নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে: https://t.ly/atJCp এছাড়া, বইটই-এ: https://boitoi.com.bd/author/2548/&

দারাশিকো

লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি

দারাশিকো › বিস্তারিত পোস্টঃ

লুঙ্গি বিত্তান্ত

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৩

২০০২/০৩ সালে আমাদের বাসায় একজন সুইস ভদ্রলোক বেড়াতে এলেন, নাম ফেলিক্স স্টিকেল। তিনি বাংলাদেশ ঘুরতে এসেছিলেন তার বাংলাদেশী বন্ধুর সাথে (নাম ভুলে গেছি)। সেই বন্ধুটি তাকে লুঙ্গি পড়া শিখিয়ে দিয়েছিলেন। স্টিকেলের দৃষ্টিতে লুঙ্গি হল অদ্ভুদতম পোষাক। বেল্ট নাই, বোতাম নাই - সেই পোশাক গায়ে থাকে কেমনে? বলা বাহুল্য, তার গায়েও থাকতো না, একটু পর পর উঠে দাড়িয়ে তাকে লুঙ্গি ঠিক করতে হত। আন্ডারওয়্যারের কারনে তেমন কোন বিব্রতকর পরিস্থিতি তৈরী হয় নি।



সাম্প্রতিক সময়ে লুঙ্গির একটা বিজ্ঞাপন সবার নজরে চলে এসেছে। বাংলাদেশের জাতীয় পোশাক, একমাত্র এয়ারকন্ডিশনড পোশাক লুঙ্গি পড়ে একদল লোক মার্চ করে যাচ্ছে। বিনোদনমূলক আইডিয়া। উপমহাদেশে লুঙ্গি পুরুষের পোশাক হলেও শ্রীলঙ্কায় নামি মেয়েদেরও পোশাক, তবে পুরুষের লুঙ্গির সাথে তার পার্থক্য আছে। কদিন আগে ফেসবুকের কল্যাণে তামিল বা তেলেগু দুজন নারী পুরুষ মডেলের ছবি দেখলাম। দুজনেই লুঙ্গি পড়া, অবশ্য লুঙ্গি নারীর পেট ঢাকতে ব্যর্থ। ক্যাপশনে লেখা - প্যান্ট নিছে, শার্ট নিছে, এইবার লুঙ্গি নিয়া টানাটানি।



বেশ কয়েক বছর আগে, ফরহাদ মজহার বেশ আলোচনায় চলে এসেছিলেন। ঢাকা ক্লাবের এক প্রোগ্রামে তিনি লুঙ্গি পড়ে এসেছিলেন। তাকে ঢুকতে দেয়া হয় নি - ফেরত যেতে হয়েছিল। লুঙ্গির পক্ষে এবং বিপক্ষে তখন বিশাল ঝড় উঠেছিল মিডিয়ায়।



আজকের ডেইলি স্টারে ছাপা হয়েছে নিচের ছবিটি। এখানেও লুঙ্গি ফ্যাক্টর। বারিধারা বাড়ি মালিক সমিতির সিদ্ধান্তে সেখানে লুঙ্গি পড়ে বাইরে বেরুনো নিষেধ।







কতই রঙ্গ দেখি দুনিয়ায়

আমি যেদিকে তাকাই

দেখে অবাক হয়ে যাই

আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই ...

মন্তব্য ৩৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৪

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: আপনি যদি আমার লেখা না পড়েন, ত আমিও আপনার লেখা পড়ব না। আপনার লেখাটা আমি ট্যারা চোখে একটুখানি পড়েছি। আপনি যদি না পড়েন, আমি জীবনেও আপনার লেখা পড়ব না। বুঝেছেন এখন?

