নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

কোটা সংস্কার করার আগে রাষ্ট্র সংস্কার করা জরুরি

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২



চারিদিকে তাকায়া দেখেন শুধু উন্নয়নের তেল আর তেল আর তেল, এবং শুধু উন্নয়নের জোয়ার! এই জোয়ারটা হলো চেতনার জোয়ার, পদ্মা সেতুর দৃশ্যমান স্প্যান এবং তেল টা কোনো জ্বালানি তেল নয় এটা রাজনৈতিক চামচামি টাইপ তেল, যে যত বেশি তেল দিতে পারবে সে তত উপরে উঠবে। উপরে উঠা মানে কিন্তু একেবারেই উপরে উঠে যাওয়া না! এর মানে প্রতিভা থাকতে হবে তেল দেয়ায়!
আমাদের উন্নয়নের জোয়ারে আমরা থাকতে পারতেছি না তাই দেশে সাড়ে চার কোটি বেকার! অথচ দেশে কর্ম সংস্থানের অভাব নাই, এটা অবশ্য আমাদের দেশের মন্ত্রীরা দাবি করে! তারা মাঝে মধ্যেই দাবি করে দেশ আমেরিকা হয়ে গেছে, এই সময় চালের মূল্য একাত্তর ছুঁই ছুঁই!

কোটা মুক্ত বাংলাদেশ চাই, এটা বললেই আপনি হয়ে যাবেন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী! বিশাল ঝামেলা! এখন আন্দোলন করাও যাবে না! যা পাইতেছেন তা নিয়ে সুখে থাকেন, ঘোড়ার ঘাস কাটেন!
বিষয়টা একটু লক্ষ্য করেন, এই শাহবাগেই যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন চলাকালীন পুলিশের নিরাপত্তা ছিলো। তখন কোনো অসুবিধা হয় নাই, বরং পরিস্থিতি আরো স্বাভাবিক ছিলো। আজ যখন সাধারণ মানুষের চাওয়া পাওয়া নিয়ে দাবি জানিয়ে আন্দোলন হয়, তখনই পুলিশের হামলা! এইটা এলার্জি নাকি বাতের ব্যারাম! আসলে, সাধারণ মানুষ কোনো মানুষের ভেতর পরে না।

কোটা বৈষম্য কোথায় নেই? রাস্তায় চলতে গেলেও কোটা! ঘন্টার পর ঘন্টা সিগন্যালে বসে থাকতে হয়, শুধু ভিআইপি মুভমেন্টের জন্য! কিছু দিন পর দেখা যাবে এলাকা ভিত্তিক বসবাস কোটা হবে। মানে যার যেমন টেকা আছে সে তত পরিচ্ছন্ন এলাকায় থাকবে, বাদ বাকি মইরা যাক আর নাহলে প্রশাসন তো আছেই। কোটার চোরাবালিতে আমরা আবদ্ধ!

দেশে তো এখন গাছ পালার অভাব দেখা দিচ্ছে। বাড়ছে দূষণ। তার মানে আস্তে আস্তে অক্সিজেন কমে আসছে। এখন এখানে একটা কোটা খুব জরুরি। যেমন কে কোথায় অক্সিজেন গ্রহণ করবে, কত টুকু গ্রহণ করবে!

বাংলাদেশে আমরা এখনও পুরোপুরি স্বাধীন নই, আমাদের বাক স্বাধীনতা নেই বললেই চলে। কিছু গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ বলে কিছু থাকবে না! যদি কেউ বলেন, না দেশে যথেষ্ট পরিমাণ নাগরিক অধিকার দেয়া হয় তাহলে গতকালকে রাতে যা ঘটেছে এরপর আর কথা থাকে না।
পড়ালেখা শেষ করে একটা শিক্ষিত নাগরিক চাকুরী পায় না। এর চেয়ে দুঃখ জনক আর কিছু হয় না। একজন অযোগ্য ব্যাক্তি ঠিকই ভালো একটা পজিশনে চাকুরী করছে। সারাজীবন পড়ালেখা করে চাকুরীর জন্য যুদ্ধ করবে এর মধ্যে আবার কোটা বৈষম্য। বিষয়টা হলো এমন, পানি থেকে চিনি খুঁজে বের করার মত।
আমাদের রাষ্ট্রের অবস্থা এখন ভয়াবহ। অধিকার নিয়ে কথা বললেই খবর খারাপ!

