নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি বিজ্ঞানকে।। তাই বিজ্ঞান নিয়ে সকল পোষ্ট করার চেষ্টা করি।।

দীপংকর চক্রবর্ত্তী

যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে।।।

দীপংকর চক্রবর্ত্তী › বিস্তারিত পোস্টঃ

ভ্রমণ »ছবি ব্লগ-- ঘুরে আসলাম American Museum of Natural History (পর্ব- ১) :D

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩০






সকাল ১১টা! টুপটুপ বৃষ্টির মধ্যে বাঙ্গালির ঐতিহ্য পাঞ্জাবী পরে নেমে পড়লাম নিউইয়র্কের রাস্তায়। ম্যানহাটনে সাধারণত কাউকেই পাঞ্জাবী পরতে দেখা যায় না।(যদিও ব্রংক্সে পাবেন) তাই রাস্তাঘাটে মানুষের চোখ ফিরিয়ে বার বার আমার পাঞ্জাবীর দিকে তাকানোটা বেশ উপভোগই করছিলাম। ট্রেন ধরে ৮১স্ট্রীট সাবওয়েতে এসে নামলাম। ট্রেন স্টেশনটা ছোটখাটো একটা মিউজিয়াম এর মত লাগছিল, কারণ চারদিকে খোদাইকরা চমৎকার দৃশ্য। যাই হোক এখানে এসেই বেশ উত্তেজিত অনুভব করছিলাম কারণ যদি ট্রেন স্টেশনটাই এমন হয় তাহলে না জানি মিউজিয়ামটা কতো ভালো হবে। ভেতরে বিশাল লাইন। একদিকে সামার এর ছুটি আর অন্যদিকে সাপ্তাহিক ছুটির দিন। সব মিলিয়ে ঘুরার জন্য উপযুক্ত সময়। চাইনিজ এবং রাশিয়ার মানুষের উপস্থিতিটা একটু বেশিই চোখে পরছিল। টিকেট মোবাইলের মাধ্যমে অনেক আগেই কিনে রেখেছিলাম তাই লাইনে দাঁড়ানোর মতো বিরক্তিকর কাজটা করা লাগলো না। বেশ সস্তাই মনে হচ্ছে এখন ঘুরার পর, যদিও কেনার সময় হাত কাঁপছিলো দাম শোনে।


মিউজিয়ামে প্রবেশ করার পরই Barosaurus নামক তৃণভোজী ডাইনোসর তার অতিকায় গলা প্রসারিত করে স্বাগত জানাবে আপনাকে। আর এর পাদদেশে দেখতে পাবেন সর্বশেষ বরফযুগের দুর্লভ পাথর।







প্রবেশ করার পর প্রথমেই পাওয়া যাবে এশিয়ান স্তন্যপায়ী প্রাণী। হাতি, হরিণ, ওকাপি সহ আরো অনেক।




২৪৫ মিলিয়ন বছর আগে জন্ম নেওয়ার ডাইনোসর মিউজিয়ামের অন্যতম মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। ডায়নোসর গুলো তাদের বিশাল আকার আকৃতির জন্য পৃথিবীর অন্য প্রাণীদের উপর বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। যদিও তারা ৬৬ মিলিয়ন বছর পূর্বে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু বর্তমানে মিউজিয়ামের এর কাছে ডাইনোসরের এখনো অবলুপ্ত হয় নি। তারা প্রতিনিয়ত বিভিন্ন গবেষণা করে যাচ্ছে। বেশ আশ্চর্যজনক সত্য যে মিউজিয়ামের বেশিরভাগ ডাইনোসরের ফসিল গুলো প্রদর্শনের জন্য রাখা হয় না এগুলো মিউজিয়ামের অত্যাধুনিক ল্যাবে বিশেষভাবে গবেষণার জন্য সংরক্ষিত করে রাখা আছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালওয়ের সাথে ভালো সম্পর্ক থাকায় ল্যাবগুলো দেখার সৈভাগ্য হয় আমার। এযেনো এক ভিন্ন দুনিয়া। খুবই অল্পসংখ্যক ডাইনোসর বাইরে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা রয়েছে।





উপরের ছবিটি হলো Titanosaur নামে এক বিশাল ডায়নোসর। অতিকায় আকৃতির জন্য মিউজিয়ামের ৪র্থ তলার মূল আকর্ষন এটিই। অতিকায় এই কঙ্কালটি ১২২ ফুট লম্বা এবং উচ্চতায় ৪৬ ফুট(যার মধ্যে শুধুমাত্র ঘাড়টাই ৩৯ ফুট) উচ্চতা আসলে কতটুকু বিশাল তা আরো ভালো করে বুঝতে হলে উদাহরণ হিসেবে বর্তমানে সবচেয়ে উঁচু স্থলচর প্রাণী জিরাফের কথা বলা যায়, যার গড় উচ্চতা ১৬-২০ ফুট। (যা কঙ্গালটির ঘাড়ের উচ্চতা থেকেও খাটো।) এতো বিশালকার কঙ্গালটির পুরো ছবি ক্যামেরা দিয়ে তোলা প্রায় অসম্ভব। তাই নিচের ভিডিওটি দেখতে পারেন




