নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে: https://t.ly/atJCp এছাড়া, বইটই-এ: https://boitoi.com.bd/author/2548/&

দারাশিকো

লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি

দারাশিকো › বিস্তারিত পোস্টঃ

সিনে-ব্লগিং এর পাঁচ বছর এবং বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি) ওয়েবসাইট

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৪

ব্লগিং এর পাঁচ বছর পূর্ণ হয়ে গেল ছয়দিন আগে। সামহোয়্যারইনব্লগে যাত্রা শুরু। ব্লগিং শুরু করার আগে পাঠক ছিলাম। ব্লগে কি লিখবো তা ঠিক করতে পারছিলাম না বলে ব্লগিং শুরু করা হয় নি। তারপর হঠাৎ মনে হল - সিনেমা নিয়ে যেহেতু আগ্রহ - ব্লগিং শুরু করি না কেন?



প্রথম পোস্টটা সিনেমা নিয়ে ছিল না। দ্বিতীয় পোস্টটা মুভি নিয়ে - রিভিউ না - সাহায্য চেয়ে পোস্ট। সেসময় অল্প কিছু লোক সিনেমা নিয়ে লিখত - মেহরাব শাহরিয়ার, সাইফ সামির, শওকত হোসেন মাসুম - উনারা রেগুলার ছিলেন। সাইফ সামির এখনো লিখেন - বাকীরা ব্যস্ত হয়ে গেছেন। সামুতে যাত্রা শুরু হলেও প্রথমআলো ব্লগে অল্প কিছুদিন, তারপর চতুর্মাত্রিক আর সরবে লিখেছি। নিজের একটা ওয়েবসাইটও তৈরী হল - দারাশিকো ডট কম । সাম্প্রতিক সময়ে ব্লগ লেখা হচ্ছে কম - যা লিখছি তার প্রায় সবই নিজের ওয়েবসাইটে - কমিউনিটি ব্লগে আসা হচ্ছে কম।



সামু ব্লগের পরিসংখ্যানে বলা হচ্ছে

ব্লগার পরিসংখ্যান

পোস্ট করেছেন: ৩৩৯টি

মন্তব্য করেছেন: ৪৮৩১টি

মন্তব্য পেয়েছেন: ৭৩৪৬টি

ব্লগ লিখেছেন: ৫ বছর ৬ দিন

ব্লগটি মোট ১৭০৮৬৪ বার দেখা হয়েছে



প্রথমে ইংরেজি ও অন্যান্য ভাষার সিনেমা নিয়ে লিখেছি - বাংলাদেশী সিনেমা নিয়েও লিখতে চেয়েছিলাম - কিন্তু বাংলাদেশী সিনেমা নিয়ে লিখা বেশ কঠিন, কারণ তথ্যের প্রচন্ড সংকট। সব দেশের সিনেমা সম্পর্কে ওয়েবসাইটে প্রচুর তথ্য - বাংলাদেশী সিনেমা নিয়ে কিছু নেই। বারবার মনে হত - আইএমডিবি-র মত বাংলা সিনেমার একটা ওয়েবসাইট নেই কেন? ভালো হোক মন্দ হোক - বাংলাদেশী সিনেমার তথ্যগুলো একজায়গায় কেন পাওয়া যাচ্ছে না? কবে যাবে?



খুব ক্ষুদ্র উদ্যোগে বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি) নামের ওয়েবসাইট www.bmdb.com.bd ঠিকানায় যাত্রা শুরু করেছে গত ৪ জুলাই থেকে। ওয়েবসাইটে আপকামিং মুভির তালিকা আছে, সম্প্রতি মুক্তি পাওয়া মুভির তালিকা, ছবি-তথ্য আছে, আর পুরানো ছবির তথ্য সংযুক্ত হচ্ছে প্রতিনিয়ত। ছবিতে রেটিং করার সুযোগ আছে, মন্তব্য করার ব্যবস্থা আছে।



এর বাইরে আছে বাংলাদেশী চলচ্চিত্রের সংবাদ। ব্লগ অংশে থাকছে চলচ্চিত্র বিষয়ক ব্লগ লেখার সুযোগ। বাংলাদেশী চলচ্চিত্রের তথ্যভিত্তিক ওয়েবসাইট হলেও ভিন্নদেশী সিনেমার ব্লগ লেখার ক্ষেত্রে কোন বাঁধা নেই। তবে, বাংলাদেশী সিনেমার রিভিউ বা ব্লগ ওই সিনেমার পাতায়ও দেখা যাচ্ছে। ফলে, কোন একটি সিনেমার (যেমন পোড়ামন) পাতা দেখার সময় ওই সিনেমা সংক্রান্ত ব্লগগুলোও পাওয়া যাচ্ছে।



