নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হটাৎ একদিন

দেবাশীষ

আসিবে যাহা লিখিব তাহা মনের গহিন হতে

দেবাশীষ › বিস্তারিত পোস্টঃ

আমরা কি পারি না ওর প্রান বাচানোর জন্য একটু হাত বাড়িয়ে দিতে

১০ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:৫৯



আমরা সবাই বাচতে চাই।কেউ চাই না এই সুন্দর পৃথিবী ছেড়ে বিদায় নিতে।তবুও আমাদের যেতে হয় এক

অজানা গ্রহে,হয়ত সেখানে আছে অনাবিল আনন্দ নতুবা নরকীয় যন্ত্রনা।আর এর সবই নির্ভর করে আমাদের

কর্মফলের উপর কিন্তু যেখানে তার কর্মফল কি সেটাই বোঝার বয়স হয় নি সে কেন বিদায় নিবে এই পৃথিবী থেকে।

আমাদের মাঝ থেকে বিদায়ের পথে আমাদেরই এক ছোট ভাই,আমাদেরই বন্ধু যার বিদায় বলে দিবে "কর্মফল বড়

কথা নয় ,আমাদের এই সমাজে গরিবের কোন অধিকার নেই বেচে থাকার তারা শুধু দিতে এসেছে,নিতে নয়"।আর আমরা কি

চাই এটা সত্য হোক?আমাদের অপরিসীম দয়ায় সুচিকিত্‌সার মাধ্যমে অনেকে প্রান ফিরে পেয়ে উপভোগ

করছে বেচে থাকার আনন্দ।আজ আমরা কি পারি না আর একটি প্রান বাচিয়ে দিতে?তার নাম রথীন্দ্রনাথ,আর সব থেকে বড় কস্টের

বিষয় সে পায়ের সমস্যার জন্য ঠিকমত হাটতে পারে না,আর তারই হল"vistim of POLIEO"।আর তার চিকিত্‌সার জন্য দরকার ৫ লক্ষ টাকা।

যার টাকার অভাবে নিজের পায়ের চিকিত্‌সাই হয় নি সে বাচবে কিভাবে?আমরা কি পারি না তার জীবনের আলো ফিরিয়ে দিতে।

তাহলে সাহায্য পাঠান নিম্নের ঠিকানায়।আপনার এতটুকু সাহায্যে বাচবে একটি প্রান,একটি স্বপ্ন।





Rathindra Nath Mondol,

A/C-7654, Solaimanlipi Bank,

Ruet

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.