নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে: https://t.ly/atJCp এছাড়া, বইটই-এ: https://boitoi.com.bd/author/2548/&

দারাশিকো

লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি

দারাশিকো › বিস্তারিত পোস্টঃ

কুরবানির আগের রাতে গরু কেন কাঁদে?

২৮ শে জুন, ২০২৩ রাত ১০:২৫

কাল ঈদ। রাতে খেয়ে ঘুমানোর আগে কোরবানীর গরুটাকে আরেকবার দেখতে এলো সিয়াম। সিয়ামকে দেখেই তার বন্ধু হৃদয় প্রশ্ন করলো, ‘আমাদের গরুটা কাঁদতে শুরু করেছে। তোদের গরুটা কি কাঁদছে?’
সিয়াম তাকিয়ে দেখলো তাদের গরুটার চোখ থেকে পানি বেয়ে পড়ছে। সে খুব অবাক হলো। ‘কাঁদছে কেন?’
‘আমার নানু বলেছেন, কোরবানির আগের রাত্রে ফেরেশতারা নাকি গরুকে জবাইয়ের সংবাদ জানায়, স্বপ্নে ছুড়ি দেখায়। আজকের রাতই জীবনের শেষ রাত বুঝতে পেরে গরু কাঁদতে থাকে’, হৃদয় জানালো। সিয়ামের মনটা খুব খারাপ হয়ে গেলো। গরু কেন কাঁদে? গরুগুলো কি সারারাত ধরে কাঁদতে থাকবে?

উপরের এই কথোপকথন কাল্পনিক হলেও কোরবানির আগের রাতে গরুর কান্নার সাথে আমরা সবাই-ই পরিচিত। ফেরেশতা কর্তৃক জবাইয়ের খবর জানিয়ে দেয়ার এই ঘটনাও হয়তো শুনে থাকবে। কিন্তু গরু কি আসলেই কাঁদে? গরু কেন কাঁদে?

এ প্রসঙ্গে জানিয়ে রাখি, আমাদের দেশে যেরকম কোরবানির আগের রাতে গরুর কান্নার ঘটনা ঘটে, তেমনি উন্নত বিশ্বে যেখানে মাংস বিক্রির জন্য গরুকে আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ কসাইখানায় জবাই ও কাটাকুটি করা হয়, সেখানেও প্রায় একই গল্প প্রচলিত আছে। কসাইখানায় (ইংরেজিতে বলে স্লটারহাউজ) নেয়ার আগে সেখানকার গরুও নাকি চোখের পানি ফেলে। সম্ভবত সেখানকার গরুগুলোও আগেই মৃত্যুর সংবাদ পেয়ে শোকে কাতর হয়।

গরুকে মৃত্যুর এই সংবাদ জানিয়ে দেয়া বা কোরবানির আগের রাতে গরু কেন কাঁদে তার কোন ঐতিহাসিক দলিল রয়েছে কিনা এ বিষয়ে জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস মুফতী ফয়জুল্লাহর কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি নিজেও এ ধরণের গল্পের কথা শুনেছেন বলে জানিয়েছেন, কুরআন-হাদীসে এমন কোন ঘটনার উল্লেখ নেই। এটি মূলত লোকমুখে প্রচলিত একটি কাহিনী যার কোন ঐতিহাসিক সত্যতা নেই।

মুফতী ফয়জুল্লাহর এই বক্তব্যকে গ্রহণ করা যেতে পারে কারণ ফেরেশতারা যদি সত্যিই কোরবানির গরুকে আগের রাতে মৃত্যু সংবাদ জানিয়ে থাকেন তাহলে কুরআন-হাদীসে সেই ঘটনার উল্লেখ থাকতো। যেহেতু মানুষ গরুর কথা বুঝতে পারে না, সেহেতু গরুর কাছ থেকে এই তথ্য জানার সম্ভাবনাও নেই। সম্ভবত বহু আগে কোন দুষ্টু লোক কোন বুজুর্গের নাম ভাঙ্গিয়ে এই গল্প চালিয়ে দিয়েছিল যা শতাব্দীর পর শতাব্দী ধরে লোকমুখেই চলে আসছে।

তাহলে প্রশ্ন জাগে, কোরবানির আগের রাতে কিংবা কসাইখানায় যে গরুগুলোকে নিয়ে যাওয়া হয় সেই গরু কেন কাঁদে?

