নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাপে তপ্ত হই না হলে পড়ে থাকি মরুভূমির বালিকণার মত

ঢুকিচেপা

“স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।” এ.পি.জে আব্দুল কালাম

ঢুকিচেপা › বিস্তারিত পোস্টঃ

গান এভাবে শুনুন, আনন্দ পাবেন

০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৮



কৌতুহল মেটাতে এসেছেন বলে স্বাগত। আমি নতুন করে কিছুই শেখাবো না শুধু আপনার গান শোনার ক্ষেত্রে কিছু বিষয়ে মনোযোগ দিতে বলবো।



গান শোনা আর গান শুনতে ভালবাসা বিচারে শ্রোতাকে আমি ৩টি ভাগে ভাগ করেছিঃ

প্রথম শ্রেণীঃ সারাদিন গান শোনে কিন্তু বেলা শেষে কোন গানই তাদের অন্তর স্পর্শ করতে পারে না।

দ্বিতীয় শ্রেণীঃ গানের কথা, সুর অথবা শিল্পীর আকর্ষণে বারবার সেই গানগুলি শুনে থাকেন। মূলতঃ বাছাইকৃত গান থাকে এদের সংগ্রহে।

তৃতীয় শ্রেণীঃ “গান পোকা”-এই শ্রেণীর কাছে গান শোনা এমনই একটা নেশা যে, তাদের প্রাত্যহিক জীবনের একটা অংশ হয়ে দাঁড়ায়। এরা যেমন বিভিন্ন ধরনের গান শোনেন তেমনি প্রচুর কালেকশন করেন।

মূল আলোচনায় যাওয়ার আগে দুটো বিষয় সম্পর্কে জেনে তারপর সামনের দিকে পা বাড়াই।

১. ইন্সট্রুমেন্ট বা বাদ্যযন্ত্রঃ
তাল যন্ত্রঃ যে যন্ত্রের সাহায্যে তাল বা বিট দেয়া হয়।

তার যন্ত্রঃ তারের সাহায্যে যে যন্ত্র বাজানো হয়।

সুর যন্ত্রঃ সুর ওঠে এমন যন্ত্র।


২. তালঃ সংগীতে অনেক প্রকার তাল আছে তবে আধুনিক গানে সাধারণত তিনটি তাল (কাহার্বা/দাদরা/তেওড়া) জনপ্রিয় কিন্তু খুব বেশী ব্যবহৃত হয় দুইটি তাল, কাহার্বা-৮ মাত্রা এবং দাদরা-৬ মাত্রা। শতকরা হিসাবে ৭ মাত্রার তেওড়া তালের গান পাওয়া যায় ১/২ টা।

এবার যা যা করতে হবেঃ
যে গানটি শুনতে চাচ্ছেন তার লিরিক সংগ্রহ করুন। ভালভাবে পড়ে নিজের মত আবৃত্তি করুন। এবার গান ছেড়ে দিয়ে রিলিকটি শিল্পীর অনুভূতির সাথে মিলিয়ে দেখুন এবং শুনুন। আপনার আবেগের চেয়ে কত বেশী আবেগ দিয়ে গানটা গাইছেন।

গান আবার প্লে করে তালের বিট খেয়াল করে শিল্পীর সাথে গুনগুন করে যান। এখানে একটা মজার বিষয় হচ্ছে, কাহার্বা/দাদরা তাল বিভিন্ন গানে বিভিন্ন ছন্দে বাজে। ছন্দের ভেরিয়েশনে মনোযোগ দিন। শিল্পী অথবা ইন্সট্রুমেন্টাল সুরের সাথে তালের যে খেলা চলে এটা উপভোগ করতে শিখুন। এ বিষয়গুলো যখন আপনি ধরতে পারবেন তখন ভাল লাগবে।

এখন গান কম্পোজিশনে আপনার পরিচিত কি কি যন্ত্র বাজছে সেটা খেয়াল করুন। আপাততঃ ধরে নিলাম, তবলা-ডুগি/ড্রামস, কীবোর্ড, বাঁশী, সেতার, ভায়োলিন, লীড গীটার, বেজ গীটার।

একটা গানে তবলা-ডুগি/ড্রামস এর বাজানোর কালার চেঞ্জ হয় গান ধরা, ছাড়া এবং মিউজিকের সময় এটা খেয়াল করুন এবং উপভোগ করুন। এ বিষয়টা যেহেতু উপরে জানানো হয়েছে তাই আর নতুন করে কিছু বললাম না।

কীবোর্ডঃ আমরা যখন কোন গান শুনি তখন গানের নিচ দিয়ে কিছু মিউজিক থাকে। গান থেকে কিছুক্ষন মনোযোগ সরিয়ে এটার উপর মনোযোগ দিন দেখুন কেমন ভেসে ভেসে যাচ্ছে, এটা খেয়াল করুন। কীবোর্ড থেকে এই মিউজিক দিলেও মূলতঃ এটা ৫০/১০০ টা ভায়োলিনের কাজ। বর্তমান সময়ে কীবোর্ড থেকে প্রচুর ইন্সট্রুমেন্টাল সুর বাজানো হয়ে থাবে।
{এ ধরনের মিউজিকের জন্য দুটি গান রেখেছি শুনতে পারেন}
বেশী কিছু আশা করা- জগজিৎ সিং
যারা ডাকে তারা ভুলে যায়- অনুপ জালোটা

