নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে: https://t.ly/atJCp এছাড়া, বইটই-এ: https://boitoi.com.bd/author/2548/&

দারাশিকো

লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি

দারাশিকো › বিস্তারিত পোস্টঃ

:: সালমান শাহ অভিনীত চলচ্চিত্র সংক্রান্ত ::

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৪

কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে এসেছিলেন সালমান শাহ , প্রথম চলচ্চিত্রেই এতটা গ্রহনযোগ্যতা পেয়েছিলেন যে আর পিছু ফিরে তাকাতে হয় নি। চার বছরের ক্যারিয়ারে তিনি প্রায় ২৬টি সিনেমায় অভিনয় করেছিলেন। তার অভিনীত সকল চলচ্চিত্রের তথ্যাবলী একত্রিত করার উদ্যোগ নিয়েছে বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি), এবং এ বিষয়ে আপনার সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।



এর আগে হুমায়ূন আহমেদ পরিচালিত এবং লিখিত সকল চলচ্চিত্রের তথ্য সংগ্রহ করে একত্রিত করা হয়েছে। সালমান শাহ অভিনীত সকল চলচ্চিত্রের তথ্য সংগ্রহের কাজও এগিয়ে চলছে। ইতোমধ্যে সালমান শাহ অভিনীত ১৮টি চলচ্চিত্রের তথ্য ওয়েবসাইটে আপডেট করা হয়েছে। খুব শীঘ্রই বাকী চলচ্চিত্রগুলোর তথ্য আপডেট করা হবে।



আসুন এক নজরে দেখে নিই ওয়েবসাইটে আপডেটকৃত সালমান শাহ অভিনীত চলচ্চিত্রসমূহ।



আনন্দ অশ্রু (১৯৯৭)

স্বপ্নের নায়ক (১৯৯৭)

শুধু তুমি (১৯৯৭)

প্রেম পিয়াসী (১৯৯৭)

জীবন সংসার (১৯৯৬)

প্রিয়জন (১৯৯৬)

বিচার হবে (১৯৯৬)

মায়ের অধিকার (১৯৯৬)

এই ঘর এই সংসার (১৯৯৬)

তোমাকে চাই (১৯৯৬)

সত্যের মৃত্যু নেই (১৯৯৬)

দেনমোহর (১৯৯৫)

আশা ভালোবাসা (১৯৯৫)

স্বপ্নের ঠিকানা (১৯৯৫)

কন্যাদান (১৯৯৫)

অন্তরে অন্তরে (১৯৯৪)

সুজন সখি (১৯৯৪)

কেয়ামত থেকে কেয়ামত (১৯৯৩)



শীঘ্রই আপডেট করা হবে

তুমি আমার

আঞ্জুমান

স্বপ্নের পৃথিবী

স্নেহ

বিক্ষোভ

চাওয়া থেকে পাওয়া

মহামিলন

প্রেম যুদ্ধ

বুকের ভেতর আগুন





যে সহযোগিতা প্রয়োজন

হয়তো খেয়াল করেছেন - প্রত্যেকটি চলচ্চিত্রের পাতাই অসম্পূর্ণ। পোস্টার, ছবি ইত্যাদি নেই, আরও বিভিন্ন তথ্যাদি নেই। আপনারা যে সকল সহায়তা করতে পারেন।



১. যদি সালমান শাহ অভিনীত এসকল চলচ্চিত্রের বিশেষ কোন তথ্য আপনাদের জানা থাকে যা উল্লেখ করা নেই তা আমাদের জানিয়ে দিতে পারেন।

২. প্রত্যেকটি সিনেমাতেই বেশ কিছু গান আছে, কিন্তু পর্যাপ্ত তথ্যের অভাবে তালিকাগুলো তৈরী করা সম্ভবপর হয় নি। সিনেমার নাম - গানের শিরোনাম - গীতিকার - সুরকার- শিল্পী - পর্দার শিল্পী >> এই সিরিয়ালে আপনার পক্ষে যে পরিমান তথ্য জানানো সম্ভব আমাদের জানান।

৩. ছবি, পোস্টার ইত্যাদি যদি আপনার কাছে থেকে থাকে আমাদের পাঠিয়ে দিতে পারেন।

৪. আপনার দেখা ছবিগুলোতে রেটিং, কমেন্টিং ইত্যাদি প্রদাণ করে অন্যদের উৎসাহিত করতে পারেন।

৫. এই পোস্টটি শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিতে পারেন।

৬. অন্যান্য আরও যা কিছু।



যদি আপনার পক্ষে সহযোগিতা করা সম্ভবপর হয় তবে এখানেই মন্তব্য আকারে তথ্য প্রদান করতে পারেন। অথবা বাংলা মুভি ডেটাবেজ এর ইমেইলে ([email protected]) পাঠিয়ে দিতে পারেন সকল তথ্য।



আপনার সহযোগিতা বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ সংক্রান্ত সকল তথ্য একত্রিত করতে পারে।



শেষ কথা

প্রায় আড়াই হাজার চলচ্চিত্রের তথ্য সংগ্রহ, বাছাই এবং ওয়েবসাইটে আপডেট করা একটি সময়সাপেক্ষ ও শ্রমসাধ্য কাজ। ইতোমধ্যেই কিছু বাংলাদেশী চলচ্চিত্রপ্রেমী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আপনিও আসুন বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি) ওয়েবসাইটে, দেখুন, ত্রুটিগুলো জানিয়ে দিন, চলচ্চিত্রে রেটিঙ দিন, মন্তব্য করুন, শেয়ার করে জানিয়ে দিন অন্যান্যদেরকে।



ফেসবুকে বাংলা মুভি ডেটাবেজ সংক্রান্ত সকল বিষয়ে আপডেটিত থাকুন।



মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩০

রুদ্র ছায়া বলেছেন: গুড জব..