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৮

দারাশিকো বলেছেন: চেষ্টা করছি বোঝার। আপনার কোন লেখাটা পড়তে হবে বলেন, আমিও ট্যারা চোখে একটুখানি পড়ে আসি :)

২| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৭

সাহাদাত উদরাজী বলেছেন: আন্ডারওয়্যারের কারনে তেমন কোন বিব্রতকর পরিস্থিতি তৈরী হয় নি। কথাটা মনে রাইখ্যা!

আজকাল ছবি ছেড়ে লুংগি নিয়ে!

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮

দারাশিকো বলেছেন: হে হে
সিনেমা ছাড়ি নাই, লাস্ট পোস্টাও কিন্তু সিনেমা নিয়া।
আর লুঙ্গি নিয়া একটার বেশী পোস্ট কেমনে দিই? :(

ভালো আছেন তো ভাইয়া?

৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৫

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: /:)

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১

দারাশিকো বলেছেন: :/

৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬

জিএম শুভ বলেছেন: লুঙ্গির সাথে আমার অভিজ্ঞতা তেমন ভালো না। তাই এটা ব্যবহার ও করি না। কারণ রাতের ঘুম হারাম হয়ে যায় এটাকে ঠিক রাখতে গিয়ে

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৮

দারাশিকো বলেছেন: এমনিতে কিন্তু লুঙ্গি ভালো পোশাক। একটু খেয়াল রাখলে রাতের ঘুম হারাম হওয়ার কথা না। :)
জিএম শুভর জন্য শুভকামনা :)

৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬

নগর বালক বলেছেন: কতই রঙ্গ দেখি দুনিয়ায়
আমি যেদিকে তাকাই
দেখে অবাক হয়ে যাই
আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই ..

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩

দারাশিকো বলেছেন: :( :(

৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯

অন্তহীন বালক বলেছেন: একমাত্র এয়ারকন্ডিশনড পোশাক লুঙ্গি

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

দারাশিকো বলেছেন: কথা সত্য, কি বলেন?

৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০

আহসান২০২০ বলেছেন: রাতে ঘুমানোর সময় ভালোই থাকে। সকালে উঠার সময় আর খূজে পাই না। ভাগ্য ভালো আমার সাথে আর কেউ থাকে না।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭

দারাশিকো বলেছেন: যদি এই সমস্যার কোন সমাধান এখনো না হয়ে থাকে তবে পায়ের দিকে গিট্টু মেরে ঘুমাতে পারেন, কাজ হবে।

৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪

এস এইচ খান বলেছেন: কত রঙ্গ জানো রে মানুষ,
কতই রঙ্গ জানো!

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

দারাশিকো বলেছেন: বারিধারা লুংগি মার্চে জয়েন করুন - আগামী ১৩ এপ্রিল

৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪

তন্দ্রা বিলাস বলেছেন: বাসায় প্রায় সবসময় এই পোশাকটি পরা হয়। যদিও সকালে ঘুম থেকে উঠার সময় সমস্যা হয় কিছুটা...

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫

দারাশিকো বলেছেন: লুঙ্গির নিচের দিতে গিট্টু দিয়ে ঘুমাতে পারেন, সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা :)
বেস্ট অফ লাক :)

১০| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

ঘুড্ডির পাইলট বলেছেন: তবে যাই বলেন , লুংগিরে এতো হেলা ফেলা করাটা ঠিক না ! বাড়িধারা বাড়ি মালিক সমিতির কাওরে লুংগি পরা পাইলে টাইনা খুইলা দিমু ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

দারাশিকো বলেছেন: দলে দলে লুংগি মার্চে যোগ দিন, খুইলা দেয়ার সুযোগ পাইলেও পাইতে পারেন ;)

১১| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০২

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: Click This Link




Click This Link

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

দারাশিকো বলেছেন: এইগুলা ছাড়াও আরও অনেকগুলা হইছে, যে যার মত পারছে ওপেন করছে - একেবারে লুঙ্গিবাদ হয়ে যাচ্ছে :)

