নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে: https://t.ly/atJCp এছাড়া, বইটই-এ: https://boitoi.com.bd/author/2548/&

দারাশিকো

লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি

দারাশিকো › বিস্তারিত পোস্টঃ

লেখা আহবান : বিএমডিবি ঈদ সংখ্যা ই-বুক ২০১৭

৩১ শে মে, ২০১৭ রাত ৮:২৩



রমজান মাসে বাংলাদেশের সিনেমাহলগুলোতে চলে পুরানো সেই অশ্লীল ছবিগুলো যেগুলো সারাবছর হাতেগোনা নির্দিষ্ট কিছু হলে প্রদর্শিত হয়। ঠিক এ সময়টাতেই কেন এই ছবিগুলো বেশি প্রদর্শিত হয় তা এক রহস্য। তবে রহস্য যাই থাকুক, এর সমাপ্তিটা কিন্তু ঝরঝরে। কারণ রমজান শেষেই ঈদ উপলক্ষে এক যোগে সারাদেশের প্রায় সবগুলো সিনেমাহলে মুক্তি পায় বিগ বাজেটের, ভালো গল্পের এবং ভালো নির্মাণের চলচ্চিত্রগুলো। টেলিভিশন আর সঙ্গীতের ভুবনেও ঈদ উপলক্ষে ভালো কাজগুলো উন্মোচিত হয়। ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দেয় এই চলচ্চিত্র-টিভি নাটক এবং গান। আনন্দের চিরাচরিত এই সকল রূপের সাথে এবার যুক্ত হচ্ছে বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি)-র আয়োজন বিএমডিবি ঈদ সংখ্যা ই-বুক!

প্রথমবারের মত এ উদ্যোগ গ্রহণ করা হলেও আমরা খুব বেশি চিন্তিত নই। কারণ আমরা জানি বিএমডিবি-র রয়েছে একটি বিশাল পাঠকগোষ্ঠী, রয়েছে তারচেয়েও কয়েকগুণ বড় বাংলাদেশী বিনোদনপ্রেমী। বিএমডিবি পরিবার এবং এই বিনোদনপ্রেমীদের সম্মিলিত উদ্যোগেই আকর্ষণীয় একটি ঈদ সংখ্যা ই-বুক প্রকাশিত হবে আগামী ঈদ উল ফিতরের আগেই। বিএমডিবি ঈদ সংখ্যা ই-বুকের জন্য লেখা আহবান করছি। বিএমডিবি-র পরিকল্পিত বিভিন্ন লেখার পাশাপাশি আপনাদের লেখা নিয়ে প্রকাশিত হবে বিএমডিবি ঈদ সংখ্যা ই-বুক ২০১৭।

কী লিখবেন :

চলচ্চিত্র, টিভি নাটক, টিভি ধারাবাহিক, টেলিফিল্ম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, সঙ্গীত, মঞ্চ ইত্যাদি বিষয়ে যে কোন কিছু - আপনার অভিজ্ঞতা, আপনার বিশ্লেষণ, আপনার গবেষণলব্দ তথ্য। হতে পারে সিরিয়াস কিছু, হতে পারে ব্যাঙ্গাত্মক কিংবা রম্য। প্রধান শর্ত - বাংলাদেশি বিনোদনের অংশ হতে হবে। শুধুমাত্র মানসম্মত, মৌলিক ও অপ্রকাশিত লেখাগুলোই বাছাই করে ই-বুকে সন্নিবেশিত করা হবে। ই-বুকে প্রকাশিত সেরা পাঁচটি লেখার জন্য লেখকরা পাবেন বিএমডিবি-র পক্ষ থেকে বিশেষ গিফট।

কতদিনের মধ্যে লিখবেন :

আমাদের কাছে পৌছাতে হবে আগামী ১৫ জুন ২০১৭ তারিখ বৃহস্পতিবার রাতের মধ্যে।

কীভাবে পাঠাবেন :

অাপনার লেখা ওয়ার্ড ফাইলে গুছিয়ে লিখে প্রয়োজনীয় ছবি ও ক্যাপশন সংযুক্ত করে পাঠাতে হবে নিচের যেকোন একটি মাধ্যমে

বিএমডিবি-র ফেসবুক পেইজে ইনবক্স করে
বিএমডিবি-র ইমেইলে ([email protected]) - এই ঠিকানায়।
এছাড়া প্রয়োজনীয় যে কোন যোগাযোগও করতে পারেন এই দুই মাধ্যমের যে কোন একটিতে।

বিশেষ অনুরোধ :

শুধুমাত্র নিজের লেখাই পাঠাবেন। প্রয়োজনীয় রেফারেন্স যথাযথভাবে উল্লেখ করবেন। লেখা প্রকাশ ও বাছাই সংক্রান্ত বিষয়ে বিএমডিবি-র সিদ্ধান্তই চূড়ান্ত।

মন্তব্য -৯ টি রেটিং +০/-০

মন্তব্য (-৯) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.