নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি
>>> ১৯ চলচ্চিত্র সংগঠনের পক্ষে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন বলেন, আমাদের প্রথম এবং প্রধান দাবি ছিল আগে ভারতে এ দেশের টিভি চ্যানেল চালু করতে হবে। দ্বিতীয়ত, চ্যানেল চালুর পর সমতার ভিত্তিতে চলচ্চিত্র বিনিময় হতে হবে। অর্থাৎ দুদেশের সরকার পর্যায়ে আমদানি-রপ্তানি চুক্তি হতে হবে। অথচ এখন যে চুক্তি হয়েছে তা এ দেশের সরকার ও কলকাতার একটি প্রযোজনা সংস্থার মধ্যে অসম চুক্তি হয়েছে। এর মাধ্যমে অন্তত ঢাকার চলচ্চিত্রের স্বার্থ রক্ষা সম্ভব নয়। যার কুফল শুরুতেই দেখা দিয়েছে। ২০-২৫ বছর আগের আটটি বস্তাপচা চলচ্চিত্র রপ্তানির জন্য তথ্য মন্ত্রণালয় অনাপত্তি পত্র দিয়েছে। এগুলো সেখানে মুক্তি পাবে কিনা, পেলেও দর্শক দেখবে কিনা, এতে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি বলেন, 'আসল কথা হচ্ছে কোনোভাবে কিছু চলচ্চিত্র রপ্তানি করে কলকাতার চলচ্চিত্র এ দেশে আমদানির পথ সুগম এবং বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্রের বাজার তৈরি করা।
>>> শহীদুল ইসলাম খোকন আরও বলেন, ২৪ এপ্রিল এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগের এক বছর পূর্ণ হচ্ছে। এই এক বছরে এফডিসির উন্নয়নের পরিবর্তে দেশীয় চলচ্চিত্রের জন্য আত্দঘাতী পদক্ষেপ নিতেই তৎপর ছিলেন তিনি। এফডিসির উন্নয়নের জন্য সরকার প্রদত্ত ৫৯ কোটি টাকার ব্যবহার না করে এখানে ভারতীয় চলচ্চিত্র আমদানিতেই সময় ব্যয় করেছেন এমডি। এটি সত্যিই দুঃখজনক।
>>> নায়করাজ রাজ্জাক দুঃখ প্রকাশ করে বলেন, পুরনো চলচ্চিত্র যদি পাঠাতেই হয় তাহলে অতীতের অনেক কালজয়ী চলচ্চিত্র আছে, সেগুলো পাঠালে ভালো হতো। যেনতেন চলচ্চিত্র পাঠালে সেখানকার দর্শক একেবারেই মুখ ঘুরিয়ে নেবে। তাই নিজ দেশের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে যে কোনো উদ্যোগ নেওয়া উচিত।
>>> চলচ্চিত্র প্রদর্শক সমিতির সিনিয়র সহ-সভাপতি সুদীপ্ত কুমার দাশ বলেন, তথ্যমন্ত্রীর আন্তরিক উদ্যোগের ফলে এ মাসেই চলচ্চিত্র রপ্তানির সুযোগ হয়েছে
>>> রপ্তানী করা হবে এমন ছবিগুলো হল আজাদী হাসানাত ফিরোজের 'তুমি আমার মনের মানুষ', এফ আই মানিকের 'হৃদয়ের বন্ধন,' জাকির হোসেন রাজুর 'মা আমার স্বর্গ', আমজাদ হোসেনের 'প্রাণের মানুষ', শহীদুল ইসলাম খোকনের 'মুখোশধারী', কাজী হায়াতের 'শ্রমিক নেতা', শেখ নজরুল ইসলামের' জ্যোৎস্নার প্রেম' এবং সোহানুর রহমান সোহানের 'অনন্ত ভালোবাসা'।
(বাংলাদেশ প্রতিদিন এর রিপোর্টের চুম্বক অংশ)
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯
দারাশিকো বলেছেন:
২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪
ওছামা বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করোনা, আমাদের ধর্মবিশ্বাস বেচে দিওনা। আমাদের শ্বাস নিতে দাও।আমরা সাধারন মানুষ আজ ক্লান্ত, বিধ্বস্ত, বিভ্রান্ত।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯
দারাশিকো বলেছেন: অনেক কষ্ট করলেন। বেস্ট অব লাক, নিশ্চয়ই আরো পাঠক পাবেন
৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪
ঘুড্ডির পাইলট বলেছেন: এখন দেশে এমন কিছু সিনেমা তৈয়ার হচ্ছে যা খুব ভালো ।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩১
ত্রাহী বলেছেন:
বড়ই অদ্ভুত আমাদের এই দেশ। সবাই খালি চিন্তা করে সে কি চাই। দেশ কি চায় তা কারো মাথায় নেই।