বাঁশীর কথা আলাদা করে বলার কিছু নাই। বাঁশীর সুর শুনতে না চাইলেও আপনার হৃদয় স্পর্শ করবেই। তারপরও মনোযোগ অব্যাহত রাখুন।


সেতারের শব্দের সাথেও আমরা কম/বেশী সবাই পরিচিত, সব গানে সেতার থাকে এমনও না। তবে যে গানে আছে সেক্ষেত্রে বাজনা খেয়াল করুন কিভাবে শুরু এবং শেষ করে এবং পাশাপাশি অন্য ইন্সট্রুমেন্ট কি ভাবে সেটা রিসিভ করে নতুন পিচ শুরু করে এটাতে মনোযোগ দিন।

লীড গীটার সাধারণত তিন ধরনের কাজ করে থাকে। (১) গানের কর্ড দিয়ে থাকে যার উপর নির্ভর করে শিল্পী গান করে থাকে, এটা যখন গভীর মনোযোগ দিবেন তখন বুঝতে পারবেন (২) কাউন্টার পিচ দিয়ে থাকে যেমন- গান অথবা অন্য মিউজিক চলাকালে ছোট ছোট পিচ দিয়ে এবং (৩) গীটারের বড় পিচ যা সাধারণতঃ ব্যান্ড সংগীতে বেশী দেখা যায়।

বেজ গীটারের কাজটা হলো সবচেয়ে মজার। তবলা-ডুগি/ড্রামস এর তালের সাথে এটা বিভিন্ন ঢঙ্গে বাজে। এমনিতে এটাও বোঝা একটু কষ্ট তবে বারবার শোনার পর যখন আলাদা করতে পারবেন তখন দেখবেন এটা আপনাকে অন্যরকম আনন্দ দিচ্ছে। এক্ষেত্রে কিশোর কুমারের আমি যে কে তোমার শুনতে পারেন, শুরু থেকেই বেজ গীটারের কাজ আছে।

আলোচ্য বিষয় ছাড়াও একটি গানে আপনার পর্যবেক্ষণ যত সুক্ষ হবে গান শুনে তত আনন্দ পাবেন। যাইহোক সব মিলিয়ে মোটামুটি ধারণা হলে গান ছেড়ে দিন। এতক্ষণ যে যে বিষয়গুলো পর্যবেক্ষণ করলেন তার উপর মনোযোগ দিয়ে গান শুনুন এবং সর্বোচ্চ আনন্দ উপভোগ করুন। **ভালমানের হেডফোন হলে আকাশে উড়তেও পারেন।**

ছবি-নেট হতে সংগৃহীত।




এই লেখা যাদের জন্য নয়ঃ এই ব্লগের “গান পোকা”।

মন্তব্য ১০৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক সুন্দর ও প্রয়োজনীয় কিছু টিডবিটস দিয়েছেন। গানপাগলাদের জন্য খুবই উপকারী একটা পোস্ট।

০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৮

ঢুকিচেপা বলেছেন: গান পোকাদের নামের তালিকায় সর্ব প্রথম যে নাম জ্বলজ্বল করছে সেটা আপনার। আপনার আগমনে খুব খুশি হয়েছি।

আমার নেটের অবস্থা গতকাল থেকে খুব খারাপ।

শুভেচ্ছা রইল।

২| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৮

মিরোরডডল বলেছেন:



ঢুকির স্কুলে কি এখন সংগীত শিক্ষার আসর হবে !

কি? গান শুনতে হলে এইগুলো করতে হবে ?????
ঢুকি, প্রয়োজনে প্রিয় গান শোনা ছেড়ে দিবো তাও এই কাহারবা দাদরা তেওরা শিখবোনা :(( নো ম্যান নো !!!
আমি কিন্তু বানান ভুল করেছি । ঢুকি নিজের মনে করে কারেকশন করে নিবে :)

আর হেডফোনতো অবশ্যই না । অন্যকে ডিস্টার্ব করিনা কিন্তু আমি অফিসেও স্পিকারে গান শুনি ।
কষ্ট করে যে লেখা পড়লাম, কি দিবে ঢুকি এখন আমাকে , একটা সুন্দর গান প্লীজ ।

০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২২

ঢুকিচেপা বলেছেন: হা হা, ভালই বলেছেন সংগীত শিক্ষার আসর।
না না সবাইকে সবকিছু ফলো করতে হবে না।
আমি বোঝাতে চেয়েছি একটা গানে অনেক অংশ থাকে এবং এখান থেকেও শ্রোতা অনেক কিছু শুনতে পারেন।
যাইহোক বানান ভুল চোখে পড়ছেনা তাই দুই রকম দুটো গান দিলাম।
https://www.youtube.com/watch?v=MjMPKsjReZI
https://www.youtube.com/watch?v=JoVkReLGpBk

শুভেচ্ছা রইল।

৩| ০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্যান্ড গুলি লো পিচে গান গায় না কেন? লো পিচেও অনেক ভালো সুর সৃষ্টি হয়। বাদ্যযন্ত্রের আধিক্যের কারণে কণ্ঠের গুরুত কমছে। বাদ্যযন্ত্রের আধিক্য শিল্পীর কণ্ঠের দুর্বলতা ঢাকে। প্রযুক্তির মাধ্যমেও কণ্ঠের দুর্বলতা দূর করা হয়। এই ব্যাপারে আপনার মতামত কি?

