![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।
সময় শুরুর প্রথম প্রহরে
আমার হৃদয়ের গভীর ঘরে—
জানি চিরকালই,
তুমি আমার।
চলেও যাই যদি দূর কোনো গ্রহে,
এই বিশ্ব ছেড়ে অন্য মহাকাশে,
তবুও হারাবে না এই নিয়তি—
আমাদের বন্ধন, এটাই সত্যি।
নিয়তির এই অমোঘ ডাকে
এক জগৎ থেকে কয়েকশত জগতে—
প্রতিটি জন্মে, প্রতিটি ছায়াপথের বাকে।
প্রতিবার আমি ভালোবেসেছি তোমাকে,
ভিন্নরূপে, ভিন্ন সময়ে,
ভালোবেসেছি অভয়ে।
সময় শেষের শেষ মুহূর্তে
তুমিও জানবে, নিঃশব্দ চৈতন্যে—
সব মহাবিশ্বে ভালোবেসেছি তোমায়—
চিরকাল, সবসময়।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০২৫ সকাল ১০:০৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।