এখনো সম্পূর্ণ হয়ে উঠেনি বাংলা মুভি ডেটাবেজ এর ওয়েবসাইট। উদ্যোক্তাদের চেষ্টা চলছে - ধীরে ধীরে মুখ ও মুখোশ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত মুক্তি পাওয়া ২৫০০+ চলচ্চিত্রের তথ্য যুক্ত হয়ে বিএমডিবি হয়ে উঠবে বাংলাদেশী চলচ্চিত্রের বিশাল ভাণ্ডার।



ব্লগিং এর পঞ্চবৎসর পূর্তিতে আপনাদের আমন্ত্রন জানাচ্ছি বাংলা মুভি ডেটাবেজ এর ওয়েবসাইটে - দেখে আসুন, মুভিতে রেটিং করুন, মন্তব্য করুন, শেয়ার করুন সবার সাথে - আপনার উপস্থিতি এর পেছনের লোকদেরকে আরো ভালো করতে অনুপ্রাণিত করবে।

ফেসবুক পেইজ: https://www.facebook.com/banglamoviedatabase



হ্যাপী ব্লগিং।

মন্তব্য ৫১ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

খেয়া ঘাট বলেছেন: অভিনন্দন, শুভকামনা।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:০০

দারাশিকো বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট - ভালো থাকুন সবসময় :)

২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৯

খেয়া ঘাট বলেছেন: পরিচ্ছন্ন সাইট। ভালো লাগলো।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:০২

দারাশিকো বলেছেন: নিয়মিত পরামর্শ দিতে পারেন - তাহলেই সাইট ভালো করবে।

৩| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫১

ইমরাজ কবির মুন বলেছেন:
অভিনন্দন দারাশিকো ভাইয়া।
bmdb তে অ্যাকাউন্ট খুলে ফেললাম, আশা করি এটা imdb র মতো এটাতেও ডেইলী ঢু মারবো।
শুভকামনা ||

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৪

দারাশিকো বলেছেন: ধন্যবাদ মুন :)

অ্যাকটিভ থাকলে এই সাইটও আইএমডিবি-র মত ভূমিকা রাখতে পারবে আশা করা যায়। ঢু মারার সিদ্ধান্তে সাধুবাদ :)

৪| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:০০

অন্ধকারের রাজপুত্র বলেছেন: বেশ গুছানো সাইট...
ব্রাউজ করতে বেশ ভালো লাগে !

শুভকামনা রইলো :)

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৫

দারাশিকো বলেছেন: শুভকামনা পৌছে দিলাম টিমের কাছে। ধন্যবাদ রাজপুত্র :)

৫| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৩

কাফের বলেছেন: সাইটে মাঝে মাঝে ঘোরাঘুরি করি আমার দারুন লাগে
আমাদের বাংলা সিনেমার সব তথ্য নিয়ে পূর্নাঙ্গ একটা ওয়েবসাইট হবে ভাবতেই ভালো লাগছে।
উদ্যোক্তাদের জন্য রইল প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা।

১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৩১

দারাশিকো বলেছেন: ধন্যবাদ কাফের (কি অদ্ভুত নাম আপনার :/ )
ভালো থাকবেন সবসময় :)

৬| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৯

স্পেলবাইন্ডার বলেছেন: চমতকার উদ্যোগ...

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১০

দারাশিকো বলেছেন: ধন্যবাদ স্পেলবাইন্ডার, ভালো থাকবেন :)

৭| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩০

মামুন রশিদ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা প্রিয় দারাশিকো,
!:#P !:#P !:#P !:#P !:#P


সামু'র সিনেমাখোরদের কাছে আমার ঋন আছে । একসময় ফেবুতে টুকটাক মুভি রিভিউ লিখতাম । বিভিন্ন তথ্য জানতে গুগলে সার্চ দিলেই সামুর মুভি পোস্টগুলোই চলে আসত । দীর্ঘদিন ভিজিটর হিসাবে সামুর মুভি পোস্টগুলো পড়ে গেছি । আপনার লেখা ছাড়াও মাস্টার, ফেলুদার চারমিনার, কাউসার রুশো, নাফিজ, দুর্যোদন, লেখাজোকা শামীম ভাইয়ের মুভি বিষয়ক লেখালেখির ভক্ত হয়ে গিয়েছিলাম সামুতে ব্লগিংয়ে আসার আগেই । সামুতে নিক খুলার পরই আমার বাংলা মুভি নিয়ে তিন পর্বের ধারাবাহিক পোস্টে সব প্রিয় সিনেমাখোরদের ব্যাপক উৎসাহ পেয়েছিলাম ।


