নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে: https://t.ly/atJCp এছাড়া, বইটই-এ: https://boitoi.com.bd/author/2548/&

দারাশিকো

লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি

দারাশিকো › বিস্তারিত পোস্টঃ

বাংলা চলচ্চিত্র অভিনেতা সংক্রান্ত কুইজ

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৫

সাধারণ খেলা। কয়েকটা করে তথ্য দেয়া হবে। আপনি চেষ্টা করবেন উত্তর দেয়ার জন্য। উত্তরের লিংক সাথেই দেয়া থাকবে, সুতরাং সততার সাথে উত্তর না দেখে আগে মন্তব্যের ঘরে উত্তর লিখে তারপর মিলিয়ে দেখবেন।



উত্তর সঠিক হোক বা ভুল হোক, লিংকে গেলে আরও বিস্তারিত জানার সুযোগ পাচ্ছেন - সেটা হল কুইজের পুরস্কার :)





১.

৩৭টা মামলা থেকে বাঁচার জন্য চলচ্চিত্রে চলে এসেছিলেন তিনি।

প্রথম চলচ্চিত্রে পেয়েছিলেন ৫০০ টাকা।

ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর) এর মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করতে আগ্রহী।

বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করেন।

মিয়া ভাই নামে পরিচিত।

কে তিনি?

উত্তর: http://www.bmdb.com.bd/person/1357/



২.

১৯৯২ সালে গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আগমন তার। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় কমেডি অভিনেতা হিসেবে অভিনয় করছেন তিনি। কমেডি চরিত্রে অভিনয়ের জন্য তিনি ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

কি নাম তার?

উত্তর: http://www.bmdb.com.bd/person/59/



৩.

হুমায়ূন আহমেদ পরিচালিত নাটকে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। মেকি অভিনয় পছন্দ না হওয়ায় হুমায়ূন আহমেদ তার সহকারীকে বলেছিলেন, ওকে শ্যুটিং থেকে বের করে দাও।

মূলত টিভি নাটক অভিনেতা, বিজ্ঞাপন চিত্রে জনপ্রিয় মডেল।

মোস্তফা সরয়ার ফারুকীর প্রতি কৃতজ্ঞ তিনি।

কে তিনি?

উত্তর: http://www.bmdb.com.bd/person/660/



৪.

মাত্র নয় বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

নায়িকা হওয়ার পর তার প্রযোজনা সংস্থা থেকে ছবি নির্মান করেন তার বাবা।

চলচ্চিত্র থেকে হঠাৎ বিদায় নিয়ে লোকচক্ষুর অন্তরালে চলে যান।

কি নাম তার?

উত্তর: http://www.bmdb.com.bd/person/31/



৫.

নায়ক হিসেবে অভিনয় শুরু করে সফল হতে পারেন নি।

যখন প্রথম ভিলেন হিসেবে অভিনয় শুরু করলেন, আউটডোর শ্যুটিং এ তাকে বসতে দেয়া হয়েছিল বাসের পেছনের সিটে। বোধহয় অপমানিত বোধ করেছিলেন। আউটডোর শ্যুটিং শেষ করে ফিরে একে একে সাতটি ছবিতে খলনায়ক হিসেবে অভিনয়ের চুক্তি করেন তিনি।

এখন পর্যন্ত অভিনয় করেছেন ৮০০-রও বেশী চলচ্চিত্রে।

উত্তর: http://www.bmdb.com.bd/person/115/





আজ এ পর্যন্তই। উত্তর পারুন আর না পারুন, লজ্জার কিছু নেই। আমি নিজেও জানতাম না, কিন্তু ঘাটাঘাটি করতে গিয়ে জানতে পেরেছি। নতুন নতুন তথ্য আবিস্কারের আনন্দ দুর্দান্ত। আশা করি আপনাদেরও ভালো লাগবে।



সকল তথ্য কৃতজ্ঞতা: বাংলা মুভি ডেটাবেজ

ফেসবুকে আপডেটেড থাকতে হলে - বাংলা মুভি ডেটাবেজ ফ্যানপেজ

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৪

প‌্যাপিলন বলেছেন: লিঙ্ক এখনই না দিলেই পারতেন, ব্লগাররা মাথা ঘামাবার সুযোগ পেত। ৫ নম্বরটা জানা ছিল। ১ এর টা নায়ক খসরু আর ফারুকের মধ্যে গুলাইয়া ফেলছিলাম।

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৪

দারাশিকো বলেছেন: এই পর্বের জন্য মাফ চাই। সামনের পর্বে উত্তর পরে দেব। কখন এবং কোথায় দিলে ভালো হয় সে ব্যাপারে পরামর্শ চাই :)