১২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

একজন নিশাচর বলেছেন: আমার বস তার স্বামীর জন্য বাংলাদেশী ঐতিয্যবাহী লুঙ্গি কিনে নিয়ে গিয়েছিলেন। ভাইরে, স্কাইপিতে সেই লুঙ্গি কিভাবে পরতে হয় সেটা শেখাতে গিয়ে আমিতো রীতিমত হাপিয়ে উঠেছিলাম। ইজ্জত প্রায় যায় যায় অবস্থা।

বিদেশীরা আমাদের পোশাক সানন্দে পরিধান করে আর আমাদের এলিটদের সামনে লুঙ্গি পড়ে ঘুরলে তাদের জাত যায়। ধিক্কার জানাই এই এলিটিজম কে।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

দারাশিকো বলেছেন: লুঙ্গি যার পড়তে ইচ্ছা করবে না সে পড়বে না, কিন্তু রিকশাওয়ালাদের লুঙ্গি পড়ে প্রবেশ নিষিদ্ধ - সেটা কিরকম কথা? এরা সারাদিন কি পরিশ্রম করে সেটাও তো বোঝা উচিত - নির্বোধ লোকজন :(

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বড়ই বিচিত্র বাহে!
তবে এয়ারকন্ডিশন্ড লুঙ্গির বিজ্ঞাপন হেব্বি মজা দিচ্ছে।

০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

দারাশিকো বলেছেন: হে হে কথা সত্য।

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

নিয়েল ( হিমু ) বলেছেন: বড়ই বিচিত্র । তবে খবরটা এই মাত্র বিস্তারিত জানলাম ।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭

দারাশিকো বলেছেন: :)

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৭

সুখ নাইরে পাগল বলেছেন: বারিধারা বাড়ি মালিক
সমিতির
সিদ্ধান্তে সেখানে লুঙ্গি পড়ে বাইরে বেরুনো নিষেধ।

জীবনেও ভাবি নাই যে কেউ লুঙ্গি পরা নিষিদ্ধ করতে পারে

আজিব আজিব আজিব

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০

জাকারিয়া মুবিন বলেছেন:
লুংগি লয়া চুদুর বুদুর
চইলতো নো চইলতো নো..........

১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭

বিতর্কিত বিতার্কিক বলেছেন: একটা মজার ঘটনা সংক্ষেপে বলি। আমার কাজিন তখন বগুড়া মেডিক্যাল এর ছাত্র। জাপানিজ মেডিক্যাল স্টুডেন্টদের একটা টিম গিয়েছে সেখানে। ছাত্র হলেই ছিল। লুঙ্গি নিএ তাদের কৌতূহল এবং ছাত্রদের দুষ্ট বুদ্ধি, দুইয়ে মিলে যা হল তা হচ্ছে জাপানিজরা লুঙ্গি পড়েই মেডিক্যালের প্রিন্সিপাল, ডীনের রুম থেকে শুরু করে সারা ক্যাম্পাস ঘুরেছে। কি নির্মল বিনুদুন :) :)

১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

নিশাত শাহরিয়ার বলেছেন: নিয়মিত লুঙ্গি পড়ি , এখন পর্যন্ত কোন ঝামেলায় পরি নাই ;)

১৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩

বৈরাম খাঁ বলেছেন: রাইতের যখন বেলা কারেন্ট যায় তখন গরমে কারনে বিশেষ জায়গায় লুঙ্গি দিয়া বাতাস করি-আহ্ কি আরাম :P ।আছে এমুন কোন পোশাক কন যেইটা দিয়া বাতাস করন যায়? B-)) B-))

২০| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১১

সুজন দেহলভী বলেছেন: লুঙ্গী পৃথীবির একমাত্র পোষাক যার কোন উল্টা বা সিধা বলে কিছু নেই, কোন শ্রেনী-ভেদ (মোটা বা চিকন সবার জন্য একই মাপ) নেই।

এমন একটা স্বাধীন পোষাকের এমন অবমাননা মেনে নেয়া যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.