#reformquotabd বলার সাথে সাথে
#reformBD স্লোগান দেন

কোটা হোক উন্মুক্ত,,
বৈষম্য নিপাত যাক, রাষ্ট্র মুক্ত হোক।

মন্তব্য ৫০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কোটা নিয়ে এর আহে ৩৫ টা পোস্ট এসেছে।

কোটা সংস্কার করার আগে রাষ্ট্র সংস্কার করা জরুরি


সহমত।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩

ধ্রুবক আলো বলেছেন: এর আগে ৩৫ টা পোষ্ট এসেছে জেনে ভালো লাগলো। আমাদের বাস্তবে আরও সোচ্চার হতে হবে।

সহমত জানিয়েছেন অনেক ধন্যবাদ।

২| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৩

আহমেদ জী এস বলেছেন: ধ্রুবক আলো ,




রাষ্ট্রের অক্সিজেন নেয়ার সময় হয়েছে । রাষ্ট্রের সব রক্তনালীর রক্ত দুষিত । এই দুষিত রক্ত ফেলে দিয়ে নতুন রক্তের ইনফিউশান দরকার । তাই আগে রাষ্ট্র সংস্কার করা জরুরি ।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর বলেছেন ভাই। রাষ্ট্রের অক্সিজেন নেয়ার সময় হয়েছে। তার সাথে জাতির যে মেরুদন্ড রয়েছে তা দৃঢ় আর মজবুত করতে হবে, অধিক থেকে অধিকতর। দূষিত রক্ত, ফেলে ইনফিউশান দরকার।

ভাই খুব সুন্দর একটা মন্তব্য রেখেছেন খুব ভালো লাগলো, অনুপ্রানিত হলাম।
কৃতজ্ঞতা রইলো।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৫

সুমন কর বলেছেন: সহজ আর সরল বাক্যে দারুণ বলেছেন। সহমত।

* কোটা সংস্কার করাটা সবার জন্যই কাম্য। লোক আর টাকা না থাকলে, চাকুরী পাওয়া যায় না; সেটাও বন্ধ হওয়া দরকার। (একটু আগে এটা বলেছিলাম, আবার তুলে দিলাম)

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৯

ধ্রুবক আলো বলেছেন: বর্তমানে যে সিস্টেম চলছে আমাদের দেশে তা আমাদের দেশকে পঙ্গু করে ফেলেছে। এসব দ্রুত বন্ধ হওয়া দরকার। কোটা, লোক টাকা এগুলো না থাকলে চাকরি হবে না এটা একটা অন্যায়।
ভাই খুব সুন্দর একটা মন্তব্য রেখেছেন ভাই। খুব ভালো লাগলো।
সহমত দিয়েছেন, খুব অনুপ্রানিত হলাম।
কৃতজ্ঞা রইলো।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


বাংগালী ছেলেরা মুল সমস্যা বুঝতে পারছে না, হাজার হলেও প্রশ্নফাঁস জেনারেশন!

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২২

ধ্রুবক আলো বলেছেন: বাঙালি কেউই এই ব্যাপারটা বুঝতে পারে না। আন্দোলন করা উচিত বড় আন্দোলন, রাষ্ট্রের দিক অবস্থা পরিবর্তনের আন্দোলন প্রয়োজন। আমাদের একজন সুশাসক প্রয়োজন।
আর এখানে যারা আন্দোলন করছে, তারা প্রশ্নপত্র ফাঁস জেনারেশন না। তবে ভবিষ্যতে একটা প্রশ্নপত্র ফাঁস জেনারেশন পেতে যাচ্ছি যা আমাদের জন্য হুমকি।

অনেক ধন্যবাদ ভাই, সুন্দর মন্তব্য রেখেছেন।
কৃতজ্ঞতা জানবেন।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৭

মায়াবী ঘাতক বলেছেন: কোটা সংস্কার করার আগে রাষ্ট্র সংস্কার করা জরুর। সহমত।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৬