০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

ঢুকিচেপা বলেছেন: আপনার প্রশ্নের উত্তর দেয়ার আগে ১০০% সহমত পোষণ করছি,
“লো পিচেও অনেক ভালো সুর সৃষ্টি হয়। বাদ্যযন্ত্রের আধিক্যের কারণে কণ্ঠের গুরুত কমছে। বাদ্যযন্ত্রের আধিক্য শিল্পীর কণ্ঠের দুর্বলতা ঢাকে। প্রযুক্তির মাধ্যমেও কণ্ঠের দুর্বলতা দূর করা হয়।”

একটা বিষয় খেয়াল করে দেখবেন, আমাদের শুরুর ব্যান্ড সংগীত কিন্তু বর্তমান সময়ের মত ছিলনা। তখন ব্যান্ড সংগীতকে বলা হতো পপ গান। তাহলে এমন হলো কেন?
একটা সময় ব্যান্ড শিল্পীরা খেয়াল করলো, আধুনিক ইন্সট্রুমেন্টসহ গানে আধুনিকতা থাকা সত্ত্বেও একটা শ্রেণী ইংলিশ গান শুনছে। তখন তারা তাদের কম্পোজিশন চেঞ্জ করে ওয়ের্স্টান ধারায় পরিবর্তন করতে থাকে এবং বর্তমানেও চলছে যা এখনকার তরুণ সমাজ খুব ভালভাবে গ্রহণ করেছে। এখানে একটা বিষয় বলতে হচ্ছে, শ্রদ্ধেয় লাকী আখন্দ কিন্তু অনেক আগে থেকেই ওয়ের্স্টান গান করে আসছেন যেগুলো এমন না।
আপনার চমৎকার মন্তব্যের প্রেক্ষিতে আমার নিজস্ব মতামত। আপনার ভাল লাগলো কিনা জানাবেন।

শুভেচ্ছা রইল।

৪| ০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৮

মিরোরডডল বলেছেন:



জগজিতের বাংলা গানের মধ্যে বেশী কিছু আশা করা ভুল এটাই সবচেয়ে সুন্দর ।
পোষ্টের মাঝে বেলাশেষে শব্দটা পড়ে এবির এই গানটা এখনই শুনতে ইচ্ছে করলো

০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

ঢুকিচেপা বলেছেন: যাক একটা গান অন্তত পছন্দ হয়েছে!!! আমার কাছে জগজিৎ সিং এর সবগুলোই ভাল লাগে। তবে অবশ্যই “বেশী কিছু আশা করা” ১ নম্বরে।
এবি’র গানগুলো এখন খুব কষ্ট দেয়, সেটা সুখের হলেও। এমন মাথাওয়ালা মানুষ বাংলার সংগীত কোনদিন পাবে বলে মনে হয় না।

ধন্যবাদ।

৫| ০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

মিরোরডডল বলেছেন:

থ্যাংকস ঢুকি , আবার দেখা হলে এটা খুব ভালো লেগেছে ।

০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

ঢুকিচেপা বলেছেন: মন খারাপের একটা গান

ধন্যবাদ।

৬| ০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার মন্তব্য আমার মন মত হয়েছে। আপনি এ ব্যাপারে ভালই জানেন মনে হচ্ছে। আসলে ইংলিশ গান গুলিও কিন্তু ৫০, ৬০ বা ৭০ এর দশক পর্যন্ত হাই পিচ লো পিচ মিলেই ছিল। ওদের কালচারও ৬০ এর দশকে ব্যাপকভাবে পরিবর্তিত হয়। পুরানো অনেক স্লো মিউসিক আছে শুনতে বেশ ভাল। ওদের কান্ট্রি মিউজিক এখনও পুরানো ধারাবাহিকতা ধরে রেখেছে। ধন্যবাদ আপনাকে।

০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৫

ঢুকিচেপা বলেছেন: “আপনি এ ব্যাপারে ভালই জানেন মনে হচ্ছে।” এভাবে বলতে নেই দাদাভাই। আমি আসলে কিছুই জানিনা। তবে আপনি যে জানেন সেটা হলপ করে বলতে পারি।

ফিরতি মতামতের জন্য কৃতজ্ঞ।

৭| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:০৬

আহমেদ জী এস বলেছেন: ঢুকিচেপা,



নিজ দেশেও যেমন দ্বিতীয় শ্রেনীর নাগরিক ( :( ) গানের বেলাতেও ঐ দ্বিতীয় শ্রেনী।
গান শুনি গভীর রাতে, ভলিয়্যুম বাড়িয়ে । এতে সুরের একটা আবেশ ছড়িয়ে যেতে থাকে রাতের আকাশে বাতাসে।
আর যা কিছুই কানে শ্রুতি মধুর লাগে, হৃদয়ে কেটে বসে সেসবেও আসক্তি কম নয়।