উপরের কঙ্কালটি একটি ম্যামথ এর, বর্তমানে বিলুপ্ত। এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকায় প্রায় ৫ মিলিয়ন থেকে ৪,৫০০ বছর পূর্বে বসবাস করত।




উপরের ছবিটি হচ্ছে Giant Sequoia Tree নামক একটি গাছের কাণ্ডের। কাটাও আগে পর্যন্ত গাছটি ১৪০০ বছর বেঁচে ছিলো। গাছটি লাগানো হয় ৫০০ খ্রিস্টাব্দ এবং কাটা হয় ১৮৯১ খ্রিস্টাব্দে। মিউজিয়ামের জন্য গাছের এই অংশটি ক্যালিফর্নিয়া থেকে সংগ্রহ করা হয় এবং গাছটি প্রায় ৩০০ ফুট লম্বা ছিলো!



বেশ আকর্ষনীয় দেখতে।





পুরো মিউজিয়াম ঘুরে আমার সবথেকে ভালো এটাই লেগেছে। ;)


সূর্যে আমার ওজনঃ : :|


ধাঁধাঃ বলতে হবে ছবিটা আসল না নকল। আর পিছনের পানিও কি আসল না নকল?


আর এ হচ্ছে আমার বন্ধু। দেখতে অনেকটা আমার মতো।
বিশাল মিউজিয়াম। তাই বেশ কয়েকটা পর্ব করার ইচ্ছা। সময় স্বল্পতার জন্য বেশি লেখাও সম্ভব হলো না।

মন্তব্য ৩৯ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৬

পলক শাহরিয়ার বলেছেন: ভাল লেগেছে। আমেরিকা গেলে যেতে হবে এখানে।

২| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৮

স্রাঞ্জি সে বলেছেন: এই সব দেখে কী লাভ।। শুধু শুধু মনে আফসোস করি। কবে দেখব স্বচোখে।

বেশ আকর্ষণীয় দেখতে, ছবি গুলো কি ধরণের।

ধাঁধাঃ- এটা নকল কিন্তু পানি গুলো আসল।।

৩| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০০

আরণ্যক রাখাল বলেছেন: আপনার সাথে সাথে আমাদেরও বেশ একটা ভ্রমণ হয়ে গেল। শুনেছি, সে সব জাদুঘরগুলো অতিকায়৷ পড়েছিও ওদের নিয়ে। কয়েকটা পর্বে লিখবেন জেনে ভাল লাগল।
শুভকামনা রইল আপনার জন্য

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১০

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: অতিকায় ধরণের ধন্যবাদ রইলো আপনার জন্য।

৪| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর। দারুণ উপভোগ্য হল আমাদের জন্যও। উপরে পাঞ্জাবী গায়ে আপনার ছবিটির সঙ্গে সর্বশেষ ছবিটির সঙ্গে দারুণ মিল পেলাম। বন্ধু বটেই। হা হা হা।
ধাঁধার উত্তর, দুটিই নকল।


শুভকামনা রইল।


২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৮

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: অসংখ্য ধন্যবাদ।


পানি আর প্রাণী দুটোই নকল। কিন্তু সামনে থেকে একদম জীবন্ত মনে হচ্ছিলো।



৫| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৭

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! চমৎকার

৬| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫২

সজল_ বলেছেন: দারুন ;)

৭| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৫

খালেদা শাম্মী বলেছেন: এককথায়, দারুণ!

৮| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

৯| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫০

শায়মা বলেছেন: বাহ! অনেক ভালো লাগা! :)

১০| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: বাহির থেকে তোলা মিউজিয়ামের ছবিটা কেমন যেন ভৌতিক লাগছে......ধাঁধাঁর উত্তর জানিনা, বলে দিন।

১১| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪২

আল আমীন প্‌রিয় বলেছেন: অনেক ভাল লেগেছে ।

১৩ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:৪৬

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: দেরীতে হলেও ধন্যবাদ জানবেন।

১২| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৭

কাওসার চৌধুরী বলেছেন:



ভালো লাগলো +++

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৩

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১৩| ২৭ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:২৫