ধ্রুবক আলো বলেছেন: সহমত প্রকাশ করেছেন, অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা রইলো।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কে শোনে কার কথা? সবাই যার যার আখের গোছাতে ব্যস্ত। রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন দরকার। সহমত।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৮

ধ্রুবক আলো বলেছেন: সহমত প্রকাশ করছেন অনেক ধন্যবাদ।
রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন দরকার। নাহলে আমরা জনগণ সারা জীবন মার খেয়ে যাবো।

খুব সুন্দর মন্তব্য রেখেছেন ভাই, খুব অনুপ্রানিত হলাম।
কৃতজ্ঞতা জানবেন।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই দেশটা এক আজব গ্রুপের হাতে ধীরে ধীরে বন্দী হয়ে যাচ্ছে। এখানে রবীন্দ্রনাথের বিপক্ষে বলা যায় না, পতাকার উপর নামাজ পড়লে সমালোচনা হয়, কোটার বিরুদ্ধে বললে স্বাধীনতা বিরোধী হয়, মঙ্গল শোভাযাত্রার বিপক্ষে বললে পাকিস্তান যেতে বলা হয়। তবে এক সময় সব কিছু বদলে যাবে। মানুষ আর কতদিন এই গ্রুপের কাছে জিম্মি থাকবে?

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫২

ধ্রুবক আলো বলেছেন: এই দেশ যে কোনদিকে কিভাবে যাচ্ছে তা খুবই ভয়ঙ্কর। আজব গ্র্যুপ বা আজব অমানুষের গ্রূপের হাতে বন্দী হয়ে যাচ্ছে। এখানে ভালো কথা, বা নির্দলীয় কথা বলাই বিপদ। সাধারণ জনগণের কথা এখানে মূল্যহীন। মানুষ যে আর কত সহ্য করবে কে জানে। আর ভালো লাগে না।

খুব সুন্দর মন্তব্য রেখেছেন ভাই, খুব ভালো লাগলো, অনুপ্রানিত হলাম।
কৃতজ্ঞতা জানবেন।

৮| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ২:২৫

কলাবাগান১ বলেছেন: এই কোটা কবে থেকে বিদ্যমান? নাকি আওয়ামী সরকার এটা চালু করেছেন??

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩২

ধ্রুবক আলো বলেছেন: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর সর্বপ্রথম ১৯৭২ সালে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থার প্রবর্তন করা হয়। সে সময় মেধাতালিকা ২০ শতাংশ বরাদ্দ রেখে, ৪০ শতাংশ জেলাভিত্তিক, ৩০ শতাংশ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী
মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য এবং ১০ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্থ নারীদের জন্য বরাদ্দ দেওয়া হয়। [১২] পরবর্তী সময়ে বেশ কয়েকবার এই কোটা ব্যবস্থাটি পরিবর্তন করা হয়। [১৩]
প্রথম আলোতে প্রকাশিত তথ্যমতে, নিবন্ধিত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই-আড়াই লাখ, [১৪] অর্থাৎ এক হাজার মানুষের মাঝে মুক্তিযোদ্ধার সংখ্যা ১.২ জন বা ১.৫ জন। যা সমগ্র জনসংখ্যার ০.১২/০.১৫ শতাংশ। ০.১২ শতাংশ মুক্তিযোদ্ধার জন্য কোটার পরিমাণ ৩০ শতাংশ। যা হাজারে রূপান্তর করলে দেখা যায়, এক হাজার জনতার মাঝে ১ থেকে ১.৫ (দেড়) জন মুক্তিযোদ্ধার জন্য কোটার পরিমাণ ৩০০।
বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে ৫৫ শতাংশের বেশি কোটা রয়েছে যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ, জেলাভিত্তিক কোটা ১০ শতাংশ, নারীদের জন্য ১০ শতাংশ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫ শতাংশ।[১৫][১৬] তবে নিয়ম অনুসারে এসব কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে ১ শতাংশ প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ রয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১৯ (১), ২৯ (১) ও ২৯ (২) অনুচ্ছেদ সমূহে চাকুরির ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগের কথা বলা হয়েছে।

৯| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৫

মিরোরডডল বলেছেন: চমৎকার লিখেছেন
absolutely agree with you

by the way, either you haven't checked your email or ID was incorrect!