জানিয়ে রাখি, গরুর চোখে একটি রোগ হয়ে থাকে যার কারণে গরুর চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকে। একে অনেকে গরুর কান্না বলে মনে করলেও এটি মূলকত একটি অসুখ এবং নির্দিষ্ট চিকিৎসায় এই কান্না বন্ধ হতে পারে। কোরবানি বা কসাইখানায় যাওয়ার অনেক আগেই গরুর চোখে এই সমস্যা হতে পারে। সেক্ষেত্রে দ্রুত পশুর ডাক্তারের শরণাপন্ন হওয়াই মঙ্গল।

জবাইয়ের আগে গরুর কান্নার পেছনে চোখের অসুখ কারণ হিসেবে নেই। তাহলে গরু কেন কাঁদে? এই প্রসঙ্গে পশুপ্রেমী এবং গোশতপ্রেমীরা তাদের নিজ নিজ ধারণা চাপিয়ে দেয়ার চেষ্টা করে। পশুপ্রেমীদের একাংশের ধারণা – নিরীহ শান্ত এই প্রাণীটি ঠিক বুঝতে পারে আর এজন্যই কাঁদে। অন্যদিকে, গোশতপ্রেমীরা জোর গলায় বলে – গরুর এইসব অনুভূতিই নেই, সুতরাং গরু মনের দুঃখে কাঁদে এটা বোগাস কথা।

বিজ্ঞানীরা অবশ্য বলছেন, গরু অনুভূতিহীন নয়। গরু এবং অন্যান্য প্রাণীদের নিয়ে নানা গবেষণা শেষে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, গরুর নিজস্ব কিছু অনুভূতি রয়েছে। গরুও আনন্দিত হয়, ব্যথিত হয় কষ্ট পায়।

তাহলে কি গরু সত্যিই মনের দুঃখে কাঁদে? এ বিষয়ে বিজ্ঞানীরা অবশ্য মাথা নাড়েন। তারা বলেন, মানুষ ছাড়া প্রাণীজগতে আর একমাত্র একটি প্রাণীই রয়েছে যারা মনের দুঃখে অশ্রুপাত করে। সেই প্রাণীটি কিন্তু শিম্পাঞ্জি, গরিলা বা মানুষের সাথে সাদৃশ্য রয়েছে এমন কোন প্রাণী নয়। এই প্রাণীটি হলো স্থলের সবচেয়ে বড় শরীরের অধিকারী – হাতি।

জবাই হয়ে যাবে বুঝতে পেরে মনের দুঃখে গরু কাঁদে – এই ধারণাটা কিছুটা হাস্যকরও বটে। গরু যদি মানুষের সকল কথা বুঝতে পারতো তাহলে কি সে আর ‘গরু’ থাকতো? হয়তো জাতীয় সংসদ নির্বাচনে মানুষের প্রতিদ্বন্দ্বী হিসেবে দুই একটা আসনে জিতে সংসদে বসতো। অথচ কসাইরা বলে, চোখের সামনে অন্য গরুকে জবাই হতে দেখেও গরু কসাইয়ের আদর উপভোগ করে, জিহবা দিয়ে হাত চেটে দেয়। যদি সত্যিই বুঝতে পারতো তাহলে নিশ্চয়ই শিং দিয়ে গুতিয়ে কসাই ব্যাটার দফারফা করে দিতো, তাই না?

সুতরাং জবাইয়ের পূর্ব সংবাদ না পেলে এবং মনের দুঃখে না কাঁদলে গরু কেন কাঁদে? এই প্রশ্নের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো – গরুর প্রতি মানুষের আচরণ। কুরবানির আগে একেকটা গরু কঠিন প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যায়। নানা রকম শারীরিক কষ্ট তাকে সহ্য করতে হয়। তার উপর নাম নতুন পরিবেশ, নতুন মানুষ ইত্যাদি কারণে সে ভয় পায়। কসাইখানায় যাওয়ার আগেও একই ঘটনা ঘটে। এই শারীরিক কষ্ট সহ্য করতে না পেরে গরু কাঁদে – এর সাথে জবাইয়ের কোন সম্পর্ক নেই। অন্য সময়ও কষ্ট পেয়ে গরু কাঁদতে পারে। যেমন নিঃসঙ্গতা কিংবা বাছুর হারানোর শোকে গরু সশব্দে কাঁদে।

