নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়বো না মা।

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সময় এখনই।

ধ্রুবরাজ

মরতে চাই, লেখার জন্য। তবু বাচবো না বোবা হয়ে।

ধ্রুবরাজ › বিস্তারিত পোস্টঃ

কান্ডারি হুঁশিয়ার

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

সবাইকে একটা বিষয়ে সাবধান করে দিতে মন চাইলো। শাহবাগ শাহবাগ করে আমারা অনেকেই অনেক লাফ ঝাপ দিচ্ছি। এই শাহবাগই আমাদের পরিবর্তনের হাতিয়ার, সত্য। কিন্তু হুজগের বশে ঐখান থেকে অনেক ভুল স্বীদ্ধান্ত বা একটু ব্যতিক্রম স্বিদ্ধান্ত আসতে পারে, যা আমাদের একটু এড়িয়ে চলতে হবে। যেমন কাল হটাৎ শুনলাম জাগরনি মঞ্চ থেকে বলা হয়েছে যেসব স্কুল কলেজে শহীদ মিনার নেই সেগুলো তে এখন শহীদ মিনার বানানো হবে। এছাড়াও আরো শুনলাম বেলুনের সাথে বার্তা দিয়ে তা উড়িয়ে দেয়া হবে অজানায়!! এসব কি ভাই? আমি যুদ্ধাপরাধীর ফাসি চাই, ফাঁসি!! সব ছাগলদের দেশ ছাড়া করতে চাই। এসব করার জন্য পরেও অনেক সময় থাকবে, এখন এসব কাজে ঝুকে গেলে আপনাদের কি মনে হয় না আমরা আমাদের মুল কাজ থেকে পিছিয়ে পড়বো?

তাই ভাল মন্দ বোঝার ক্ষমতা আমাদের মধ্যেই থাকতে হবে, এবং এই জিনিস নিয়ে কখনই বিরোধ করা যাবে না। কারন ঐ জাগরণী মঞ্চে যারা আছেন তারাও মানুষ। আর ভুল সাধারনত মানুষরাই করে। তাই কোন বিতর্কে না গিয়ে, ছাগুদের কথা বলার সুযোগ না দিয়ে আমরা আমাদের নিজেদের যায়গায় থেকেই একটু বুদ্ধি খাটিয়ে সঠিক ও বেঠিক এর বিবেচনা করবো।

কান্ডারি হুঁশিয়ার!!



[[শান্তির ধর্ম ইসলামকে এরা কিভাবে ব্যবহার করে সুবিধা নিচ্ছে এবং ইসলামকে সমাজের চোখে নিচে নামাচ্ছে ছাগল গুলো দেখুন!]]





জয় বাংলা

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

রুমি৯৯ বলেছেন: আমরা মনে হয় পাগল হয়ে যাচছি

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

s r jony বলেছেন: সহমত

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

অজানাবন্ধু বলেছেন: অন্যায়ের প্রতিবাদ করতে আজ প্রতিবাদি হয়েছি।
সবার সাথে কন্ঠ মিলিয়ে আমিও বলেছি।
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারদের ফাঁসি চাই।

আমি একজন মুসলমান তাই আমাকে ধর্মীয় বিধি নিষেধ মেনে চলতে হয়।
১৯৭১ বীর মুক্তি যুদ্ধাদের যেমন সম্মান করি তেমনই সম্মান করি ১৯৫২ ভাষা আন্দোলন কারীদের।
তাদের জন্য দোয়া করি, মহান আল্লাহ তায়ালা যেন সবাইকে শহীদের মর্যাদা দেন, আমীন।

তাই শাহবাগে যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ এমন কোন দাবী এখানে জানাবেন না, যা যে কোন
ধর্ম অনুসারীদের বিরোদ্ধে যায়।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫

ধ্রুবরাজ বলেছেন: সবার সাথে সহমত প্রকাশ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.