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৪

দারাশিকো বলেছেন: ধন্যবাদ রুদ্র ছায়া। পরিচিত কেউ যদি থাকে সহযোগিতা করার মত - পোস্টটি তার কাছে পৌছে দিন প্লিজ।

২| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: সরাসরি প্রিয়তে।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩১

দারাশিকো বলেছেন: ধন্যবাদ শঙ্কু।

৩| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৯

হাছুইন্যা বলেছেন: ভালো পোস্ট। এই পোস্ট নির্বাচিত তালিকায় থাকা উচিত।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৪

দারাশিকো বলেছেন: ধন্যবাদ হাছুইন্যা।

৪| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪২

হাবিবউল্যাহ বলেছেন: আহমাদ জাদিদ সালমান শাহকে নিয়ে সিরিয়াল পোস্ট দিয়েছিল।
আমার দেওয়ার কথা থাকলেও পরে আর দেইনাই।জাদিদের ব্লগটা চেক করে নিতে পারেন।অনেক তথ্য ই পেয়ে যাবেন।সেখানে কমেন্ট ও পাবেন কবি ও কাব্য ও আমার।

তাছাড়া কবি ভাই শর্টকার্টে সালমানের দুইয়েকটা মুভির রিভিউ অথবা তার পরিচালকদের নিয়ে আলোচনা করেছিলেন।
ব্লগপোষ্ট অথবা ফেসবুকে।চেক করা যেতে পারে।

আর আমার দ্বারা যতটুকু সম্ভব সেটা করার চেষ্টা তো কর্বোই।
সালমানের প্রায় সবগুলা গান ই কবি ভাইয়ের সংগ্রহে আছে।আমার ও মনে আছে তার গানগুলো।তবে শীল্পির নাম নিয়ে আমি ব্যাপকভাবে সন্দিহান।

এই দায়িত্বটা আপনে সোহেল রানা ভাই অথবা কবি ভাইয়ের উপর জোর করে চাপিয়ে দিতে পারেন।

ধন্যবাদ!

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬

দারাশিকো বলেছেন: জ্বি - চেষ্টা চলতেছে। ধন্যবাদ ভাই।

৫| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪২

আম্মানসুরা বলেছেন: ভালো উদ্যোগ।
প্লাস

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৬

দারাশিকো বলেছেন: ধন্যবাদ আম্মানসুরা। ভালো থাকবেন :)

৬| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৭

কবি ও কাব্য বলেছেন: এখানে সালমানের সব ছবির লিস্ট সহ সংক্ষেপে পুরো জীবনী আছে - Click This Link

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৭

দারাশিকো বলেছেন: ধন্যবাদ কাব্য ভাই।
এখান থেকে প্রয়োজনীয় তথ্য নেয়ার উদ্যোগ নিয়েছি।

৭| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০১

আহমাদ জাদীদ বলেছেন: আমি শুধু তুমি মুভির অংশটা আলদাভাবে রিভিউ হিসেবে পোস্ট করতে চেয়েছিলাম । কিন্তু কি কারণে যেন ব্যর্থ হলাম ।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৯

দারাশিকো বলেছেন: কমেন্ট পেয়েছি, কিন্তু পোস্ট তো পাওয়া গেল না।

৮| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৯

খেয়া ঘাট বলেছেন: দারুন কাজ। অনেক শুভকামনা।

২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩

দারাশিকো বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট। আপনার শুভকামনা সফলতার দিকে নিয়ে যাবে বিশ্বাস করি। ভালো থাকবেন।

৯| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৭

C/O D!pu... বলেছেন: বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ইতিবাচক পদক্ষেপ...

২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৬

দারাশিকো বলেছেন: ধন্যবাদ দিপু। ভালো থাকবেন। :)

১০| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

গ্রেট জব +++++

২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭

দারাশিকো বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব। ভালো থাকবেন।

১১| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৩

আমিনুর রহমান বলেছেন:



আমি সম্ভবত কিছু ছবি দিতে পারবো। স্ক্যান করে আপনাকে মেইল করে দিবো।
শুভ কামনা রইল।

২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৩

দারাশিকো বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান। খুবই কৃতজ্ঞ থাকবো আপনার সহযোগিতার জন্য।
[email protected] এই মেইলে পাঠিয়ে দিলে পেয়ে যাবো। ধন্যবাদ।

১২| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৪

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: দারুণ উদ্যোগ

২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৬

দারাশিকো বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ। ভালো থাকবেন।

১৩| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৭

কাজী মামুনহোসেন বলেছেন: দারুন উদ্যোগ, চালিয়ে যান। :)

১৪| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৫

প্রিন্স হেক্টর বলেছেন: ভাল উদ্যোগ। শুভকামনা রইলো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.