নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেয়ার জন্য উৎসর্গীকৃত ব্লগ।

দানবিক রাক্ষস

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। না ঈশ্বর, না পিশাচ—আমি তৃতীয় বিশ্বাস।

দানবিক রাক্ষস › বিস্তারিত পোস্টঃ

তোমার দীপ্ত চোখ

২৫ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১২



তোমার দীপ্ত চোখ আমাকে টানে,
ডাকে কাছে,
নির্ভয়ে, অবাধে।
ওরা আমন্ত্রণ জানায়—
তোমার গভীর, সতেজ সাগরে ডুব দিতে,
যেন এক পতঙ্গ মোহে বিভোর,
অগ্নিশিখায় বিমুগ্ধ হয়ে ছুটে যায়।
তোমার বাঁক ছুঁয়ে যায়,
উসকে দেয় আমার দেহের আগুন—
যেন গ্যাসোলিনে ছোঁড়া একটুখানি স্ফুলিঙ্গ।
তোমার গভীরতা, তোমার ভঙ্গুরতা
জ্বালিয়ে দেয় সেই অগ্নিকুণ্ড—
এক অভিভূত করা অগ্নিসৌধ,
যেখানে প্রেম ও কামনা
মিশে যায় এক নিখুঁত ভারসাম্যে।
নারীসত্তার মৃদু আহ্বান
আমার আত্মায় ফিসফিস করে—
ধূপের ধোঁয়ার মতো,
নীরবে ভেসে বেড়ায় ঘর জুড়ে।
আর আমি অনুভব করি,
আমার পুরুষ সত্তা সাড়া দিচ্ছে,
চায় তোমার সুগন্ধি ফুলকে
পালন করতে, রক্ষা করতে,
যতক্ষণ না সেটি পূর্ণ প্রস্ফুটিত হয়।
এক স্বপ্নের মিলন,
যেখানে এক আত্মা ভয় পায়—
তবুও মুক্তি চায় তার কোকুন থেকে।
আর আমি বিমোহিত,
এই আকাঙ্ক্ষায়—
তোমার দেবদূত-ডানা খুলে দিতে,
মুক্ত করে দিতে সেই প্রজাপতিটিকে
যে তোমার অন্তরে কাঁপে।
তোমার চাওয়া বলার দরকার নেই—
তোমার উষ্ণতা নিজেই কথা বলে,
অগ্নিশিখার মতো
আমার হৃদয়ের সাথে কথা বলে।
আমার প্রিয় দেবী ... আমি জানি,
তুমি কেমন ভালোবাসা চাও, তোমাকে কিভাবে পূজা করতে হয়,
কীভাবে ঢেউ তোলে তোমার আকাঙ্ক্ষা—
আর আমি বলতে এসেছি,
আমি দিতে পারি
তোমার সব চাওয়ার চেয়েও বেশি।
তাই খোলো তোমার অন্তরের দরজা,
খুলো দুঃখের পোশাক,
ছেঁড়ে দাও প্রতিরক্ষা।
আমাকে দাও তোমার লুকোনো স্বর্গের চাবি।
কারণ রোমান্টিকতাই আমার প্রাণ—
আমার রোমান্টিক আত্মা জাগ্রত,
সর্বদা প্রস্তুত তোমার সৌন্দর্য গ্রাস করতে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:০২

মোঃআশরাফ উদ্দিন খান বলেছেন: আপনি কি একজন লেখক? জ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করেন? আপনি আপনার লেখাগুলো এক জায়গায় ভেরিফাইড লেখক পোর্টফোলিও হিসেবে সাজাতে পারেন। এতে থাকবে লেখক আইডি, যা আপনার Bio, CV বা বই—সব জায়গায় ব্যবহারযোগ্য। পাশাপাশি পাবেন লেখার কপিরাইট সুরক্ষা এবং আপনার পেজ এর ফ্রী প্রমোশন।

ফেসবুকে লেখাগুলো কপি হওয়ার আশঙ্কা, কিংবা আইডি ডিজেবল হলে লেখা হারিয়ে যাবে,কিন্তু এক কেন্দ্রিক প্ল্যাটফর্মে প্রকাশ করলে সব লেখা নিরাপদ ও সুসংগঠিত থাকে। বিভিন্ন সাইটে ছড়িয়ে থাকা লেখার কারণে প্রমাণও দুর্বল হয়—আপনি কীভাবে দেখাবেন যে লেখাটি আসলেই আপনার? এক কেন্দ্রিক প্ল্যাটফর্ম যেকোনো লেখা স্ক্যান করে মূল লেখকের পরিচয় শনাক্ত করতে পারে। এমনকি আপনার লেখা কপি হলেও, পাঠক লেখাটি স্ক্যান করে সরাসরি আপনার কাছে আসবে এবং ফলো করবে।

এমন সুযোগ মিস করতে না চাইলে “ই-নলেজ আইডিয়া” লিখে সার্চ করুন, অথবা idea .enolej .com ভিজিট করে এখনই নিবন্ধন করুন, আর গোছিয়ে নিন আপনার লেখালেখির যাত্রা সুশৃঙ্খলভাবে!

ধন্যবাদ।

২| ২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩| ২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৯

সাইফুলসাইফসাই বলেছেন: বাহ্ চমৎকার কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.