|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 দানবিক রাক্ষস
দানবিক রাক্ষস
	অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। না ঈশ্বর, না পিশাচ—আমি তৃতীয় বিশ্বাস।
 
 
সমাপ্তির সুচনা হয়ে গেছে, 
চূড়ান্ত অধ্যায় শুরু
আমাদের পৃথিবী কি এখনও আছে
নাকি এটি কেবল অতীতের স্মৃতি?
চোখে এক ফোঁটা অশ্রু
ধীরে ধীরে মুখোশের নিচে সরে যায়
নীরবতায়, আত্মসমর্পণে। 
এটাই কি শেষ? নাকি নবসুচনা ?
একটি গল্প শেষ হয় যেখানে,
আরেকটি শুরু হয় সেখানে,
অপ্রস্তুত, অনিবার্য,
তবুও বাস্তব কিন্তু অস্পষ্ট।
সময় অনেক নিষ্ঠূর
শুধু সমাপ্তির দিকে নিয়ে যায়।
কিন্তু কিসের সমাপ্তি? কার সমাপ্তি?
উত্তর দিতে কি পারবে? এখন? 
এই দেহ নশ্বর,
সর্বদা বয়স্ক ,  ক্লান্ত।
 তবুও আত্মার আগুন উজ্জ্বলভাবে জ্বলছে,
সবসময় মুক্তি পাওয়ার জন্য । 
স্বপ্নে আমরা চিরকাল বাঁচতে পারি
অমর, অবিনাশী।
যেথায় তুমি সিংহাসনে বসা এক দেবীর
আর আমি তোমার একন্ত এক পূজারী।
 ২ টি
    	২ টি    	 +১/-০
    	+১/-০২|  ২৮ শে মে, ২০২৫  সকাল ৯:৫৬
২৮ শে মে, ২০২৫  সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০২৫  বিকাল ৫:৩২
২৭ শে মে, ২০২৫  বিকাল ৫:৩২
শায়মা বলেছেন: স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা ...... জাগিও না আমায় জাগিও না .......