নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে: https://t.ly/atJCp এছাড়া, বইটই-এ: https://boitoi.com.bd/author/2548/&

দারাশিকো

লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি

দারাশিকো › বিস্তারিত পোস্টঃ

মোটু ফিরে এসেছে!

১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬



মোটু ফিরে এসেছে!

মোটু হল পৃথিবীর সবচে অলস বেড়াল, বছর চারেক হল সে আমাদের ফ্যামিলি মেম্বার, থাকে আমাদের বাসায়ই।



বেড়াল নিয়ে আমাদের কখনোই কোন আহলাদ ছিল না। বরং বেড়াল ছিল আমাদের দুই ভাইয়ের টার্গেট প্র্যাকটিসের বস্তু। অস্ত্র হল স্যান্ডেল। দুই পদ্ধতিতে এই অস্ত্র নিক্ষেপ করা হত। শরীরের কোন নড়াচড়া না করে পায়ের স্যান্ডেলকে হাতে নেয়া এবং হাতকে পেছনে নিয় হঠাৎ নিচু করে বেড়ালের দিকে ছুড়ে মারতে হতো। খেয়াল রাখতে হত, স্যান্ডেল যেন বেড়াল পর্যন্ত উড়ে গিয়ে বেড়ালের হাতখানেকের মধ্যে মাটিতে ঠোকর খায়। দুটো উদ্দেশ্য, স্যান্ডেলের আগমন টের পেয়ে বেড়াল যেদিকেই সরুক না কেন ছুটন্ত স্যান্ডেলের রেঞ্জের মধ্যে থেকে যাওয়ার সম্ভাবনা বেশী এবং, স্যান্ডেলের বাড়ি খেলে তুলনামূলক কম আঘাত পাবে, তাতে নেক্সট টাইম একই বেড়ালকে টার্গেটের সুযোগ থেকে যায়। মরে টরে গেলে বেড়াল একটা কমে যাবে - এই চেতন আমাদের মধ্যে ছিল।



অস্ত্রের দ্বিতীয় ব্যবহার হত যখন লোড করার সুযোগ থাকতো না। রাস্তা দিয়ে বেড়ালটা হেটে যাচ্ছে, অথবা তাকিয়ে আছে আমাদের দিকে। স্যান্ডেল হাতে নিতে নিতে পালিয়ে যেতে পারে, কিন্তু চোখের আড়াল, তখন আর হাতে নেয়া যাবে না, পা-কেই এমনভাবে ঝাড়ি দিতে হবে যেন স্যান্ডেল পা থেকে ছুটে গিয়ে বেড়াল পর্যন্ত পৌছে যায়। এটা একটু রিস্কি। কোনভাবে ছুড়তে ভুল হলে দেখা যেত স্যান্ডেল উপরের দিকে উঠে গেছে, অথবা, বিড়ালের পাশের ড্রেনে গিয়ে পড়েছে। বাকী পথ তখন ভেজা স্যান্ডেল-কে লাথি দিয়ে দিয়ে বাসা পর্যন্ত নেয়া লাগত।



টার্গেট প্র্যাকটিসের কারণেই সম্ভবত এলাকার কোন বেড়াল আমাদের বাড়িতে আশ্রয় নিতে আসে নি, তবে বাচ্চা ডেলিভারীর উদ্দেশ্যে এসেছে অনেকবার। সফল ডেলিভারীর দিন সাতেকের মধ্যেই বাচ্চাসহ নতুন কোথাও আশ্রয় নিয়েছে - তাদের জন্য আমাদের আলাদা কোন মায়া-মমতা বা শত্রুতা ছিল না। দুধভাত বেড়ালের সাথে আবার কি?



অথচ, আব্বার রিটায়ারমেন্টের পর পুরানো বাসস্থান ছেড়ে আব্বা-আম্মা যখন নতুন বাসায় একাকী থাকা শুরু করল তখন কিভাবে যেন একটা বেড়াল আমাদের ঘরে চলে এল। প্রথম দিকে সে শুধু খাওয়ার সময় আসতে থাকলো, তারপর বাসাতেই থাকতে শুরু করল। বেশ পোটকা শরীর আর অলস স্বভাবের কারণে তার নাম হয়ে গেল মোটু। ২৪ ঘন্টা দিনে-রাতে সে ঘুমায় প্রায় বিশ ঘন্টা, এক জায়গায় নয়, ঘুরে ঘুরে সাত আট জায়গায়। পৃথিবীর কোন কিছুতেই মোটুর কোন আগ্রহ নেই - মুর্গীর বাচ্চা যে বিড়ালের খাদ্য হতে পারে, ইদুরের সাথে যে বেড়ালের চিরশত্রুতা - তার কোনটাই বোধহয় মোটুর জানা নেই।



