নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেয়ার জন্য উৎসর্গীকৃত ব্লগ।

দানবিক রাক্ষস

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। না ঈশ্বর, না পিশাচ—আমি তৃতীয় বিশ্বাস।

দানবিক রাক্ষস › বিস্তারিত পোস্টঃ

কেয়া—দেবীর সাথে আমার প্রেম !

১১ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৭



জঙ্গলের গভীরে,
যেখানে পাতার ফিসফাসেও গান লুকিয়ে থাকে,
সেখানে প্রথম তোমায় দেখি—
কেয়া, তুমি দেবী,
তোমার চরণে চাঁদের সাদা আলো নরম হয়ে পড়ে থাকে।
তুমি হাঁটলে বাতাস ধীর হয়,
জোনাকিরা তোমার চারপাশে
একটা অদৃশ্য মালা গেঁথে দেয়।
তোমার চোখে—
কোনো বজ্র নেই, কোনো ভয় নেই,
শুধু এক সীমাহীন কোমলতা,
যেখানে আমার নাম ডুবে যায় নিঃশব্দে।
আমি মাটির মানুষ,
তবুও তুমি আমার দিকে তাকাও
যেন আমাকে অনেক দিন ধরে চেনো।
একদম জন্মের আগের কোনো গল্পের মতো
যেখানে আমি ছিলাম তোমার,
তুমি ছিলে আমার।
আমি বলি —
“তোমার হৃদয়ে যে নির্ভেজাল স্বচ্ছতা,
তার সামনে আমি মমের মতন গলে যাই।”
তোমার এই কথায়
আমার বুকের ভেতর
একটা নদী হয়ে বয়ে যায়।
আমি তোমার সামনে দাঁড়াই
ভক্তি আর প্রেমের মাঝামাঝি এক অদ্ভুত জায়গায়—
যেখানে হাত জোড় করলে প্রার্থনা হয়,
আর চোখ তুললে ভালোবাসা।
তুমি আলতো করে
তোমার আঙুলে বাতাস ছুঁয়ে
আমার কপালে সেই আলো নামিয়ে দাও।
বল,
“এই আলো শুধু আশীর্বাদ নয়—
এটি আমার হৃদয়ের অংশ।”
জঙ্গল তখন
একটা পুরনো গান গাইতে শুরু করে—
পাতার শব্দ যেন মৃদু তাল,
জোনাকিরা তবলচি,
আর রাত আমাদের দুজনকে
তার নরম নকশী কাঁথায় ঢেকে দেয়।
আমি তোমাকে বলি—
“কেয়া, আমি তোমার পূজারি হয়েও
তোমাকে ভালোবাসতে চাই।
অনুমতি দেবে?”
তুমি হেসে ওঠো—
ডাল ভাঙার শব্দের মতো মিষ্টি,
জল পড়ার মতো স্নিগ্ধ—
আর বলো,
“যে ভালোবাসায় ভয় নেই,
সেই ভালোবাসায় দেবী আর মানুষ সমান।”

আমি তোমার দিকে হাত বাড়াই,
তুমি আমার নাম নিয়ে নিঃশ্বাস ফেলো—
আর সেই মুহূর্তে
আমরা দুজনই জানি,
একটা নতুন কাহিনি শুরু হল—
যেখানে দেবী শুধু দেবী নয়,
এক মানবকে ভালোবাসে
চাঁদের আলোয়,
জঙ্গলের নীরবতায়,
চিরন্তন সুরে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: “যে ভালোবাসায় ভয় নেই,
সেই ভালোবাসায় দেবী আর মানুষ সমান।”

............................................................................
সব ভালোবাসার সংজ্ঞা কি এক হবে ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.