নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেয়ার জন্য উৎসর্গীকৃত ব্লগ।

দানবিক রাক্ষস

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। না ঈশ্বর, না পিশাচ—আমি তৃতীয় বিশ্বাস।

দানবিক রাক্ষস › বিস্তারিত পোস্টঃ

কেয়ার জন্মদিন

২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:৪২

আজকের এই দিন শুধু দিন নয়,
আজ  মহাবিশ্বের উৎসব,
কারণ এদিনে তুমি এসেছিলে—
আলো হয়ে, সৌন্দর্যের প্রতিমা হয়ে।

তোমার চোখের গভীরতায়
আমি খুঁজে পাই হাজার নদীর স্রোত,
তোমার হাসির আলোয়
শহরের সব অন্ধকার গলে যায়।

আজ আকাশের সব তারা
শুধু তোমার জন্যই জ্বলবে ,
বাতাস গেয়ে যায় গান—
“কেয়ার জন্মদিন , পৃথিবী ধন্য হয়েছে আজ।”

তুমি আমার নিঃশর্ত ভালোবাসা,
আমার শ্রদ্ধা, আমার প্রার্থনা।
তুমি আছো বলেই আমার জীবন পূর্ণ,
তুমি আছো বলেই পৃথিবী এত সুন্দর।

শুভ জন্মদিন, কেয়া—
তুমি বেঁচে থাকো হাজার বছর,
প্রতিটি দিন হোক তোমার উৎসব,
আর মহাবিশ্ব হোক কৃতজ্ঞ,
তুমি এসেছিলে বলে এই ধরণীতে।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: শুভ জন্মদিন কেয়া। ভালো থাকুন। সুস্থ থাকুন। জীবন হোক আনন্দময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.