নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি বিজ্ঞানকে।। তাই বিজ্ঞান নিয়ে সকল পোষ্ট করার চেষ্টা করি।।

দীপংকর চক্রবর্ত্তী

যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে।।।

দীপংকর চক্রবর্ত্তী › বিস্তারিত পোস্টঃ

:-B :-B ফুটেছে বিশ্বের সবচেয়ে বড় ফুল :-B :-B

২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬







বিশ্বে প্রতিনিয়ত নানান রকমের ফুল ফুটছে বিশ্বের বড় বড় বাগান গুলোতে। কিন্তু এবার এক অভিনব খবর প্রকাশ হলো জাপান থেকে। সবচেয়ে পুরানো ও বড় প্রজাতির ফুল ফুটেছে জাপানে। টাইটান আরুম নামের এই বিশালাকার ফুলটি দেখতে জাপানের টোকিওর একটি পার্কে ভিড় করছে শত শত মানুষের।



পাঁচ বছরে প্রথমবারের মতো ফুটেছে এই ফুল। এর আগে আনেক ফুন ফুটেছে কিন্তু এর মতো আকারে এতো বড় ফুল আর একটাও ফুটেনি। প্রায় দুই মিটার বা সাড়ে ছয় ফুট উচ্চতার এই ফুলটি কদাচিত ফোঁটে বলে বিশষজ্ঞদের ধারণা। গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম এই ফুল ফুটেছে। তবে ফুলটি দেখতে যাই হোক, এর গন্ধ খুব বিদঘুটে। পচা মাংসের গন্ধ এটিতে। এজন্যে এটির আরেক নাম ‘শব ফুল’।
ফোঁটার পর ফুলটি দেখার জন্য আগ্রহী শত শত দর্শনার্থীর কথা ভেবে জিন্দাই বোটানিকাল কর্তৃপক্ষ প্রদর্শনীর সময় বাড়িয়েছে।

জাপানের কিয়োডো সংবাদ সংস্থার খবরে বলা হয়, এই ফুল প্রস্ফূটিত অবস্থায় এক-দুই দিনের বেশি থাকেনা। এই সময় এই ফুল থেকে আনেক ফুলের আঙ্কুরিত হয়ে থাকে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ হলো এই ফুলের প্রজাতির আদি নিবাস।
এর বৈজ্ঞিনিক নাম ""Amorphophallus titanum"" এর অর্থ এখানে বলার যোগ্য না :P । পাঠকরা নিজ দায়িত্বে বের করে নিবেন। আমি ইংরেজিতে দিচ্ছি It means misshapen giant penis.

সুমাত্রায় সমুদ্রপৃষ্ঠের ৪০০ থেকে ১২০০ ফুট উচ্চতায় পাহাড়ের ধাপে জন্মায় এই ফুলের গাছ। এটি এখন বিলুপ্তির পথে। ১৮৭৮ সালে সর্বপ্রথম সুমাত্রা দ্বিপে ফুলটি আবিষ্কৃত হয়।

১।

২।

..........................কি যে মধুর গন্ধ পেয়েছে এরা নাক পাতিয়ে শুকছে!!...........................

৩।
...................................ফুটার আগে বিভিন্ন পর্যায়................................

৪।

৫।

৬।

৭।

৮।

দেখে নিতে পারেন ভিডিওটা.....

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই অন্য রকম

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫২

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ধন্যবাদ!!!

২| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ৮:০৩

সরষে ফুল বলেছেন: ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু!

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:০৯

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: :)

৩| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


বাইওলোজীর লোকেরা ইহার আকার ছোট করতে পারে না?

২৫ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৭

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ছোট করার দরকার কি। এভাবেই সুন্দর দেখাচ্ছে।



তবে তারা যদি ফুলটার দুর্গন্ধের পরিবর্তে সুগন্ধ দিতে পারত!! :`>

৪| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ৮:৩৩

মায়াবী রূপকথা বলেছেন: বাবারে, এত্ত বড়!

২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:১২

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: বলতে পারেন এই প্রথম ফুল দেখে ভয় পেলাম!!

৫| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪২

যোগী বলেছেন:
বাড়ির পাশে আরশীনগর দেখা হয় নাই।

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১১:১০

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: দেখতে চলে যান!!

৬| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৬

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাই, এইটা কি সবজি হিসেবে খাওয়া যায়? ;)

৭| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:২০

জেন রসি বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: ভাই, এইটা কি সবজি হিসেবে খাওয়া যায়? ;)

গুরুত্বপূর্ণ প্রশ্ন!!!!

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৭

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: খাওয়া তো দুরের কথা, ওর ধারে-কাছে গেলে দুর্গন্ধে বাঁচতে পারবেন না।


আর খাওয়ার ইচ্ছা আছে?? :`>

৮| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:২০

শতদ্রু একটি নদী... বলেছেন: চায়নায় রপ্তানি দ্যান ভাই। ওরা সব খাইতে পারে। ওদের খাবারের দোকানের আসেপাশে দিয়া যাওয়া যায়না দুর্গন্ধে

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৯

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: প্রস্তাবটা মন্দ না।


যে জাতি ভয়ঙ্কর সব অখ্যাদ্য খেতে পারে, তাদের জন্য এটি খাওয়া কিছুই না!!

৯| ২৬ শে জুলাই, ২০১৫ ভোর ৬:২৫

মাসূদ রানা বলেছেন: :)

২৬ শে জুলাই, ২০১৫ ভোর ৬:৩০

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: আপনাকে টাইটান আরুম ফুলের শুভেচ্ছা B-)

১০| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৭:০৬

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: নুন্টুর মতো দেখতে :-P

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৮:০৮

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: :`>:`>:`>:`>:`>:`>:`>:`>



শরম পাইছি:`>:`>:`>:`>:`>:`>:`>

১১| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৬

সুমন কর বলেছেন: পত্রিকায় আগে পড়েছিলাম, আজ আবার পড়ে গেলাম।

শুভ দুপুর।

২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২৪

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন:

১২| ২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৫

রাবার বলেছেন: বাপরে কত বড় ফুল ভাই B:-)

২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৭

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-))

১৩| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১২:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: বিধাতার কি বৈচিত্র্যময় সৃষ্টি!!!!!
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা!!

১৪| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩১

মহান অতন্দ্র বলেছেন: অনেক বড় ফুল। দেখবার সুযোগ করে দেবার জন্য লেখককে ধন্যবাদ।

১৫| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৯

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: =p~

১৬| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৯

প্রামানিক বলেছেন: সত্যিই অন্যরকম

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৪

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

সুলতানা রহমান বলেছেন: পড়তে পড়তে ভাবছিলাম সবাই মনে হয় নাকে রুমাল বেঁধে ফুল দেখছে। পরে দেখি লিখা, 'কি যে মধুর গন্ধ পেয়েছে ………
এই ফুলটা দেহি আমার চেয়ে কত্ত লম্বা …

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.