আপনাকে সামুতে খুব মিস করি, সত্যি বলতে কি পুরানো সব সিনেমাখোরদেরই মিস করি । অজানা কারনে আপনারা আর কেউই ব্লগিংয়ে নিয়মিত না । সামুতে সব কিছু ঠিক মত চললেও প্রিয় সিনেমাখোরদের জায়গাটা কিছুতেই পূরণ হচ্ছে না ।
বর্ষপূর্তিতে তাই অনুরোধ থাকবে, প্লীজ কাম ব্যাক ।

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৯

দারাশিকো বলেছেন: ইচ্ছে করে কি আর কেউ ব্লগিং থেকে দূরে সরে নাকি ভাই। মাসুম ভাই, মেহরাব শাহরিয়ার ভাইরাও ব্যস্ততার কারণে দূরে সরেছেন, আমারও ব্যস্ততা বাড়ছে। আর, সামু ব্লগের চেয়ে নিজের ব্লগে বেশী সময় দেয়া হয়েছে লাস্ট কয়েক মাস।

ইচ্ছা আছে আবারও নিয়মিত হবো, দেখা যাক, সময় সেই সুযোগ দেয় কিনা।
ভালো থাকবেন মামুন, সবসময় :)

৮| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৪

জাহিদ হাসান বলেছেন: বাধ ভাঙ্গার আওয়াজেও আওয়াজ রাখবেন আশা করি । :D

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৬

দারাশিকো বলেছেন: আমিও আশা করি, কিন্তু ইদানিং বাস্তবায়িত করা হয়ে উঠছে না :(
চেষ্টা থাকবে জাহিদ হাসান, ভালো থাকুন।

৯| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৫

জাহিদ হাসান বলেছেন: bmdb.com.bd সাইটটা চরম ভালো লাগল । বুকমার্কে রাখলাম । সময় পেলে ঢু মারবো । :)

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৮

দারাশিকো বলেছেন: শুকরিয়া :)
ঢু মারার সময় রেটিং ও দিয়েন - তাহলেই চলবে :)

১০| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৭

কাউসার রুশো বলেছেন: অভিনন্দন :)
বিএমডিবিতে অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছি। প্রায়ই ঘুরে আসা হয়। শুভকামনা থাকলো

অ.ট.: মোটামুটি সবাই সামু ছেড়ে দিলো। শুধু আপনি আর আমিই ছাড়তে পারলাম না :P

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৫

দারাশিকো বলেছেন: হা হা হা ... আমারটা কি আর ধরে রাখা বলে নাকি। কোনমতে টিকে আছি, তেলাপোকার ন্যায় :/

১১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৯

এস দেওয়ান বলেছেন: আমার প্রিয় বাংলা সিনেমার তথ্য সমুহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

১৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

দারাশিকো বলেছেন: আপনাকেও ধন্যবাদ। বিএমডিবিতে অ্যাকটিভ থাকু - রেটিং, কমেন্টের মাধ্যমে।
ভালো থাকবেন এস দেওয়ান :)

১২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৩

এস দেওয়ান বলেছেন: সাইটটি খুব ভালো লেগেছে, তবে সাইটটি শত ভাগ ইংরেজিতে হওয়া উচিৎ ছিল এতে করে বিদেশিরাও বাংলা ছবি সম্মন্ধে জানতে পারতো ।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

দারাশিকো বলেছেন: ধন্যবাদ। যদি আমরা সফল হতে পারি, তাহলে বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনও রাখার চেষ্টা করবো।

১৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:০৫

একজন নিশাচর বলেছেন: দারাশিকো ভাই,

অভিনন্দন আপনাকে ও আপনার টিম কে।

রেজিস্ট্রেশন করে ফেললাম।

ভাল উদ্যোগকে আরো একবার সাধুবাদ।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

দারাশিকো বলেছেন: ধন্যবাদ নিশাচর। ভালো থাকবেন, পাশে থাকবেন :)

১৪| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৭

আরজু পনি বলেছেন:

অভিনন্দন রইল বস ।
!:#P !:#P !:#P !:#P !:#P

১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৮

দারাশিকো বলেছেন: শুকরিয়া ম্যাডাম :)

১৫| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: চমতকার উদ্যোগ..