অনল চৌধুরী বলেছেন: সব যাদুঘরে ছবি তোলা যায় না।এখানে যায়।এটা ভালো।

আদীবাসীদের উপর সাদাদের অত্যাচারের উপর কোন ছবি দিলে ভালো হতো,যারা ছিলো এইদেশের আসল মালিক।

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:০৮

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ধন্যবাদ।

আপনি আমার পরবর্তী পর্বের স্পয়লার করে দিলেন। এই যাদুঘরে যদিও খুব একটা বেশি সাদাদের অত্যাচার তূলে ধরার চেষ্টা দেখি নাই, তারপরও আছে।

১৪| ২৭ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:০২

কলাবাগান১ বলেছেন: New York এর American Museum of Natural History এর চেয়ে বহু গুন বড় ওয়াশিংটন ডিসির ন্যশানাল Museum of Natural History সহ আরো ১০ টা মিউজিয়াম যেখানে ১ সপ্তাহ লাগে পুরাটা দেখতে (শুধু এ্যারোস্পেস মিউজিয়াম লাগে পুরা দুইদিন)...পুরা টাই ফ্রি..... সরকারী....

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:০৫

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ধন্যবাদ তথ্যের জন্য।


চেষ্টা থাকবে এগুলোও দেখে আসার। :``>>

১৫| ২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০৬

কলাবাগান১ বলেছেন: অনল চৌধুরী কে বলছি... আরবদের পক্ষে কথা বলার জন্য সময় ব্যয় না করে একটু খুজলেই আমেরিকার ন্যশনাল মিউজিয়াম অফ নেঠিভ আমেরিকান , ন্যাশনাল মিউজিয়াম অফ আফ্রিকান আমেরিকান কে খুজে পেতেন...

১৬| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০১

অব্যক্ত কাব্য বলেছেন: দেখে নিলাম

১৭| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৭

সুমন কর বলেছেন: লেখা আর ছবি মিলিয়ে পোস্টটি সুন্দর হয়েছে।
উ: নকল।

* প্রতি উত্তর ক্রমান্নয়ে দেয়া উচিত।

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।


পানি আর প্রাণী দুটোই নকল। কিন্তু সামনে থেকে একদম জীবন্ত মনে হচ্ছিলো।



১৮| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৯

তারেক ফাহিম বলেছেন: উপভোগ্য পোষ্ট +

উঃ নকল

১৯| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: চমৎকার ছবি ব্লগ পোষ্ট। বিশেষ করে হাতির ছবি গুলো।

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৫

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: জীবন্ত হলে হয়তো ততোটাও ভালো হতো না। ;) অসংখ্য ধন্যবাদ। জানবেন।

২০| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১১

শিখা রহমান বলেছেন: ছবিগুলোর সাথে বর্ণনাও ভালো লেগেছে। শুভকামনা। :)

১৩ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:৪৯

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন:



অসংখ্য ধন্যবাদ। সময় হলে দ্বিতীয় পর্বটাও দেখে আসতে পারেন। :D

২১| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৭

মোস্তফা সোহেল বলেছেন: ছবি ব্লগ ভাল লেগেছে।

২২| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ বর্ণনা আর ছবি--- খুবই মুগ্ধভরা মনে পড়লাম
উঃ দুটোই নকল

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৪

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: একদম সঠিক।। কিন্তু সামনে থেকে একদম জীবন্ত মনে হচ্ছিলো।

২৩| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১০

অনল চৌধুরী বলেছেন: কলাবাগান১ বলেছেন: অনল চৌধুরী কে বলছি... আরবদের পক্ষে কথা বলার জন্য সময় ব্যয় না করে একটু খুজলেই আমেরিকার ন্যশনাল মিউজিয়াম অফ নেঠিভ আমেরিকান , ন্যাশনাল মিউজিয়াম অফ আফ্রিকান আমেরিকান কে খুজে পেতেন... [/sb-অামি কারো পক্ষে বা বিপক্ষে কিছু বলিনা।
সবসময় সত্যের পক্ষে বলি ,যা অনেকেরই ভালো লাগে না।কারণ প্রবাদই আছে,Truth hurts and Bitter truth.

২৪| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ হয়েছে।

২৫| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জাস্ট ওয়াও!!! +++

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৯

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন।

২৬| ২৯ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৫২

চাঙ্কু বলেছেন: চমৎকার ছবি ব্লগ। ধাঁধার উত্তর কেউ দিল না। আফসুস

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১২

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: পানি আর প্রাণী দুটোই নকল। কিন্তু সামনে থেকে একদম জীবন্ত মনে হচ্ছিলো।

২৭| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৮

এলিয়ানা সিম্পসন বলেছেন: কলাবাগান১, You should meet with me next time I go to DC lol

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.