নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এরশদ মাজমাদার

I am a divine poet. I live in soul,not in body. Body is greedy and full of lust and desires destined to dust.

এরশদ মাজমাদার › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র ও বাংলাদেশ

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২০

বাংলাদেশের প্রথম সরকার ছিল অনির্বাচিত। বংগবন্ধুর সরকার। তিনি ছিলেন মহা জনপ্রিয় একজন নেতা। প্রথম সরকারের সংসদ সদস্যরা ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের জন্যে ৭০ সালে নির্বাচিত। ৭৩ এ নির্বাচনে বংগবন্ধু পেয়েছিলেন ৩শ’ সীটের মধ্যে ২৯৩ সীট। সবাই বংগবন্ধুকে বুঝিয়ে ছিলেন, কম সীট পেলে জন সাধরন মনে করবে বংগবন্ধুর জনপ্রিয়তা কমে গেছে। বেশী জনপ্রিয়তার কারণেই তিনি একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছিলেন। দেশের সব মানুষ এই দলের সদস্য। সাংবাদিকরা বুকে পোস্টার ঝুলিয়ে একদলে যোগ দিয়েছিলেন। এর পরেতো মিলিটারী শাসন। ৯০ থেকে আবার রাজনৈতিক দলের শাসন। কিন্তু গণতন্ত্র চলেনা। থেকে যায়। লাগে লগি বৈঠার আন্দোলন। লাগে সেনাবাহিনীর সরকার। সেই সরকার দেশবাসীকে উপহার দিয়েছেন মহাজোটের সরকার। ২৬০ সিট। এখন লগি বৈঠা নাই। এখন জামাত বনাম পুলিশ, বিজিবি,ছাত্রলীগ,যুবলীগ। পুলিশ সহ নিহত ১৫০র কাছাকাছি। বুঝতে পারছিনা।সাঁবাদিকরা বলছেন, মানুষ হত্যা হচ্ছেনা। নিহত হচ্ছে জামাত শিবির আর পুলিশ। গণতন্ত্র তোমায় লাখো সালাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.