসা..

২৭ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪৩

কিছুই ছিল না, কেবলই তুমি,
আলো হয়ে এলে অন্ধকার ভুমি।
ভাঙা হৃদয়ে, তুমি সুরের কলতান,
আশার আলো, শান্তির ধ্যান।

চাইনি কিছুই আর, চাইনি বেশী,
শুধু তোমার স্পর্শ,
নিঃশব্দ আকাশী।
বিশ্বাস করেছিলাম নিরবে, নিঃশব্দে,
তুমি ছাড়া আর কিছু ছিল না হৃদয়ের গভীরে।

শত দুঃখের ভিড়ে খুঁজেছি তোমায়,
তুমি আমার নিঃস্ব জীবনের মহাকাব্য।
ঝরা বৃষ্টির কান্নায় যখন ভিজত পথ,
তোমার নামেই বাঁধতাম আমি জীবনের রথ।

হৃদয়ে যখন ছড়িয়েছিল পচন,
পুনর্জন্ম হয়েছিল আমার, তোমার ভালোবাসায় তখন।
তুমি আছো, থাকবে প্রতিটি নিশ্বাসে,
আমার প্রেমে, আমার আশায়, আমার চিরন্তন বিশ্বাসে।

এই আমি শুধু তোমায় ভালোবাসি,
এই ভালোবাসায় আমি তোমায় লালন করি।

যদি কখনো সময় আলাদা করে দেয়,
যদি দূরের মেঘে হারিয়ে যাও,
তবুও তুমি রবে আমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি স্বপ্নে,
খুঁজবো তোমাকেই আমি অনন্ত প্রহরে।

হয়তো হাসবো,
হয়তো কান্নায় ভিজবো,
তবুও চিরকাল তোমাকেই ভালোবাসবো।
তুমি একমাত্র, যার জন্য হৃদয় জেগে রয় —

এই আমি শুধু তোমাকেই ভালোবাসি,
তোমার অপেক্ষাতেই আমি প্রহর গুনি।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.