নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেয়ার জন্য উৎসর্গীকৃত ব্লগ।

দানবিক রাক্ষস

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। না ঈশ্বর, না পিশাচ—আমি তৃতীয় বিশ্বাস।

দানবিক রাক্ষস › বিস্তারিত পোস্টঃ

তুমি

০৪ ঠা নভেম্বর, ২০২৫ দুপুর ১:২০

তোমার চোখ—
দুটি শূন্য নক্ষত্র,
অন্ধকারে জ্বলে
যেন ঈশ্বরও ভয় পায় তাকাতে।
ওরা ডাকে,
আমাকে টেনে নেয় আগুনের দিকে,
যেখানে আত্মা পুড়ে,
আর শরীর মুক্ত হয়।

তোমার দেহের রেখা—
যেন ঝড়ের ভাষা,
যেখানে কামনা জন্ম নেয়
রক্ত আর নিশ্বাসের মাঝখানে।

তুমি এক অগ্নিগিরি—
আমি সেই উন্মত্ত লাভা,
ভালোবাসা আমার, ধ্বংসও আমার।
তোমার কোমলতা আমার ক্ষুধা,
তোমার ভঙ্গুরতা আমার বিষ।
আমি তোমার নীরবতাকে ছিঁড়ে ফেলতে চাই,
শুনতে চাই তোমার নিশ্বাসের আর্তি—
যেন যুদ্ধের পর বিজয়ের নীরব চিৎকার।

তোমার অন্তরে আমি খুঁজি
অমরত্বের ছায়া—
যেখানে ফুল নয়,
বজ্রঝড় আভা।

তোমার ভিতরে আমি দেখি
এক প্রজাপতি নয়,
এক দেবী বন্দি—
রক্তে লেখা শপথে
যাকে আমি মুক্ত করবো।
খোলো তোমার অন্তর,
ছেঁড়ে ফেলো সব ভয়,
সব পাপ, সব স্মৃতি।
আমাকে ঢুকতে দাও—
তোমার দুঃখের দুর্গে,
যেখানে আমি
ভালোবাসার নামে যুদ্ধ করবো, তোমাকে জয় করে ছিনিয়ে আনব।

তুমি আমার আগুন,
আমি তোমার ছাই।
তুমি আমার প্রার্থনা,
আমি তোমার পাপ,
আর এই অন্ধকার প্রেমে,
আমরা দু’জনই হারাবো— মর্তলোক থেকে পাতাললোকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.