| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দানবিক রাক্ষস
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। না ঈশ্বর, না পিশাচ—আমি তৃতীয় বিশ্বাস।
আমি দেখেছি কৃষ্ণগহ্বরের অন্ধকার—
কিন্তু তোমার চুলের মসৃণ কালো ছায়া
তার থেকেও গভীর, আরও রহস্যময়।
আমি দেখেছি পৃথিবীর নীলতম সমুদ্র—
কিন্তু তোমার চোখের নীল
তার থেকেও গভীর, অন্তহীন, ডুবিয়ে নেওয়া।
আমি আকাশে ঝাঁপ দিয়ে ছুঁয়েছি মেঘ—
কিন্তু তোমার ত্বকের কোমলতা
মেঘের স্পর্শকেও লজ্জা দেয়।
আমি পৃথিবীর সব ফুলের ঘ্রাণ নিয়েছি—
কিন্তু তোমার দেহের সুবাস
তার থেকেও অদ্ভুত, স্বর্গীয়, মাতাল করা।
আমি সময় ভেদ করে হেঁটেছি—
অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সব দেখেছি;
তবু তোমার মতো সুন্দর কিছু
কোথাও খুঁজে পাইনি।
আমি ঘুরেছি পুরো দৃশ্যমান মহাবিশ্ব—
ছায়াপথ থেকে মহাবিশ্বে,
তারকা, নীহারিকা, আলো আর অন্ধকারের ভেতর;
কিন্তু তোমার হাসির মতো
এত উজ্জ্বল, এত জীবন্ত, এত অবর্ণনীয়
কিছুই কখনো দেখিনি।
তুমি—
তুমিই আমার মহাবিশ্বের
সবচেয়ে সুন্দর আবিষ্কার।
২|
১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৫
জ্যাক স্মিথ বলেছেন: ও মাই গড! এ যে দেখি এক কঠিন রোম্যান্টিক কবিতা।
তো দেখা সাক্ষাৎ হয়েছে এখনো, না শুধু তার জন্য কবিতা লিখেই জীবন উৎসর্গ করে দিবেন?
১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:২৩
দানবিক রাক্ষস বলেছেন: আবিষ্কার যেহেতু করেছি তার মানে দেখা সাক্ষাৎ হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।