![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে।।।
১। এ্যায়ী এ্যায়ী (Aye-Aye)
OMG!! প্রাণিটিকে দেখে তো প্রথমে আমিও ভয় পেয়ে গিয়ে ছিলাম। এ্যায়ী এ্যায়ী হচ্ছে মূলত ইদুঁরের প্রায় সম গোত্রীয় প্রাণী। এদের আবাস মূলত মাদিগাস্কার দ্বীপে। এদের নখ এতই ধারালো ও মজবুদ যে বড় বড় গাছ কেটে ফেলতে সক্ষম এরা।
২। ব্লব ফিশ (Blob Fish)
এরা সাধারণত অস্ট্রলিয়া সংলগ্ন প্রশান্ত মহাসাগরে বসবাস করে। এরা অত্যন্ত অদ্ভুত প্রাণী। পানির ভিতরে অবস্থান কালে এদের আকৃতি এক রকম এবং পানির বাইরে বের করে আনলে আরেক রকম। পানির ভিতরে এদের দেখতে প্রায় মাছের মতই। কিন্তু পানির বাইরে এরা বিশ্বের সবচেয়ে কুৎসিত প্রাণী।
৩। ওকাপি (Okapi)
ওকাপি প্রাণীটি দেখতে হলে আপনাকে চলে যেতে হবে কঙ্গোর উত্তর-পশ্চমাঞ্চলের রেইন ফরেস্টে গুলোতে। এটি হচ্ছে জিরাফের সমগোত্রীয় প্রাণী। কিন্তু এর জেব্রার পা কোথা থেকে আসল? এরা লাজুক প্রকৃতির প্রাণী যার জন্যই একে ১৯৯০ এর আগে আবিষ্কার করা সম্ভব হয় নি। কিন্তু ধারণা করা হয় এদের বয়স বাঘের থেকেও বেশি।
৪। অ্যালপাসা (Alpaca)
এই প্রাণিটিকে তো আমার স্বপ্নের পঙ্খীরাজের ঘোড়ার মত লাগছে।কিন্তু এরা ভেড়ার সমগোত্রীয়। এদের লম্বা গলা এদের স্বন্ত্রত্রতা দিয়েছে। এদের মূলত বৃহত্তর আমেরিকা মহাদেশে পাওয়া যায়। এদের শরীর থেকে প্রাপ্ত পশম ব্যবহার করে পৃথিবীর সবচেয়ে দামি উল প্রস্তুত করা হয়।
৫। এক্সলোটল (The Axolotl)
এদের মেক্সিকোতে দেখতে পাওয়া যায়। এরা তাদের শরীরের সমস্ত অঙ্গ পুনরুৎপাদন করতে সক্ষম। যার কারণে এদের মূলত বৈজ্ঞানীক গবেষণার কাজে সবচেয়ে বেশি ব্যবরহৃত হয়। আশ্চর্যের এদেরকে বিভিন্ন দেশে শখ করে পালনও করা হয়।
৬। প্রবোসকিস বাঁনর (Proboscis Monkey)
বলার অবকাশ রাখে না যে, এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এদের বিশাল নাক(মুলত পুরুষদের)। এদের যত বয়স বাড়ে নাক আরো বেশি লম্বা হতে থাকে। একমাত্র বর্ণীয় দ্বীপে এদের পাওয়া যায়। এরা বিলুপ্ত প্রায় প্রাণী।
৭।The Babisura
-------------------------------
দীপ
০৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৪
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন।।
২| ০৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
সৌরভ ঘোষ শাওন বলেছেন: অ্যালপাসাটা ভাল্লাগছে
০৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৭
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: আমারও প্রাণিটাকে অত্যন্ত ভালো লেগেছে। পুরো পঙ্খীরাজের ঘোড়ার মত। ইশ! যদি পাখাটা থাকত!
ধন্যবাদ জানাই।
৩| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৭
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন:
প্রাণীটির নাম ডুগোং
৪| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২২
চাঁদগাজী বলেছেন:
মানুষের ভুলের কারণে অন্য প্রাণী জগৎ ছোট য়ে আসছে
০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৫
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: একদম সত্যি কথা বললেন।
এভাবে চলতে থাকলে কিছুদিন পর দেখবেন পৃথিবীতে মানুষছাড়া আর কোনো প্রাণী নেই।
৫| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩১
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: এক্সলোটল দেখতেও সুন্দর।
০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৩
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন:
আপনার জন্য একটি হাসজ্জ্বল এক্সলোটল
৬| ০৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
রামন বলেছেন: Click This Linkএই পোস্টে আরও কিছু কিম্ভুতকিমাকার প্রাণী পাবেন।
০৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ধন্যবাদ
৭| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৯
সুমন কর বলেছেন: আসলেই অদ্ভুত সব প্রাণি। ২ আসলেই বিশ্রী !!
এ ধরনের পোস্টে উৎস দেবার প্রয়োজন।
০৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৪
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন:
আসলে অনেক গুলা ওয়েবসাইট ঘেটে এবং কিছু বই পড়ে পোষ্টটি দেয়েছি, তাই উৎস দেয়া সম্ভব হচ্ছে না।।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
aikhraijb বলেছেন: ভা্ল লাগলো....