ভালো লেখা।

০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৭

ঢুকিচেপা বলেছেন: হা হা, কে জানতো আমার করা শ্রেণী বিভাগে আপনাকে দ্বিতীয় শ্রেণীতে পড়তে হবে?
সব পজিটিভ যেমন ভাল না (করোনা) তেমনি এই দ্বিতীয় শ্রেণী হলো শিল্পীকূলের মূল শ্রোতা। এমন শ্রোতার জন্য শিল্পী বেঁচে থাকতে চায় আজীবন।

গভীর রাতে ভলিয়্যুম বাড়িয়ে যে সুরের পরিবেশ সৃষ্টি করেছেন চোখ বন্ধ করে উপভোগ করতে পারছি......... অসাধারণ অনুভূতি।

আপনার আগমনে ধন্য।

৮| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: গান শুনে শুনেই তো জীবনটা পার করে দিচ্ছি।

০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৫০

ঢুকিচেপা বলেছেন: রাজীব ভাই ভাল আছেন?
আমি জানি আপনি যেমন সাহিত্যপ্রেমী তেমনি গান পাগল।

শুভেচ্ছা রইল।

৯| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:১৭

নেওয়াজ আলি বলেছেন: এখন সারাদিন গান শুনি ছবি দেখি সময় যায় না

০৬ ই জুলাই, ২০২০ রাত ১১:১০

ঢুকিচেপা বলেছেন: এখন সময়টাই অসময়
ছবি আর কত?
গানও শত শত
এমন দুর্দিন
শেষ কর দয়াময়

শুভেচ্ছা রইল।

১০| ০৭ ই জুলাই, ২০২০ রাত ১:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমি শ্রুতিমধুর কথার গান পছন্দ করি
তবে বাদ্যযন্ত্রের খেলা ততটা বুঝিনা।
যা শুনতে ভালো লাগে সেটাই আমার
কাছে ভালো গান।

০৭ ই জুলাই, ২০২০ রাত ১:৪৭

ঢুকিচেপা বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাই চমৎকার একটা কথা বলেছেন, শ্রুতিমধুর কথার গান।
আসলে এ গানগুলোই যুগ যুগ ধরে বেঁচে থাকে মানুষের অন্তরে।
আপনাকে পেয়ে খুব ভাল লাগলো।

ভাল থাকবেন।

১১| ০৭ ই জুলাই, ২০২০ রাত ১০:৫২

মিরোরডডল বলেছেন:



ঢুকি আমাকে যে মন খারাপের গান দিলো, সেটা শুনেতো আমার মন খারাপ হয়েছে :(
হা হা হা..... :) নাহ, বলতে এসেছি , গানটা সুন্দর ছিল ।

থ্যাংকস ঢুকি ।

০৮ ই জুলাই, ২০২০ রাত ১:০৯

ঢুকিচেপা বলেছেন: ওয়েলকাম ভাইয়া। হা হা হা.....

উনি একজন গজল শিল্পী। ওনার বাংলা গান শুনেছেন কিন্তু আমার বিশ্বাস ছিল এটা আপনার না শোনা গান হবে।

আজ একটা দিচ্ছি যদি এই কম্পোজিশন ভাল লাগে তাহলে “Hazir” এ্যালবাম ভাল লাগবে।

শুভেচ্ছা নিবেন।

১২| ০৮ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১১

মিরোরডডল বলেছেন:



জগজিৎ আর অনুপের গজল ছাড়া আমার হিন্দি কম শোনা হয় ।
হরিহরনের এটা বেস্ট

১০ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৩

ঢুকিচেপা বলেছেন: হুম বুঝলাম।

আপনার দেয়া গানটা এই ভার্সনটা আমার কাছে ভাল লাগে, সুনামির পর এই অনুষ্ঠানটা হয়েছিল। ওটা যে সিনেমার গান তাও জানতাম না তখনও।

আপনি এসেছিলেন তাই।

শুভেচ্ছা রইল ।

১৩| ১০ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪৩

মুহা: ইয়াসিন বলেছেন: ভালো লিখেছেন, ভাল থাকুন সর্বদা।

১০ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৭

ঢুকিচেপা বলেছেন: ভাল লেগেছে আপনার ?

নতুন কিছু লিখুন আর আপনিও ভাল থাকবেন।


শুভেচ্ছা রইল ।

১৪| ১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৭

মিরোরডডল বলেছেন:



ঢুকির দেয়া ভার্সনটা খুবই সুন্দর , স্পেশালি ২ মিনিট পর ৩০ সেকেন্ডের যে বাঁশিটা হয় সেটা ।
সুনামির পর অনুষ্ঠানটি কোথায় হয়েছিল ?

অনুপের বাংলা গানের ভোকালের সাথে গজলের ভোকালের কোনও মিল নেই । ডেফিনিটলি আই’ল গো উইথ গজল ভোকাল :)

পূর্ণিমা আলো ছড়ালে
মনে হয়
সে বুঝি তুমি

১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

ঢুকিচেপা বলেছেন: বাহ্ আপনার প্রোপিক হলো অবশেষে!

