নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেয়ার জন্য উৎসর্গীকৃত ব্লগ।

দানবিক রাক্ষস

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। না ঈশ্বর, না পিশাচ—আমি তৃতীয় বিশ্বাস।

দানবিক রাক্ষস › বিস্তারিত পোস্টঃ

বিদায়, আমার প্রিয়তমা

২১ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:১৬



বিদায়, আমার প্রিয়তমা অপরিচিতা—
তুমি চলে গেলে নীরবতার পথে, আজ শব্দের ভিতর কাঁপছে বিদায়ের শ্বাস,
আমাদের মাঝে ফেরা হল দূরত্বের কাছে, আমরা আবার অপরিচিত হলাম,
কিন্তু যেখানে তুমি আছ, সেখানে আমার হৃদয়ের পথচলা থেমে নেই—
কারণ স্মৃতিগুলো এখনো উজ্জ্বল আগুন,
যা নিভে না, যা মরে না, যা বুকে জ্বলতে থাকে ভোরবেলায় রক্তিম সূর্যের মতো।

শুধু বুকের ভাঁজে রয়ে গেল স্মৃতির ক্ষতচিহ্ন,
রয়ে গেল ফেলে যাওয়া হাসি, কাঁপা শ্বাস,
একা দুপুরের জানালায় আলো ভাঙা ভুলে না যাওয়া মুহূর্ত।

তুমি ছিলে আমার আশ্রয়, আমার নরম আলো—
তোমার চোখ ছিল সন্ধ্যার গভীর নীল,
যেখানে ডুবে গিয়ে আমি ভুলে যেতাম পৃথিবীর হাহাকার;
তোমার হাসি ছিল মেঘ ভাঙা রোদের মতো,
এক মূহুর্তেই আমার দুঃখ ভেঙে ছুটে যেত আলোয়;
তোমার গন্ধ ছিল শিউলি মতো কোমল,
আর তোমার স্পর্শ—
অলৌকিক কোনো মন্ত্রের মতো,
যা আমার ত্বকে লিখে দিত অমর কবিতা।

আজ তুমি দূর—
আমাদের মাঝে ছায়া, নীরবতা, অদৃশ্য পর্দা,
কিন্তু তোমার স্মৃতি রয়ে গেছে আমার হাড়ে, রক্তে, নিশ্বাসে।
তোমার চুলের ভেজা সুগন্ধ,
তোমার নিশি স্বরে বলা ছোট ছোট কথা,
তোমার আঙুলের উষ্ণতা—
সবকিছু আজও চোখ বন্ধ করলেই জীবন্ত হয়ে ওঠে।
আমি জানি আমি এগুলো ভুলি না—
কারণ এগুলো শুধু স্মৃতি নয়,
এগুলো আমার জ্বালানী, আমার বেঁচে থাকার শেষ কবিতা,
আমি যতদিন নিঃশ্বাস নেব, এগুলো আমাকে বহন করবে সামনে।

যদি আর কখনো দেখা না হয়— দুজনেই চলতে থাকব আলাদা নদীর স্রোতে
তুমি যদি অন্য কোনো রোদে হাঁটো,
অন্য কোনো আকাশে হাসো—
তবু চাই তুমি সুখী হও, মুক্ত হও, আলোয় ভিজো।
তোমার প্রতিটি দিন হোক দীপ্তিময়,
তোমার প্রতিটি রাত হোক শান্তির কোলে ঘুমিয়ে থাকা এক স্বপ্ন।
সুতরাং, বিদায় আমার সৌন্দর্যের রাণী, আমার দেবী,
আমার হৃদয়ের সবচেয়ে নরম ব্যথা,
শেষবারের মতো বলি—
ধন্যবাদ, আমাকে ভালোবাসার মানে শেখানোর জন্য।
এবং শেষবারের মতো, নিঃশব্দে, ভয়ংকর ভাঙ্গনের মধ্যে—
ভালোবাসি তোমায়, প্রতিটি মহাবিশ্বে , প্রতি জন্মে ।

এবার আমরা আবার অপরিচিত,
কিন্তু স্মৃতিতে—
তুমি এখনো অম্লান, উজ্জ্বল, অপ্রত্যাহার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.