নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেয়ার জন্য উৎসর্গীকৃত ব্লগ।

দানবিক রাক্ষস

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। না ঈশ্বর, না পিশাচ—আমি তৃতীয় বিশ্বাস।

দানবিক রাক্ষস › বিস্তারিত পোস্টঃ

মহাশূন্যে নির্বাসিত ভালোবাসা। (কেয়া)

০৩ রা আগস্ট, ২০২৫ বিকাল ৪:০০



অসংখ্য আলোকবর্ষ আগে, অন্ধকার মহাশূন্যে হারিয়ে গেছি আমরা ।
মৃত, অবশ মহাশূন্যে , আমি তোমার থেকে অনেক দূরে ভেসে যাচ্ছি…
এখানে নেই কোনো সময়, নেই কোনো মহাকর্ষ, নেই কোনো আশার আলো…আছে শুধু অসীম শুন্যতা।
অক্সিজেন রেজেনেরেট্র চেম্বারটিও এখন ঠিকমতো কাজ করছে না…
শেষটা আসছে… এবং চূড়ান্ত কাউন্টডাউন শুরু হয়ে গেছে…
অসংখ্য আলোকবর্ষ আমি কাটিয়েছি এই অসীম শুন্য মহাকাশে শুধু আমাদের সুন্দর স্মৃতিগুলো ভেবে,
আর পুরো মহাবিশ্ব জুড়ে তোমাকে খুঁজেছি, এক গ্যালাক্সি থেকে হাজার লক্ষ্য গ্যালাক্সিতে।

আমি ব্ল্যাক হোলের গভীর অন্ধকার পেরিয়েছি,
আমি সুপারনোভার বিস্ফোরণ দেখেছি,
তারার জন্ম প্রত্যক্ষ করেছি,
দেখেছি গ্রাসের অপূর্ব দৃশ্য,
দেখেছি জ্বলন্ত ধূমকেতু,
দেখেছি সৌর ঝড়ের ভয়াল রূপ,
দেখেছি মহাজাগতিক শক্তির স্রোত—
কিন্তু তোমার মতো সুন্দর আর কিছুই ছিল না।

কিন্তু এই শেষ মুহূর্তে, যখন সব আশা নিভে গেছে,
তখন আমি শুধু তোমাকে শেষবারের মতো দেখতে চাই।
শেষবারের মতো দেখতে চাই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর হাসি,
শেষবারের মতো তোমার গায়ের গন্ধে আসক্ত হতে চাই,
শেষবারের মতো তোমাকে ছুঁতে চাই, তোমাকে জড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে চাই।

হয়তো পরকাল আছে, থাকলে আমি সেখানে তোমাকে খুঁজব।
আর না থাকলে আমার মৃত দেহ ভেসে বেড়াবে অসংখ্য মহাবিশ্বে , তোমাকে খুঁজতে পেতে।
যখন আমার মর দেহ, তোমার গ্রহে ভেসে যাবে তখন আমাকে বিদায় দিও তোমার সুন্দর হাসি দিয়ে,
আমার ঠাণ্ডা অবশ হাত ধরে শেষবারের মতো আমাকে চুম্বন করো।

আমি চিরকাল বেঁচে থাকতে চাই তোমার হৃদয়ে, আমাদের সুন্দর স্মৃতিগুলোর সঙ্গে।
আর চাই, তুমি আমাকে মনে করবে যখন তুমি দুঃখী হবে,
এই ভেবে মুচকি হাসি দিবে, এই মহাবিশ্বে একজন ছিল যে তোমাকে প্রতিটি মহাবিশ্বে নিঃশর্ত ভালোবেসেছিল, তোমার পূজারী ছিল।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.