ভাল লেগেছে? বাঁশিটা সত্যিই চমৎকার।
সুনামির পর অনুষ্ঠানটি কোথায় হয়েছিল জানিনা, আমি দেখেছিলাম টিভিতে। পরবর্তীতে ওটার সিডি বের করেছিল।

সব শিল্পীর ক্ষেত্রেই ভাষার শ্রুতিমধুরতার কারণে ভোকাল চেঞ্জ হয়।

শুভেচ্ছা রইল ।

১৫| ১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২০

মিরোরডডল বলেছেন:




কোথায় হারিয়ে গেলো সেইসব শিল্পীরা আর তাদের রোম্যান্টিক গান !
হুম ভালো লেগেছে

১০ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৩

ঢুকিচেপা বলেছেন: হুম ......

১৬| ১০ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৫

মিরোরডডল বলেছেন:



হা হা হা......... ঢুকি :)
এর চেয়ে আর ছোট রিপ্লাই হয়না ।

ইন্টারেষ্টিং ! মেজবাহ যে রবীন্দ্রসঙ্গীত করেছে জানতাম না । যদিও মনে হচ্ছে আধুনিক গান ।

ডিফারেন্ট টাচের প্রথম এ্যালবামের গানগুলো সুন্দর ছিলো

১০ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৭

ঢুকিচেপা বলেছেন: ঐ সময়ের গানের স্বাধ ছিল আলাদা
ডিফারেন্ট টাচ, অবসকিউর, অরবিট নামে একটা ব্যান্ড ছিল তাদেরও কিছু ভাল গান আছে। সবচেয়ে মজার কথা ডিফারেন্ট টাচ এর শ্রাবণের মেঘ গানটি এতটাই জনপ্রিয় যে ঐ সময়ের পরের প্রজন্মের এমন কোন শিল্পী নেই যে এ গানটা গায়নি। যে গান দিয়েছেন ঐ ক্যাসেটের সবগুলোই ভাল ছিল।

এখন অন্য

১৭| ১১ ই জুলাই, ২০২০ রাত ১২:১৫

মিরোরডডল বলেছেন:



ঢুকি রেনেসাঁর এই গানটা আমার দারুণ পছন্দ । হাউ ডিড ইউ নো ! ওদের বেস্ট ।
ইউ আর রাইট, ডিফারেন্ট টাচ মানেই শ্রাবণের মেঘগুলো যেটা এখনও কনসার্ট গুলোতে মাস্ট ।
অরবিট ‘ওই লাল শাড়িরে’ । অবসকিউরের নট অনলি ফার্স্ট ওয়ান, পরের দু একটা এ্যালবামও ভালো ছিল ।
তবে একটা ব্যান্ড আমি বুঝিনা কেনো ওরা হারিয়ে গেলো ।

ঢুকি শুনে দেখবে চিনতে পারে কিনা

১১ ই জুলাই, ২০২০ রাত ১২:৩৪

ঢুকিচেপা বলেছেন: সত্যিকার অর্থে কোন ব্যান্ড টিকে থাকেনি বা থাকে না। হাতেগোনা সোলস, রেনেসাঁ, মাইলস ছাড়া। নিজেদের মাঝে ঝামেলা লেগেই থাকে। এবি যতদিন ছিলেন ততদিন LRB ঠিক ছিল।
শ্রাবণের মেঘ গান বা প্রথম রেকর্ডিং নিয়ে কিছু তথ্য আমার কাছে ছিল কিন্তু লেখাটা পাচ্ছি না। ঘটনা মনে আছে কিন্তু কেউ চ্যালেঞ্জ করলে ডকুমেন্ট দেখাতে পারবো না তাই দিচ্ছি না।
আপনার দেয়া গানটা আমার স্মৃতিতে নাই।

১৮| ১১ ই জুলাই, ২০২০ রাত ১:০৬

মিরোরডডল বলেছেন:



সোলস, মাইলস, ফিডব্যাক এই তিনটা ছিল লিডিং । ইভেন এদের অবস্থাও এখন ভালো না । সবারই প্রথম এক দুটা এ্যালবাম ভালো যায় তারপর গন । আমি যেটা দিয়েছি ওই ব্যান্ডটা ছিল লেসন । দুটা করেছিল লেসন ১ ও লেসন ২, থ্রি মেম্বারস অনলি ।

ঢুকির কথায় কি যেন একটা স্মেল পেলাম । ঢুকিতো গান করে । ডিফারেন্ট টাচের কেউ নাকি ?
আচ্ছা নিজের গানগুলো নিয়ে একটা পোষ্ট কেন দেয়া হচ্ছে না । আই উইশ ইউ উইল ডু সো ।

যাবার আগে আমার প্রিয় সোলস দিয়ে যাচ্ছি

১১ ই জুলাই, ২০২০ রাত ১:২৭

ঢুকিচেপা বলেছেন: হা হা হা- মাটিতে গড়াগড়ি করছি।
যাক শুনেও ভাল লাগলো, ডিফারেন্ট টাচ রইলো খুলনায় আর আমি উত্তরবঙ্গে।
যাইহোক আমি একটা লেখা পড়েছিলাম সেটা বলেছি।
সোলস বাংলাদেশের মাদার ব্যান্ড। এ ব্যান্ডে যেই গেছে সেই স্টার।

এটা কেমন লাগে ?