১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৫

দারাশিকো বলেছেন: ধন্যবাদ অভি, ভালো থাকবেন।

১৬| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৫

~মাইনাচ~ বলেছেন: দেখে আসলাম। ভাল লাগলো


শুভকামনা থাকল

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

দারাশিকো বলেছেন: ধন্যবাদ মাইনাচ :)
ভালো থাকবেন।

১৭| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৭

এহসান সাবির বলেছেন: bmdb তে অ্যাকাউন্ট খুলে ফেললাম। আপনার সাইটও চমৎকার। শুভেচ্ছা নিবেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

দারাশিকো বলেছেন: ধন্যবাদ এহসান সাবির। আপনার পোস্টের জন্য অপেক্ষায় থাকলাম।

১৮| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অভিনন্দন এবং অনেক অনেক শুভকামনা

২৭ শে মার্চ, ২০১৭ রাত ১০:২০

দারাশিকো বলেছেন: ধন্যবাদ।

১৯| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৩

মহামহোপাধ্যায় বলেছেন: অভিনন্দন দারাশিকো ভাইয়া :)

চমৎকার উদ্যোগ। সাধুবাদ রইল।

২০| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৩

মহামহোপাধ্যায় বলেছেন: অভিনন্দন দারাশিকো ভাইয়া :)

চমৎকার উদ্যোগ। সাধুবাদ রইল।

২১| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩০

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: bmdb তে গিয়েছি কয়েকবার। এখনও রেজিস্ট্রেশন করা হয়নাই। করে ফেলবো কোন একদিন।
আপনার জন্য শুভকামনা :)

২২| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৬

মূর্ধন্য বলেছেন: ভালো উদ্দ্যোগ, শুভ কামনা.।।

২৩| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১২

এহসান সাবির বলেছেন: bmdb তে আগুনের পরশমনি মুভিতে রিভিউ লিখতে গিয়েছিহলাম, লিখে সাবমিট করলে error দেখায়।
আমার খুব ভালো লেগেছে সাইটটি ।

১৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

দারাশিকো বলেছেন: দেখে নিচ্ছি। এই প্রথম এরকম সমস্যা হল।
আরেকবার ট্রাই করতে পারেন, যদি আকারে একটু বড় হয়, তবে ব্লগ হিসেবেও পোস্ট করতে পারেন।
ধন্যবাদ এহসান সাবির, ভালো থাকুন :)

২৪| ১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৯

আরিফ রুবেল বলেছেন: আমি বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আশাবাদী। ষোল কোটি মানুষের দেশে আমাদের চলচ্চিত্র কি না দর্শক সংকটে ভুগবে ! এটা কেমন কথা। এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। শুধু দরকার আপনার মত কিছু পাগল যারা খেয়ে না খেয়ে চলচ্চিত্র শিল্পের বিকাশে কাজ করে যাচ্ছেন। বাংলা সিনেমা আবার একদিন হাসির খোরাক থেকে দর্শক প্রিয় বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়াবে এই আশাবাদ ব্যক্ত করছি।

অনেক অনেক শুভ কামনা ভাই :)

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৩

দারাশিকো বলেছেন: ধন্যবাদ রুবেল। অনুপ্রাণিত বোধ করছি :)

২৫| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অভিনন্দন!!!!!!!!!!!!!!

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৪

দারাশিকো বলেছেন: ধন্যবাদ!!!!!!!!!!!
ধন্যবাদ!!!!!!!!!!!
ধন্যবাদ!!!!!!!!!!!
একবারে দিলাম তিনটার উত্তর ;)

২৬| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অভিনন্দন!!!!!!!!!!!

২৭| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অভিনন্দন!!!!!!!!!!!

২৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৯

এহসান সাবির বলেছেন: ভাই আমি bmdb তে রিভিউ লিখলে

Not Acceptable!

An appropriate representation of the requested resource could not be found on this server. This error was generated by Mod_Security.
এটা আসে।

সমাধান চাই, প্লিজ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৫

দারাশিকো বলেছেন: আরেকবার ট্রাই করে দেখবেন প্লিজ?

২৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩

এহসান সাবির বলেছেন: আবার ট্রাই করে জানাবো আপনাকে। অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.