যেহেতু আমরা জেনে গিয়েছি যে জবাইয়ের সংবাদে গরু কাঁদে না – বরং শারীরিক কষ্টের কারণে কাঁদতে পারে, তাই আমাদের কাজ দুটো। এক, কোরবানির আগের রাতে ফেরেশতা কতৃক জবাইয়ের সংবাদ নিয়ে যে কাহিনী প্রচলিত আছে তার প্রচার না করা এবং দুই, গরুকে, বিশেষতঃ কোরবানির গরুকে, যথাসম্ভব কম কষ্ট দেয়া। এতে আমাদের কোরবানির ঈদ আরেকটু বেশি আনন্দদায়ক হবে আশা করি।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২৩ রাত ১১:০০

শূন্য সারমর্ম বলেছেন:



যদি প্লান করে পুরো গরু বাজারের সব গরুকে কাঁদানোর ব্যবস্থা করানো গেলেতো, অবস্থা বেগতিক হয়ে যাবে।

০২ রা জুলাই, ২০২৩ বিকাল ৫:১০

দারাশিকো বলেছেন: হা হা হা। ভাগ্যিস কাঁদানোর কথা বললেন, গুঁতানোর ব্যবস্থা করলে কি হবে ভাবেন একবার !

২| ২৮ শে জুন, ২০২৩ রাত ১১:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: প্রাণী হত্যা আমাকে পীড়া দেয়। ছোট বেলায় মুরগি জবাই করতে গিয়ে কান্না করে দিতাম দেখে একটা সময় পর আমি আর কখনো সেটা করিনি, পরিবারও কখনো আর চাপাচাপি করে নি। গরু কেন কান্না করে ঠিক জানি না, তবে ওদের জন্য আমার বেশ কষ্ট হয় তাই জবাইয়ের সময় আমি সামনে থাকি না। রাব্বুল আলামিন আমাদের প্রতি ঐ প্রাণীগুলোর প্রতি সদয় হোন এটাই চাওয়া। ঈদ মোবারাক।

০২ রা জুলাই, ২০২৩ বিকাল ৫:১৩

দারাশিকো বলেছেন: রাব্বুল আলামীন আপনার অন্তরে আরও শক্তি দিন। গরু-ছাগল-হাঁস-মুরগি-মাছ ইত্যাদি খাদ্যবস্তু জবাই ও কাটাকুটি সহ্য করার ক্ষমতা দিবেন ইনশাআল্লাহ। ঈদ মোবারক।

৩| ৩০ শে জুন, ২০২৩ রাত ১২:২৭

কামাল১৮ বলেছেন: এটা সুখের কান্না।বেহেস্তে যাবে সেই সুখে

০২ রা জুলাই, ২০২৩ বিকাল ৫:১৪

দারাশিকো বলেছেন: অজ্ঞতাপ্রসূত মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৪| ০৩ রা জুলাই, ২০২৩ ভোর ৫:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



গরু কেনো কাঁদে আমার জানা নেই। আপনার দেওয়া তথ্য আমিও শুনেছি, তবে এর কোনো দলিল দস্তাবেজ নেই। তবে গরু সহ গৃহপালিত প্রতিটি পশু আমাদের মোটামোটি বুঝতে পারে। আপনার লেখাটি আমি প্রিয়তে রাখছি - এই বিষয়ে আমার ব্যক্তিগত চিন্তা ও অভিজ্ঞতা আমি সময় ও সুযোগ করে লিখবো।

ভালো প্রসঙ্গে লিখেছেন। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

০৩ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

দারাশিকো বলেছেন: ধন্যবাদ ঠাকুরমাহমুদ। লিখলে কষ্ট করে লিংক দিবেন, চোখে না পড়ার ঝুঁকি এড়ানো যাবে তাহলে।

ভালো থাকবেন, নিরন্তর শুভকামনা :)

৫| ০৩ রা জুলাই, ২০২৩ সকাল ১০:২৪

রানার ব্লগ বলেছেন: পৃথীবির সকল গরু প্রতিদিন চোখের পানি ফেলে কারন গরুর নিজের হাত নেই যে তার চোখের ময়লা সাফ করবে । চোখে জমা ময়লা এই পানির মাধ্যমে পরিষ্কার হয়ে যায় । ইহা সকল চার পায়া প্রানীর জন্য নিত্ত নৈমিত্তিক ঘটনা।

ফেইসবুক লিংক টা এর সাথে জুড়ে দিলে তথ্য সুত্র খানা পাওয়া যেতো ।

০৩ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৩

দারাশিকো বলেছেন: চমৎকার কথা। বাকী পশু-পাখিদেরকে এভাবে কাঁদতে দেখার অভিজ্ঞতা হয় নাই।

ফেসবুকের লিংকের বিষয়টা ঠিক বুঝি নাই ব্রাদার, স্যরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.