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৬

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ, সহমত দিয়েছেন।
লেখাটা কত চমৎকার লিখেছি তা জানি না তবে ভালো লেখার সব সময়ই চেষ্টা করি।

অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানবেন।
শুভ কামনা রইলো।

১০| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: এই আন্দোলনের মাধ্যমেই জাগ্রত হোক বাংলাদেশ।
সব বৈষম্যর অবসান হোক।দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার পাক।
এইটা একদম ঠিক বলছেন,কোটা সংষ্কারের আগে রাষ্ট্রের সংষ্কার জরুরী।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪

ধ্রুবক আলো বলেছেন: কথায় সহমত দিয়েছেন, অনেক ধন্যবাদ ভাই, কৃতজ্ঞতা জানবেন।
এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ জাগবে না, জাগতে হলে মাথা উঁচু করে দাবি আদায়ের জন্য এক হাতে হয়, শক্ত হতে হয় সব সময়ের জন্য।

১১| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

আবদুল মমিন বলেছেন: কোটা সংস্কার করার আগে রাষ্ট্র সংস্কার করা জরুরী রাষ্ট্র সংস্কার করার জন্ন বর্তমান নেতা গুলারে ডাস্ত্রবিনে নিক্ষেপ করা জরুরী ।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৬

ধ্রুবক আলো বলেছেন: খুব উত্তম একটি কথা বলেছেন। শুধু নেতা না, দায়িত্বে থাকা সব মন্ত্রীদেরও ফেলে দেয়া উচিত।

সুন্দর ও কড়া একটা মন্তব্য রেখেছেন ভাই, ভালো লাগলো। কৃতজ্ঞতা জানবেন।
অনেক ভালো থাকুন। শুভ কামনা রইলো।

১২| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কোটা সংস্কার আন্দোলন কারীদের যারা রাজাকার বলছে তাদের কে চেক করে দেখেন, তাদের চৌদ্দগোষ্ঠীতে কেউ মুক্তিযোদ্ধা নেই। আর থাকলেও তারা ভূয়া মুক্তিযোদ্ধা।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪২

ধ্রুবক আলো বলেছেন: ভাই চেক করার দরকার নাই, আমরা সবাই জানি থালি কলসি বাজে বেশি। মতিয়া হলো একজন আঁকালচার্ড একজন নারী। তার কথা বলার কোনো জ্ঞান নাই। আর বাদ বাকি গুলারে বাদ দিলাম। দেশে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি হয়ে গেছে। এর মধ্যে সরকারি দলের লোক বেশি।
খুব সুন্দর একটা মন্তব্য রেখেছেন একদম খাঁটি কথা বলেছেন । খুব ভালো লাগলো। কৃতজ্ঞতা জানবেন।
অনেক শুভ কামনা রইলো।

১৩| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: রাষ্ট্র সংস্কার জরুরী।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৩

ধ্রুবক আলো বলেছেন: জি ভাই, রাষ্ট্র সংস্কার করা খুব জরুরী। সহমত দিয়েছেন কৃতজ্ঞ রইলাম।
শুভ কামনা রইলো।

১৪| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৫

কাওসার চৌধুরী বলেছেন: রাজনীতিতেও কোটা ব্যবস্থা চালু করা হোক। শতকরা ৩০% মন্ত্রী/এমপি মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে, নাতিপুতি দিয়ে পূরণ করা হোক। এভাবে ৩০% সচিব, ৩০% বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/ভিসি আর ৩০% রাষ্ট্রদূত করা হোক। এটা এখন সময়ের দাবী। আর আগামী ৩০ বছরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বাধ্যতামূলক ভাবে মুক্তিযোদ্ধা কোটা থেকে বানানো হোক। প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে।
.....................................আপনারা কী একমত?

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৫

ধ্রুবক আলো বলেছেন: প্রস্তাব খারাপ না। তবে এতে ভুয়া মুক্তিযোদ্ধাই বেশি থাকবে!

