![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।
যদি আকাশ ভেঙে পড়ে একদিন,
সূর্যের আলো হয়ে যায় বিলিন,
তবে কি ভাঙবে এই শেকল?
না, কখনই না,
এ বিশ্ব ছিল বরাবরই নির্দয়, বর্বর।
ক্যানো প্রার্থনায় মেলে না উত্তর,
ক্যানো বেদনায় নামে না ভালোবাসার বর্ষণ,
তুমি বলো—ঈশ্বর দেখেন সব,
আমি দেখেছি—তিনি অন্ধ , বধির, অনুভূতিহীন।
যুদ্ধের ঝংকারে শুনি দানাবিক রাক্ষসের গান,
শিশুর কান্না ডুবে যায় বোমার ধ্বনিতে।
মানবতা পুড়ে যায় ধর্মের আগুনে,
নামেই কেবল ঈশ্বর—
কিন্তু তিনি কই?
আমি খুঁজিনি তাঁকে স্বর্গের সিংহাসনে,
আমি ডেকেছি তাকে রক্তে ভেজা মাটির কোণে।
কিন্তু কেবল নীরবতা—এক চিরন্তন উপহাস,
তিনি কেবলই এক মরিচিকা কিংবা পথভ্রষ্ট ভ্রম।
তবু আমি দাঁড়াই, পোড়া পৃথিবীর কিনারে,
নি:সঙ্গ একাকী, আমার ছায়া আমার একমাত্র সঙ্গী,
এই পৃথিবী শিখিয়েছে একটিই পাঠ—
কারো বিশ্বাসে নয়,
কারো অনুগ্রহের মিথ্যা আশায় নয়,
বাচতে হবে,
বুকের মাঝে জলন্ত অগুনের শক্তিতে।
©somewhere in net ltd.