![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।
সময়…
আজও কাঁপে নিঃশব্দে,
তোমার ফিরে আসার সম্ভাবনায়।
আমি আছি…
নির্বাক প্রতীক্ষায়,
হারানো ভালোবাসার অন্বেষণে,
নিরব নুপুরের শব্দ খুঁজি বাতাসে।
ভালোবাসা…শুধু ভালোবাসাই
জানে ফিরিয়ে আনার গল্প,
আমার চোখে এখনো তুমি—
ছায়া নয়, বাস্তব আপসরী।
আমি লড়েছি…
ভাঙা দেয়াল, সন্দেহের কুয়াশা,
তবু ভেবেছি—একদিন
তুমি ফিরে আসবে,
যেমন চাঁদ ফিরে আসে অমাবস্যা শেষে।
তুমি যদি চাও…
আমি আবার গড়বো আমাদের পৃথিবী,
এক একটা কবিতার শব্দ দিয়ে,
যা আমি লিখেছিলাম তোমায় নিয়ে ভালোবাসার মলাটে।
আমি এখনো ভালোবাসি—
না, অভিমান নয়…
এ ভালোবাসা অপেক্ষার মতো,
নিঃশব্দ অথচ চিরন্তন।
©somewhere in net ltd.