![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন সময় এসেছে না বলা কথা গুলো বলে বধীর মানুষের বধীরতা ঘোঁচানো, এখন সময় এসেছে আলোর বাঁধ ভাঙ্গার। যে আলোয় অন্ধকারগামী মানুষ চলতে শিখবে। আমি ভীতু, আমার গলার স্বরও নরম। আমি বলতে সাহস করবনা বললেও কেউ শুনতে পাবেনা। যাদের সাহস আছে, যাদের গলা উঁচু আছে তাদেরকে সমবেত স্বরে বলতে হবে। আলোর বাঁধ ভেঙ্গে দাও! অন্ধকারকে হটাও!
=> একটু না হয় ভূল করেই বসলাম, তাতে সমস্যা কোথায়? সুন্দর এই পৃথিবীতে মানুষ ক’দিনই বা বাঁচবে! সুন্দর এই ধরনীতে ভালবাসার পাবার জন্য যদি একটু আধটু ভুল না করা হয়, সেটাই হবে বড় ভুল?
=> কিন্তু ভালবাসা পাবার জন্য যদি ভালাবাসা হারানোর মত ভুল করা হয়, সেই ভুল করাটা কি ভুল হবে না?
=> না! তোমার সাথে ভুলের আলোচনা তোলাটাই ভুল হয়েছে!
=> এই, তুমি কিন্তু আবার ভুল করছো, তুমি আমাকে কথা দিয়েছো তুমি এত সহজে রেগে যাবার মত ভুল করবে না।
=> উফ; এ তো আর এক যন্ত্রণায় পড়ে গেলাম, ভুল করেও কি একটু ভুল করা যাবে না?
ওহ্, সরি সরি, আমি যা লিখতে চেয়েছিলাম তা না লিখে ভুল করে অন্য কিছু লিখে ফেল্লাম। তা হোক না, সমস্যা কোথায়, ভুলের মাঝে যদি ভালবাসা থাকে, প্রেম থাকে, মজা থাকে সে ভুল করলে ভুল হয় না। তেমনি ভাবে ভুল বিহীন গল্পও ভাল না, কবিতায় ভুল থাকলে আর কিছু না হোক অন্তত: অন্তমিলকে মাঝে মাঝে দূরাবাস্থায় ফেলে দেয়। লেখাটায় যেমন ভুল করে নয় ইচ্ছে করেই অনেকগুলো ভুল শব্দ ব্যবহার করা হয়েছে।
প্রকৃতপক্ষে লেখাটাকে জীবিনের প্রতিবিম্ভ হিসাবে প্রতিলিপিত হয়েছে। ভুল শব্দ ছাড়া যেমন লেখাটা লেখা সম্ভব হয়নি। তেমনি ভাবে ভুল ছাড়া একটা পুরা জীবন কে কল্পনা করাটাই হবে বড় ভুল। ভুলের সাথে প্রেম, প্রেমের সাথে ভুল, জীবনের সাথে ভুল, ভুলের সাথে জীবন যখন সবগুলো একাকার হয়ে যাবে, তখনই কেবল ভুলের কুপ্রভাবমুক্ত ভুলযুক্ত মধুর জীবন হতে পারে।
একটু না হয় ভূল করেই বসলাম, তাতে সমস্যা কোথায়? সুন্দর এই পৃথিবীতে মানুষ ক’দিনই বা বাঁচবে! সুন্দর এই ধরনীতে ভালবাসার পাবার জন্য যদি একটু আধটু ভুল না করা হয়, সেটাই হবে বড় ভুল?
=> কিন্তু ভালবাসা পাবার জন্য যদি ভালাবাসা হারানোর মত ভুল করা হয়, সেই ভুল করাটা কি ভুল হবে না?
=> না! তোমার সাথে ভুলের আলোচনা তোলাটাই ভুল হয়েছে!
=> এই, তুমি কিন্তু আবার ভুল করছো, তুমি আমাকে কথা দিয়েছো তুমি এত সহজে রেগে যাবার মত ভুল করবে না।
=> উফ; এ তো আর এক যন্ত্রণায় পড়ে গেলাম, ভুল করেও কি একটু ভুল করা যাবে না?
ওহ্, সরি সরি, আমি যা লিখতে চেয়েছিলাম তা না লিখে ভুল করে অন্য কিছু লিখে ফেল্লাম। তা হোক না, সমস্যা কোথায়, ভুলের মাঝে যদি ভালবাসা থাকে, প্রেম থাকে, মজা থাকে সে ভুল করলে ভুল হয় না। তেমনি ভাবে ভুল বিহীন গল্পও ভাল না, কবিতায় ভুল থাকলে আর কিছু না হোক অন্তত: অন্তমিলকে মাঝে মাঝে দূরাবাস্থায় ফেলে দেয়। লেখাটায় যেমন ভুল করে নয় ইচ্ছে করেই অনেকগুলো ভুল শব্দ ব্যবহার করা হয়েছে।
প্রকৃতপক্ষে লেখাটাকে জীবিনের প্রতিবিম্ভ হিসাবে প্রতিলিপিত হয়েছে। ভুল শব্দ ছাড়া যেমন লেখাটা লেখা সম্ভব হয়নি। তেমনি ভাবে ভুল ছাড়া একটা পুরা জীবন কে কল্পনা করাটাই হবে বড় ভুল। ভুলের সাথে প্রেম, প্রেমের সাথে ভুল, জীবনের সাথে ভুল, ভুলের সাথে জীবন যখন সবগুলো একাকার হয়ে যাবে, তখনই কেবল ভুলের কুপ্রভাবমুক্ত ভুলযুক্ত মধুর জীবন হতে পারে।
©somewhere in net ltd.