ধন্যবাদ প্যাপিলন :)

২| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৭

কাফের বলেছেন: চমৎকার

১. ফারুক
৪. শাবানা
৫. মিশা

বাকি দুইটা জানা ছিল না এখন জানলাম
আর উত্তর গুলা আগেই না দিয়া পরে জানািলে আরো ভালো হইতো

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫০

দারাশিকো বলেছেন: এই পর্বের জন্য মাফ চাই। সামনের পর্বে উত্তর পরে দেব। কখন এবং কোথায় দিলে ভালো হয় সে ব্যাপারে পরামর্শ চাই :)

আপনাকে ধন্যবাদ (নাম পসন্দ হয় নাই :/ )

৩| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৮

কাফের বলেছেন: চমৎকার

১. ফারুক
৪. শাবানা
৫. মিশা

বাকি দুইটা জানা ছিল না এখন জানলাম
আর উত্তর গুলা আগেই না দিয়া পরে জানাইলে আরো ভালো হইতো

২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

দারাশিকো বলেছেন: উত্তর উপ্রে দিচি :)

৪| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০০

এন ইউ এমিল বলেছেন: :D

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৫

দারাশিকো বলেছেন: এইটা কোন প্রশ্নের উত্তর দিলেন? ;)

৫| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৪

সেলিম মোঃ রুম্মান বলেছেন: ৩ ও ৪ নম্বরটা জানতাম না, বাকিগুলো জানি। উত্তরগুলো পরে দিলে ভাল হতো।

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

দারাশিকো বলেছেন: কত পরে?

৬| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪২

সোহানী বলেছেন: বলেন কি... কিছুই তো দেখি জানি না.......

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

দারাশিকো বলেছেন: ব্যাপারনা। সবাই যদি সব জানে তাহলে কেমনে হবে?
যতটুকু জানলেন সেটা অন্যদেরকে জানাতে পারেন - মন্দ লাগবে না আশা করি :)

৭| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: ২. মে বি আফজাল
৫. মিশা।

বাকিগুলো নিয়ে কনফিউজড। যাই উত্তর দেখে আসি/

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৩

দারাশিকো বলেছেন: ২ নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারছেন, বাকীগুলা না পারলেও চলবে - আমার দৃষ্টিতে ওইটাই সবচে কঠিন :)

অভিনন্দন শঙ্কু :)

৮| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

কাফের বলেছেন: আপনে বস মানুষ আপনারে কি পরামর্শ দিমু সময় বুইঝা দিয়া দিয়েন আমার শুধু মনে হচ্ছে উত্তর পরে দিলেই ভালো হয়, কিন্তু কত পরে দিবেন এই সমন্ধে আইডিয়া নাই :>

আর বস গোলাম মোস্তফা ও আনোয়ার হোসেন অভিনীত কুঁয়াশা মুভিটা সমন্ধে কোনো তথ্য দিতে পারেন? কত সালের বা কোথায় এইটার ভিসিডি পাইতে পারি? কিছু অংশ টিভিতে দেখছিলাম পুরাটা দেখতে মন চায়

ধন্যবাদ
(আমি আমার নাম লইয়া কান্দি)

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১১

দারাশিকো বলেছেন: কুয়াশার কোন ডিভিডি বা ইউটিউব কপি নাই কোথাও। মাইটিভিতে দেখানো হয়েছিল বলে জানি, সুতরাং তাদের কাছে কপি আছে। পরিচিত কেউ থাকলে মাইটিভি থেকে সংগ্রহ করে নিতে পারবেন আশা করি।

ছবিটা সম্পর্কে শুনেছি, তারপর থেকেই দেখার আগ্রহে আছি। পেলে জানাবেন প্লিজ :)

ভালো থাকবেন শহীদুল ভাই :)

৯| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩১

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: এখনো হলে গিয়া মুভি দেহি। তারপরেও কিছুই জানতাম না। একটাও পারি নাই /:)

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৫

দারাশিকো বলেছেন: ব্যাপারনা বস। এখন জেনে গেলেন - এইবার অন্যদেরকেও জানানোর সুযোগ করে দেন :)

১০| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪০

ড. জেকিল বলেছেন: জানতামনা, কমেন্ট পড়তে গিয়ে জেনে গেলাম। দারুন দারুন সব তথ্য।

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৩

দারাশিকো বলেছেন: সিরিজটা কন্টিনিউ করবো আরও কয়েক পর্ব। বাংলা মুভি ডেটাবেজ সাইটটাও পরিচিত হোক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.