বলা যায় এ কারনেই মোটু পরিবারের সদস্য হয়ে গেল। খাতির যত্ন যা করার আব্বাই করে। দুপুর রাতের মেনু কি হবে সেটা ঠিক করা হয় মোটুর কথা চিন্তা করে, বয়স্ক মোটু সব গরুর হাড্ডি খেতে পারে না, মুর্গী বা মাছ তার প্রিয়। ফলে কোন বেলায় মাছ-মুর্গী না থাকলেও মোটুর কথা চিন্তা করে আগের বেলায় মাছ/মুর্গীর টুকরো রেখে দেয়া হয়।



গত পরশুদিন হঠাৎ খবর এল মোটু নাকি দুদিন ধরে বাসায় নেই। মোটুর বয়স হয়েছে, পাড়ার তরুন-যুবা বেড়ালগুলোর সাথে মোটু পেড়ে উঠে না, কদিন পরপরই যখম নিয়ে ঘরে ফিরে, যখন তখন মরে যেতে পারে। ফলে, দুদিন ধরে নিখোঁজ থাকার ফলে ধরেই নেয়া হচ্ছিল মোটু বোধহয় মারাই গেছে। আব্বার মন খারাপ, আম্মারও। তাদের মন খারাপ দেখে আমাদেরও খারাপ লাগে। একদম একাকী আব্বা-আম্মার সাথে অন্তত: একটা বেড়াল ছিল, মোটু মারা গেলে কি হবে? আবার আরেকটা বেড়াল? মোটুর কোন অলটারনেটিভ হয়?



হয় না! এবারের মত মোটু ফিরে এসেছে। কথা বলতে পারে না বলে এ কদিন কোথায় ছিল সেটা ঠিক জানা যায় নি, জানার প্রয়োজনও নেই। মোটু ফিরে এসেছে, সেটাই বড় কথা। মোটুকে নিয়ে আমার রিটায়ার্ড আব্বা আবারও একটু সময় ব্যস্ত থাকবে, খাবার সময় মোটুকে ডাকাডাকি করবে, একাকীত্বের সঙ্গী হবে মোটু।



কখনো কখনো একটা বেড়ালও একটা মানুষের মত ভূমিকা পালন করে। মোটু তুই ভালো থাক্।

মন্তব্য ৫৯ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:১০

এ্যাপোলো৯০ বলেছেন: মোটুকে আমার চাই

১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৫

দারাশিকো বলেছেন: মোটুরে তো দেয়া যাবে না, আপনি বরং মোটুর সাথে চলে আসুন - পেয়ে যাবেন মোটুকে :)

২| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৪

ক্ষণিক বলেছেন: :( আমার একটা ছিল মটুর মত! সে আর দুনিয়ার নাই। মিস করি অনেক :(

১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

দারাশিকো বলেছেন: এই সময় আমারও একসময় আসবে - মোটুকে মিস করতে হবে। তখন হয়তো বুঝব আপনার কষ্টটা কিরকম।

ভালো থাকুন ক্ষনিক।

৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৭

শুঁটকি মাছ বলেছেন: ভালো লাগল।++++++++

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৮

দারাশিকো বলেছেন: ধন্যবাদ শুঁটকি মাছ। ভালো থাকুন :)

৪| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার অনেকগুলো মটু ছিল /:)

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৯

দারাশিকো বলেছেন: সবগুলাই মোটু? শিওর?

৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৯

শুঁটকি মাছ বলেছেন: ক্ষণিক বলেছেন: :( আমার একটা ছিল মটুর মত! সে আর দুনিয়ার নাই। মিস করি অনেক :(
আমারো একটা ছিল!!!!!তাকে কি করা হয়েছিল সেই কথা বলে আর দুঃখ না বাড়াই!!!!!!! :(( :(( :(( :((

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:২০

দারাশিকো বলেছেন: :( :( :(

৬| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩১

চেয়ারম্যান০০৭ বলেছেন: vai ei matro amar samne ekta biral gari chapa porse .monta khub kharap hoye gese.ek minute o hoy nai apnar lekhata porlam :( motu valo thakuk.hasikhusi thakuk apnar poribar.

১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

দারাশিকো বলেছেন: ওহ :(
খুবই কষ্টের ব্যাপার। চোখের সামনে বেড়াল মারা যেতে দেখি নি চেয়ারম্যান, তবে কুকুর মরতে দেখেছি ট্রাক চাপায়। মর্মান্তিক :(

ভালো থাকুন চেয়ারম্যান।

৭| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৪

তমাল৩১ বলেছেন: valoi likhesen. pore valo laglo.