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৮

ঢুকিচেপা বলেছেন: লেখাটা পেয়েছি, যার সারমর্ম এরকম:

আলী আহমেদ বাবু ছিলেন খুলনার মেলোডি ব্যান্ডে এবং দ্যা ব্লুজ ব্যান্ডে ছিলেন মেজবাহ। এই দুজন ঠিক করেন আলাদা ব্যান্ড করবেন যেটার নাম হলো “ডিফরেন্ট টাচ”। আশরাফ বাবু তখন অপরিচিত গীতিকার ও সুরকার। আহমেদ বাবু গানের জন্য আশরাফ বাবু কে বললে তিনি বলেন দিতে পারি যদি তুমি গাও। সেই অনুযায়ী তার ৪ টি গান ( শ্রাবণের মেঘ, দৃষ্টি প্রদীপ, স্বর্ণলতা ও রাজনীতি) গান নির্বাচন করেন। এরপর তারা রেকর্ডিং এর জন্য ঢাকায় যায় এবং আহমেদ বাবু ৪টি গান রেকর্ড করার পর অসুস্থ হয়ে (জন্ডিস) খুলনায় ফিরে আসেন। আলী আহমেদ বাবুর অপেক্ষায় না থেকে এবং কারিগরি ত্রুটির কারণে দৃষ্টি প্রদীপ গানসহ বাদবাকি গান রেকর্ড করে মেজবাহ ক্যাসেট নিয়ে খুলনা চলে আসে। এ ঘটনার পর আলী আহমেদ বাবু বন্ধু আশরাফ বাবুকে নিয়ে অরবিট গঠন করেন। এ সময় পলাশ ছিল অরবিটে।
আলী আহমেদ বাবু কুমিল্লা শিক্ষাবোর্ডের System Analyst হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে IBM এর IT expert হিসাবে কানাডায় স্থায়ী হন।

সুখের এ প্লাবনে-আলী আহমেদ বাবু
শ্রাবণের মেঘগুলো-ডিফরেন্ট টাচ (ক্যাসেট)
শ্রাবণের মেঘগুলো-মেজবাহ

বোনাস

১৯| ১১ ই জুলাই, ২০২০ রাত ১:৩৮

মিরোরডডল বলেছেন:



নাহ আগে শুনিনি এটা ।
আচ্ছা ঠিক আছে মাটি থেকে উঠে আসা হোক । গড়াগড়ি খেতে হবে না :)
যেহেতু গান করা হয় দেট আই অলরেডি নো, সেই গানগুলো নিয়ে একটা পোষ্ট দেয়াই যায় ।
Okie dokie I gotta go now.
সকাল হয়ে গেছে :|

১১ ই জুলাই, ২০২০ রাত ২:১২

ঢুকিচেপা বলেছেন: মজার এক কান্ড হলো।
এ গানটা প্রথম শুনেছিলাম কলকাতায়, তখন ওখানে পুজো ছিল। সকালের ঘুম ভেঙেছিল এই গানটা শুনে। দুর থেকে ভেসে আসা গানটা মধুর মতো লাগছিল। আপনিও শুনলেন সকালে।
এটা কি কাকতালীয় ? প্রথমবার হলে এই গান কি শুধু সকালেই শুনতে হয়? হা হা

দেশীয়

২০| ১১ ই জুলাই, ২০২০ রাত ২:২২

ইফতেখার ভূইয়া বলেছেন: আমি খুব সম্ভবত দ্বিতীয় এবং তৃতীয় শ্রেনীর একজন। গানের ব্যাপারে অবশ্য আমি ভীষণ পিকি, সবগান ভালো লাগে না, ভালো লেগে গেলে খুব সম্ভবত এই জীবনেও সেটা আর ভুলবো না। আমার কাছে গানের বিশাল (লক্ষাধিক হতে পারে) কালেকশান আছে (বাংলা, হিন্দী, ইংরেজী)। চাকুরী পেয়েই সাতশ ডলার দিয়ে আমার স্টেরিও কিনেছিলাম। এখনো প্রচুর সিডি, ডিভিডি র্যাম, ব্লু-রে ডিস্ক আছে এবং ব্যবহার করছি বিভিন্ন কারণে। তবে মূলত গান সংরক্ষণের উদ্দেশ্যেই এই ব্লু-রে (এম-ডিস্ক) ডিস্কগুলো কেনা। ধন্যবাদ।

১১ ই জুলাই, ২০২০ দুপুর ১:২০

ঢুকিচেপা বলেছেন: আপনি তো রীতিমত গান পোকা তাও স্পেশাল ক্যাটাগরি দিখছি, তাহলে তো এই পোস্ট আপনার জন্য নয়, হা হা .....

যাইহোক আপনার সাথে পরিচিত হয়ে খুব ভাল লাগলো, আর আপনার গান সংরক্ষণের জন্য সাধুবাদ জানাই।
পরবর্তীতে শিল্পী+কালেকশান সংক্রান্ত কোন মেমোরেবল ঘটনা নিয়ে একটি পোস্ট আশা করছি।

শুভেচ্ছা রইল ।

২১| ১১ ই জুলাই, ২০২০ রাত ৯:০৪

মিরোরডডল বলেছেন:



তরুণের এই গানটা ভালো হয়েছে, এটা শুনেছি আগে কিন্তু এটা ছাড়া তার অন্য কোনও গান আমার শোনা হয়নি

চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি
সত্যি তাই , কেনো জোছনা দেখালো :|