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৪

খায়রুল আহসান বলেছেন: কোটা সংস্কার করার আগে রাষ্ট্র সংস্কার করা জরুরি - মূল রোগটাকে সনাক্ত করেছেন, বক্তব্যের সাথে একমত। আহমেদ জী এস সাহেবও অল্প কথায় সত্যবাচন করেছেন, তার সাথেও একমত।
অধিকার নিয়ে কথা বললেই খবর খারাপ! - আশার কথা, তবুও কেউ কেউ সাহস করে অধিকারের কথা বলে যাচ্ছে। তাদেরকে অভিবাদন!

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫০

ধ্রুবক আলো বলেছেন: ভাই, বক্তব্যের সাথে একমত হয়েছেন খুব অনুপ্রানিত হলাম। কৃতজ্ঞতা জানবেন।
যারা এখন এই সময়ে সাহস করে অধিকারের কথা বলে যাচ্ছে তাদের অভিবাদন জানাই। অধিকার নিয়ে সোচ্চার না হওয়ায় আজ আমরা অধিকার বঞ্চিত। আমাদের জনগণের মধ্যে একতা নেই বলেই আজ এই অবস্থা।

খুব সুন্দর অনুপ্রেরণা মূলক মন্তব্য রেখেছেন ভাই অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো সদা।

১৬| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাটস অফ ভায়া :)

সত্য বলা মহাপাপের দু:সময়ে সত্যোচ্চারণে!

পাকি লুটেরাদের হাত থেকে মুক্ত হয়ে আজ দেশী লুটেরার হাতে বন্ধী ১৮ কোটি জনতার ভাগ্য!
আমজনতার মুক্তির যুদ্ধ চলমান নিয়ত! একে বেগবান করতে চাই আরেকজন বঙ্গবন্ধু! আরেকদল বীরশ্রেষ্ঠ!আরেকদল জানবাজ মুক্তিসেনা! সবার আগে চাই সৎ, সত্য, সুন্দর আমজনতার স্বপ্নের প্রকৃত মৌলিক মানবাধীকারের স্বপ্নের রুপরেখা!

সময়ের প্রয়োজনে এভাবে জেগে ওঠে মানুষ। একজন একজন করে!

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৫

ধ্রুবক আলো বলেছেন: পাক হানাদার বাহিনী তো কবেই গেছে কিন্তু দেশের ক্ষমতাসীন মানুষেরা যেভাবে ভয়ানক হয়ে উঠছে তাতো বেশি ভয়াবহ। আরেকজন বঙ্গবন্ধু বা আরেকজন সুশাষক প্রয়োজন।
মানুষকে আরও জাগতে হবে, সোণ সময় জেগে থাকতে হবে। একজন একজন করে সবাইকেই।

খুব সুন্দর অনুপ্রেরণামূলক একটা মন্তব্য রেখেছেন ভাই, অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা জানবেন।
শুভ কামনা রইলো।

১৭| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৮

কাওসার চৌধুরী বলেছেন:


পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।

................শুভ নববর্ষ।
...................আমার ব্লগে স্বাগতম।

২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৩৮

ধ্রুবক আলো বলেছেন: খুব ছন্দময় কবিতা, অনেক ধন্যবাদ মন্তব্যে রেখে গেছেন। খুব প্রিত হলাম। ব্যস্ততার কারনে সময় দিতে পারিনি, আন্তরিক ভাবে দুখিত। আপনার ব্লগে অবশ্যই আসবো।
শুভ কামনা রইলো। কৃতজ্ঞতা জানবেন।

১৮| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৪

মনিরুল ইসলাম বাবু বলেছেন: কিন্তু কে করবে ?

১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

ধ্রুবক আলো বলেছেন: সত্যি ভাই, কে করবে!?
দেশে এখন মেরুদন্ড সোজা করে দাঁড়াবে এমন কেউ নেই। যারা ছিলো তারা নিখোঁজ।

১৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: আহা কোটা .... !! :)

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪১

ধ্রুবক আলো বলেছেন: আহহরে কোটা... :(

২০| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৯

নীলপরি বলেছেন: খুব সুন্দর বিশ্লেষণ করেছেন । +++++++

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪২

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ, খুব অনুপ্রানিত হলাম।
কৃতজ্ঞতা জানবেন। শুভ কামনা রইলো।

