নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেয়ার জন্য উৎসর্গীকৃত ব্লগ।

দানবিক রাক্ষস

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। না ঈশ্বর, না পিশাচ—আমি তৃতীয় বিশ্বাস।

দানবিক রাক্ষস › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার অন্ধকার রূপ

০৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:০৯



যাকে ভালোবাসো, তাকে ছেড়ে দেওয়া—এটা জীবনের সবচেয়ে নীরব কিন্তু নিষ্ঠুর সত্য।
এমন এক সত্য, যার জন্য কেউ তোমাকে প্রস্তুত করে না।
কারণ এখানে ব্যথা শুধু হৃদয়ে নয়—
এটা ছড়িয়ে পড়ে চিন্তায়, অহংকারে, স্বপ্নে।
মন চায় তাকে শক্ত করে ধরে রাখতে।
মন চায়, তার পৃথিবীর কেন্দ্র তুমি হও।
তার সকালের প্রথম ভাবনা,
তার রাতের শেষ আশ্রয়।
কিন্তু বাস্তবতা এমন এক জায়গা,
যেখানে চাওয়াই শেষ কথা নয়।
ভালোবাসা কাউকে ধরে রাখার ক্ষমতা নয়।
ভালোবাসা নিয়ন্ত্রণ নয়।
ভালোবাসা দাবি নয়।
সত্যিকারের ভালোবাসা শুরু হয় ঠিক সেই জায়গা থেকে,
যেখানে তুমি বুঝতে পারো—
তুমি কারও গন্তব্য নাও হতে পারো।
বরং
ভালোবাসা মানে তার পথের পাশে দাঁড়ানো,
এমনকি সেই পথ যদি তোমার দিক থেকে সরেও যায়।
ভালোবাসা মানে তাকে বেছে নিতে দেওয়া—
নিজেকে, নিজের ভবিষ্যৎ, নিজের জীবন।
আর সেই নির্বাচনে যদি তুমি না থাকো,
তবুও নীরবে তা মেনে নেওয়া।
মানুষ বলে,
“যদি সে তোমার হয়, সে ফিরে আসবে।”
কিন্তু এই কথাটা মানুষের ভয় থেকে জন্ম নেয়।
আরও কঠিন সত্য হলো—
কেউ না ফিরলেও জীবন থেমে থাকে না।
ভালোবাসা কখনো কখনো মানে দাঁড়িয়ে দেখা—
যাকে তুমি নিজের ভেবেছিলে,
সে ধীরে ধীরে তোমার জীবন থেকে হেঁটে চলে যাচ্ছে।
তুমি তাকে থামাও না,
কারণ থামানো মানেই ভালোবাসাকে অপমান করা।
সাহস মানে কাউকে ধরে রাখা নয়।
সাহস মানে তাকে মুক্ত করে দেওয়া।
তাকে নিজের মতো হতে দেওয়া।
তাকে এমন জীবন বেছে নিতে দেওয়া,
যেখানে তুমি কেবল স্মৃতি।
আর এই ছেড়ে দেওয়ার মধ্যেই
একটা নিষ্ঠুর কিন্তু প্রয়োজনীয় সত্য প্রকাশ পায়—
তুমি একা টিকে থাকতে পারো।
তোমার হৃদয় ভাঙলেও শেষ হয়ে যায় না।
তোমার পথ কারও অপেক্ষায় আটকে থাকে না।
আর তার জন্য ভালোবাসাও ম্লান হয় না।
ভালোবাসার মানুষ হারিয়ে গেলেও তার জন্য ভালোবাসা কখনো হারায় না
আর
তুমি হারাও না নিজেকে—
বরং প্রথমবারের মতো
নিজের মুখোমুখি হও।
এটাই পরিণতি।
এটাই স্বাধীনতা।
এটাই ভালোবাসার সবচেয়ে অন্ধকার রূপ হয়েতবা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.