১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৮

দারাশিকো বলেছেন: ধন্যবাদ তমাল। ভালো থাকুন।

৮| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৭

জাকারিয়া মুবিন বলেছেন: অনেকদিন পর পোস্টাইলেন ভাই।

মটুর জন‍্য ভালবাসা।

১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১

দারাশিকো বলেছেন: হুম। সামুতে অনেকদিন পর পোস্টাইলাম।
ভালো আছেন?

৯| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪০

এ্যাপোলো৯০ বলেছেন: আমার মটু ছিল না তবে বিলু আর কচি ছিল।এখন কেউ নাই

১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫২

দারাশিকো বলেছেন: বাহ। নাম দুটোই দারুন হয়েছে :)

১০| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৪

সাগর হাসি বলেছেন: +++

১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭

দারাশিকো বলেছেন: শুকরিয়া। সব মোটু-কে দেয়া হইল :)

১১| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৮

আলাপচারী বলেছেন: সত্যি বলতে কি এই রকম আটপৌরে আলাপ শোনার জন্যই ব্লগে আসি। আমরা বড় যান্ত্রিক ও একাকী হয়ে যাচ্ছি।

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৯

দারাশিকো বলেছেন: হা, অনেকদিন পরে আটপৌরে আলাপ করলাম।
যান্ত্রিক আর কাটখোট্টা লেখাই বেশী লেখা হয়।

ভালো থাকুন আলাপচারী।

১২| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৭

গ্রাম্যবালিকা বলেছেন: আপনার পরিবার ও মোটুর জন্য শুভকামনা।

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩০

দারাশিকো বলেছেন: ধন্যবাদ গ্রাম্যবালিকা।

আপনিও আপনার পরিবার সহ ভালো থাকুন।

১৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৩

অনীনদিতা বলেছেন: মোটু তুমি ভালো থেকো;):)

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩১

দারাশিকো বলেছেন: বাহ! মোটুর জীবনের স্মরণীয় শুভকামনা ;)
মোটুর পক্ষ থেকে আপনার জন্যও শুভকামনা :)

১৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:২০

জাকারিয়া মুবিন বলেছেন: আছি আলহামদুলিল্লাহ। নিয়মিত পোস্ট চাই।:)

১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২

দারাশিকো বলেছেন: আসলে সাম্প্রতিক যা লিখেছি তার প্রায় সবই সিনেমা নিয়ে এবং সেগুলো আমার ব্যক্তিগত সাইটে প্রকাশিত। এ কারণে সামুতে একটু অনিয়মিত হয়েছি।
চেষ্টা থাকবে। ভালো থাকবেন :)

১৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

আশফাক সুমন বলেছেন: আমাদের পুরনো একতলা বাড়িতে ছিল বিলি, বুলু, বিনু আর পুটূ- এই ৪টা বিড়াল। সময় চলে গেছে। ওরা মারা গেছে ।
ফ্ল্যাট বাড়িতে ওঠার পর আর বিড়াল পালা সম্ভব হয়নি ।

জীবন যুদ্ধ করতে করতে ওদের ভুলেই গিয়েছিলাম। আপনার এই পোষ্ট টা মন খারাপ করে দিল ।
তবে এই মন খারাপ হওয়া টা দরকার ছিল।
ধন্যবাদ

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৬

দারাশিকো বলেছেন: :(
ভালো থাকুন সুমন।

১৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল লাগলো । আমাদের হলে অনেক বিড়াল ছিল , মোটুর মত এত ভাল ছিলনা , বরং পাজি ই ছিল । একবার কে যেন পা কেটে দিয়েছিল । ভীষণ খারাপ লেগেছিল , নিষ্ঠুরতা মনে হয়েছিল ।

আপনাদের মোটু ভাল থাকুক ।

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০

দারাশিকো বলেছেন: পাজি বেড়াল কমন। এখন আমাদের বিল্ডিং এ দুটো আছে, এরা রাতের বেলা ময়লার ঝুড়িগুলো অ্যাটাক করে উল্টে পাল্টে সব এদিক সেদিক ছড়িয়ে দেয়। অবস্থা বেগতিক প্রতিদিনই :(

আপনিও ভালো থাকুন অদ্বিতীয়া আমি।

১৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:১৭

হুলো-বেড়াল বলেছেন: আমার চাইতেও অলস?

১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫০

দারাশিকো বলেছেন: অবশ্যই আপনার চাইতেও অলস, এই পোস্টে মোটুর কোন কমেন্ট দেখেছেন? ;) ;)

১৮| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:২৬

সত্যচারী বলেছেন: মোটা-সোটা নাদুস নুদুস বিড়াল দেখলেই আমার ফুটবলের মত লাথি দিতে ইচ্ছা করে.......

আমি একটা পাপী, হে খোদা আমায় শাস্তি দাও, নয়তো এই অভ্যাস ডিলিট করো।

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২১

দারাশিকো বলেছেন: ইচ্ছা টিচ্ছা থাকায় সমস্যা নাই, এ পর্যন্ত কয়টারে মারতে পারছেন?

১৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৪

আমি তুমি আমরা বলেছেন: ভালো লাগল।+

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

দারাশিকো বলেছেন: ধন্যবাদ আমরা - ভালো থাকুন :)

২০| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:৫২

লিন্‌কিন পার্ক বলেছেন:

বিড়াল পোষার ইচ্ছা নাই তবে কুকুর আছে

১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২

দারাশিকো বলেছেন: কুকুর কি আছে নাকি পোষার ইচ্ছে আছে?

২১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৯

মাক্স বলেছেন: +++++

১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২

দারাশিকো বলেছেন: ধন্যবাদ মাক্স :)

২২| ১১ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩২

আমিই মিসিরআলি বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/108511/small/?token_id=6cd8f9082a3216380762579260b6226f

লালু,প্রায় দেড় বছরে ছোট থেকে বড় করেছিলাম এই লাউলারে,হঠাৎ একদিন
বাড়ি থেকে বের হয়ে গেল একেবারে নিখোঁজ,
দু'মাস পর আবার ফিরে আসলো,ঠিক করলাম কয়েকদিন বেঁধে রাখবো,
বাঁধন খোলার এক সপ্তাহ পর আবার চম্পট.......প্রায় ৩/৪ মাস হয়ে গেল
আর বোধহয় ফিরবে না :( :( :( :( :(

২৩| ১১ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৮

আমিই মিসিরআলি বলেছেন:

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৫

দারাশিকো বলেছেন: যে সুন্দর বেড়াল (নাকি বেড়ালি?), তাতে কোন বাধনে না জড়ানোর সম্ভাবনাই বেশী।

তাও, বেস্ট অব লাক।

২৪| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৫

ইখতামিন বলেছেন:
মোটু ভালো থাকুক.
পোস্টে প্লাস

১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২

দারাশিকো বলেছেন: ধন্যবাদ ইখতামিন। ভালো থাকুন আপনিও :)

২৫| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০২

শের শায়রী বলেছেন: আপনি মনে হয় ইদানিং কম লেখেন। আরো অনেকের মত আপনার লেখা আমার বেশ লাগে। ভাল থাকুন ভাই।

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

দারাশিকো বলেছেন: আগে একদিন রিপ্লাই দিছিলাম, কিন্তু কপাল, টেকনিক্যাল কারনে সেইটা পাবলিশ হয় নাই :(

সামু ব্লগে আসলে কম লেখা হচ্ছে। যা লিখছি তার সবই সিনেমা নিয়ে এবং সবই নিজের ব্লগে পাবলিশড। ফলে এদিকে কম আসা হয়েছে।

আবার নিয়মিত হওয়ার চেষ্টা করছি।

ভালো থাকুন শের শায়রী :)

২৬| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৮

জাতির নানি বলেছেন: আমারও একটা ছিল, এখন নাই :(

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭

দারাশিকো বলেছেন: :( :(

২৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:২০

সানড্যান্স বলেছেন: আমাদের বিড়ালের নাম লড়াকু!

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

দারাশিকো বলেছেন: বাপ্রে!

২৮| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৩

তাসজিদ বলেছেন: আমারও একটা ছিল। তবে কুকুর। নাম টম।

অদ্ভুত ছিল। আমি যখন স্কুলে যেতাম সেটাও আমার সাথে যেত। কত সৃতি ছিল।

২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৭

দারাশিকো বলেছেন: আহা । গতকালকেই একটা সিনেমা দেখলাম কুকুর নিয়ে। কোরিয়ান সিনেমা, নাম হার্টি পজ। কান্নাকাটি কৈরা একশেষ :(

পারলে দেইখেন। ভালো ছবি।
ভালো থাইকেন তাসজিদ :)

২৯| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৬

লক্ষ্মীপেঁচা বলেছেন:
আমার এক বন্ধুর একটা বিড়াল ছিল । নাম কেটি। কেটি অনেক শিল্পমনা ছিল। কেটিকে নিয়ে আমার সেই বন্ধু শিল্পকলায় থিয়েটার দেখতে যেত প্রায়ই।

২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৮

দারাশিকো বলেছেন: বাপ্রে! টেনশন লাগায়া দিলেন, সে কি রিভ্যু টিভ্যু লেখা শুরু করছিল নাকি?

৩০| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৫

শিপু ভাই বলেছেন: মোটু তুই ভালো থাক্।

২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৮

দারাশিকো বলেছেন: মোটু এখন পর্যন্ত ভালো আছে, ভালো থাক বাকী সময় :)
ধন্যবাদ শিপু ভাই (মোটুর পক্ষ থেকে দিলাম ;) )

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.