২১| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকি র মুখে এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে কোন মূল্যে। গণতন্ত্র পূণরোদ্ধার করতে হবে । তবেই আমরা নাগরিক অধিকার লাভ করতে সক্ষম হবো।

২২| ২৭ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কথাগুলো ভালোই বলেছেন ভাই, কোটা দিয়ে দেশটা ঢেকে গিয়েছিল, যাক, প্রধানমন্ত্রী খুব সুন্দর একটা কাজ করেছেন সব কোটা বাতিল করে দিয়ে। এখন গ্রাম শহর রাস্তাঘাট সব কোটামুক্ত। এখন সাধারণ মানুষ আর কোটার নিচে চাঁপা পড়ে থাকবেনা। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই সব কোটা বাতিল করার জন্য। এবার মেধাবীরা তাদের অধিকার ফিরে পেয়েছে, আলহামদুলিল্লাহ্।

আমার একটা দাবী ছিল, আমেরিকা জাপানের মতো আমাদের দেশেও দেশবিরোধী রাজকার ও তাদের বাচ্চাকাচ্চাদের বাংলাদেশে আগামী ১০০ বছর সকল প্রকার সরকারি বেসরকারি চাকরি ও সরকারি বড় কাজে আইন করে নিষিদ্ধ করে রাখার। আর যেসব রাজাকার দেশবিরোধীর বাচ্চাকাচ্চা ইতোমধ্য চাকরিতে ঢুকে আছে তাদের সঠিক তদন্ত করে চিহ্নিত করে খারিজ করে দেয়া হোক। যারা দেশটাকেই চায়নি তাদের দেশেন সুযোগ সুবিধা পাওয়ার অধিকার নাই বলেই মনে হয় আমার কাছে।

অনেক কথা বলে ফেললাম ভাই, আপনাকে বিরক্ত করতে নয়, আমার মনের কথা বলার জায়গা পেলাম তাই বলে গেলাম।
খারাপ বলে থাকলে ক্ষমা করবেন।

১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৮

ধ্রুবক আলো বলেছেন: আপনি আপনার মত রাখতেই পারেন। তবে রাজাকারের সন্তান যারা আছে তারা দেশেরই সন্তান, তাদের একটা পরিবার আছে। তাই আমার মতে তাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বঞ্চিত না করাটাই উচিত। যারা রাজাকার তারা তো শাস্তি পেয়েছেই। এখন তাদের বাচ্চাকাচ্চাদের কষ্ট দিয়ে লাভ নেই। উল্টো আরও প্রতিহিংস্রোতা দেখানো হয়ে যাবে।

আর একটা কথা বলে রাখি, ছাত্ররা কোটা বাতিল চায়নি, চেয়েছে কোটা সংস্কার। কোটা বাতিল করার দরকার তো নেই, শুধু শুধু রাগ দেখিয়ে কি লাভ। আর কোটা বাতিল/সংস্কারের এখনও কিন্তু কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। অতএব এখনও কিন্তু বলতে পারবেন না যে কোটা বাতিল হয়ে গেছে। বাতিল/সংস্কার যেটাই হোক সব কিছুর একটা আইনি প্রক্রিয়া আছে।

ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্য রাখার জন্য।

২৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: সহমত।
কোটা হোক উন্মুক্ত

২১ শে মে, ২০১৮ রাত ৮:০৫

ধ্রুবক আলো বলেছেন: কবি সহমত রেখেছেন খুব অনুপ্রানিত হলাম।
শুভ কামনা রইলো।

২৪| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:০০

হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

২৫| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:২৯

শিমুল_মাহমুদ বলেছেন: কোটা হোক উন্মুক্ত, বৈষম্য নিপাত যাক রাষ্ট্র মুক্তি পাক, আপনার এই স্লোগানের সাথে একমত। আপনাকে আমার ব্লগে স্বাগতম।

২৬| ২৮ শে মে, ২০১৮ সকাল ১১:৪৩

বিজন রয় বলেছেন: কেমন আছেন?
নতুন পোস্ট দিন।

২৭| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: নতুন পোষ্ট কই ??

২৮| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১১

নীলপরি বলেছেন: আমারও এক প্রশ্ন । নতুন পোষ্ট কোথায় ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.