১১ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৮

ঢুকিচেপা বলেছেন: আমিও শুধু এই গানটাই শুনেছি, তার অন্য গান শুনে থাকলেও নাম জেনে শোনা হয়নি।

“শহর থেকে দূরে কিছুটা সময়”

২২| ১৪ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৪

মিরোরডডল বলেছেন:



ওহ মাই গড ! কতবছর পর শুনলাম ! এই রাত শেষ না হয় । আমি তো শুধু অরবিটের লাল শাড়ী গানটাই মনে রেখেছি । এটা ভুলেই গিয়েছিলাম কিন্তু এই গানটাই একমাত্র সুন্দর ছিলো ।

শ্রাবণের মেঘগুলো ডিফারেন্ট টাচের বেস্ট গান, নো ডাউট কিন্তু লাস্ট ফিউ ইয়ারস ব্যাক মেজবাহ যখন এ গানগুলো আবার নিয়ে আসলো যেটার লিংক ঢুকিও দিলো, দিজ টাইম মিউজিক কম্পোজিশন ভালো হয়েছে । আমি যেটা সেদিন দিলাম ওটাও তাই ।

আহা জুয়েল এতো আরলি এজে মাত্র ২২ বছরে মারা গেলো, খারাপই লাগে । ভোকাল আহামরি না হলেও পোটেনশিয়াল ছিল । তার প্রথম দুটো এ্যালবামেই অনেক রোম্যান্টিক গান ছিলো ।

আই’ম সারপ্রাইজড ম্যান । হাউ ডু ইউ কানেক্টেড উইদ অল দিজ স্টোরিজ ? সত্যিটা ঝটপট বলে ফেলা হোক ।

১৪ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৮

ঢুকিচেপা বলেছেন: “লাস্ট ফিউ ইয়ারস ব্যাক মেজবাহ যখন এ গানগুলো আবার নিয়ে আসলো...”
সময় কেটেছে অনেক, প্রযুক্তি উন্নত হয়েছে সঙ্গে মিউজিশিয়ান সবমিলিয়ে ভাল কম্পোজিশন।

“ভোকাল আহামরি না হলেও পোটেনশিয়াল ছিল ।”

দারুন!!! সত্যিই আপনার কানটা ভাল।
কম বয়সে ভোকালে ম্যাচিউরিটি কম।
কিন্তু সে সময় সবগুলো গান ভাল লাগতো।

২৩| ১৪ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৯

মিরোরডডল বলেছেন:

আহা জুয়েল, একটা বাচ্চা ছেলে কেমন করে সুইসাইড করলো !

১৪ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩০

ঢুকিচেপা বলেছেন: এই শিল্পীর কথা মনে আছে ?এই শিল্পীর কথা মনে আছে ?

২৪| ১৪ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

মিরোরডডল বলেছেন:

আই’ম সারপ্রাইজড ম্যান । হাউ ডু ইউ কানেক্টেড উইদ অল দিজ স্টোরিজ ? সত্যিটা ঝটপট বলে ফেলা হোক ।
এটার উত্তর কে দেবে ?

১৪ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪২

ঢুকিচেপা বলেছেন: হা হা..... ওটার উত্তর আমাকেই দিতে হবে।

আপনি সারপ্রাইজড তাই নিজেকে গর্বিত মনে হচ্ছে।

এক বড় ভাই বলেছিল সবকিছু পড়ে মুখস্থ করার দরকার নেই। শুধু মনে রাখতে প্রয়োজনে যেন নির্দিষ্ট জায়গা থেকে পাওয়া যায়। অনেকদিন আগে পড়েছিলাম সেটা মনে ছিল তাই সেই অনুযায়ী খুঁজে বের করলাম আরকি।

২৫| ১৪ ই জুলাই, ২০২০ রাত ৮:০২

মিরোরডডল বলেছেন:

সো, আমাদের ঢুকিই কি রানা ? :|

১৪ ই জুলাই, ২০২০ রাত ৮:১২

ঢুকিচেপা বলেছেন: হা হা.. পাগল একটা।
আমি তেমন কেউ নারে বাবা।

আসিকুজ্জামান টুলুর আবিষ্কার রানা এখন মাদকাসক্ত (২০১৫ সালের খবর)। এতটাই করুণ অবস্থা যে স্মৃতি লোপ পেয়েছে।
এগুলো কোন এক সময় পড়েছিলাম তাই বলতে পারছি, এর বেশী কিছু নয়।

২৬| ১৪ ই জুলাই, ২০২০ রাত ৮:২৯

মিরোরডডল বলেছেন:
শোন কিছু কথা ছিল

১৪ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৭

ঢুকিচেপা বলেছেন: আগের কম্পোজিশনের স্বাধ আলাদা। অনেকদিন পর শোনা হলো। ধন্যবাদ গানটা দেয়ার জন্য।

২৭| ১৪ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৩

মিরোরডডল বলেছেন:

রানা যেন ভালো হয়ে উঠে । ছোট একটা জীবন । সবাই কেনো ভালো থাকেনা !
আই উইশ রানা ভালো হয়ে আবারও এই শোন মেয়ে, শোন কিছু কথা ছিল এরকম গান করুক ।

১৪ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৯

ঢুকিচেপা বলেছেন: হ্যাঁ ভাল হয়ে উঠুক এই কামনা করছি।

এবার অন্য

২৮| ১৪ ই জুলাই, ২০২০ রাত ৯:২১

মিরোরডডল বলেছেন:



গানটা সুন্দর । থ্যাংকস ঢুকি ।

হা হা.. পাগল একটা।

সেকি ! ঢুকি আমাকে পুরো কপি করলো যে :)

১৪ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৫

ঢুকিচেপা বলেছেন: হা হা শুধু কপি করিনি কপি করে পেস্ট করেছি।
সে সময়ের একটা হিট গান পরে দিব আপাততঃ

মিষ্টি একটা মেয়ের গান শুনুন।

২৯| ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৫

মিরোরডডল বলেছেন:



হা হা শুধু কপি করিনি কপি করে পেস্ট করেছি।
ইউ আর ফানি , অনেস্ট স্বীকারোক্তি ভালো লাগলো :)
হুম শুনলাম, ক্ষুদে ট্যালেন্ট ।

১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২০

ঢুকিচেপা বলেছেন: এটা

৩০| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৯

মিরোরডডল বলেছেন:



এতোবড় কমেন্ট লিখতে কষ্ট হয়নি ঢুকি ? আমাকে বললেই হতো আমি না হয় হ্যান্ড দিতাম :P
হা হা হা......আজব একটা ।

হুম এই গানটাই তার একমাত্র গান ছিল ভালো যেটা শোনা হয়েছে, পুরো ক্যাসেটের বাকি আর গানগুলো একদমই মনে ধরেনি ।

আচ্ছা ঢুকি, ওল্ড নিক থেকে কি কখনও আমার সাথে কথা হয়েছিল ?

১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

ঢুকিচেপা বলেছেন: আগের কমেন্টে তো কোন প্রশ্ন ছিলনা। একটা গান দিতে আর কত লেখা.....

এটাই আমার নিজের এবং পুরাতন বাড়ী আর অন্যটাতে বাস করেছি আড়াই বছর।
ঐ বাসা থেকে কখনই আপনার বাসায় যাওয়া হয়নি।

৩১| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

মিরোরডডল বলেছেন:

এই গান মনে রাখার আরেকটা কারণ হচ্ছে এক পাগলা প্রেমিক এই গান দিয়ে প্রপোজ করেছিল, রক্ত দিয়ে চিঠি লিখে । গড নোজ ওটা কিসের রক্ত ছিলো :)

১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪০

ঢুকিচেপা বলেছেন: হা হা হা......আমিও ভাবছিলাম ওটা কিসের রক্ত ছিল।
তবে যাই হোক ছেলেটা সার্থক কারণ সে একটা গানে আপনার স্মৃতিতে জীবিত আছে।

৩২| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪২

মিরোরডডল বলেছেন:

ঢুকি আমার বাসায় আসেনি কিন্তু আমি কি কখনও ঢুকির বাসায় গিয়ে নক করেছিলাম দু একবার ? মনে হয় করেছিলাম...তাই না? সেটা ড্রাফ্‌ট করে ফেলা হয়েছে...রাইট ?

১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

ঢুকিচেপা বলেছেন: ড্রাফট করা আছে সেটা ঠিক কিন্তু সম্ভাবনা 0%

৩৩| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

মিরোরডডল বলেছেন:



আই থিংক আই গট ইউ । কাল এক রানার গান দেয়া হল, সেইম আজ অন্য রানা ।
আমাদের সামুর এক রানা ছিলো খুব সুন্দর একটা নিকে যে সব ড্রাফ্‌ট করে ফেলেছে ।
আই থিংক ইটস ইউ নস্টালজিক । প্লীজ টেল মি আই’ম রাইট ।

১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

ঢুকিচেপা বলেছেন: না না এরকম লুকোচুরির কিছু নেই।
“প্রিয় শিল্পীর কিছু গজল” এবার মিলিয়ে নেন।

৩৪| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৩

মিরোরডডল বলেছেন:

কি মিলিয়ে নিবো ? মাথা বন বন X((

৩৫| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১১

মিরোরডডল বলেছেন:

ওহ মাই গড !!! সিরিয়াসলি ???? উফ ! কি যে শান্তি এখন :)

১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৪

ঢুকিচেপা বলেছেন: কেন ? এমন হবার কোন কারণ আছে নিশ্চই।

৩৬| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৬

মিরোরডডল বলেছেন:



বাহ! ডিটেকটিভ হয়ে কালপ্রিট বার করার চেষ্টা করছিলাম নাহ ?
প্রতিবার সাস্পেক্ট ভুল হচ্ছিলো । সবকিছুতেই ক্লু খুঁজি ।
যাক ফাইনালি । আজ রাতে শান্তিতে ঘুম :)

১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

ঢুকিচেপা বলেছেন: বড়ই লজ্জ্বাজনক।
সবাই ভাল থাক, ঘুম হোক শান্তিতে।

৩৭| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪১

মিরোরডডল বলেছেন:

লেখক বলেছেন: বড়ই লজ্জ্বাজনক।
???

৩৮| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

মিরোরডডল বলেছেন:

থ্যাংকস গড যে বলা হয়নি রেস্ট ইন পিস :- ) শুভরাত্রি !

১৬ ই জুলাই, ২০২০ রাত ১২:১১

ঢুকিচেপা বলেছেন:

৩৯| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫৯

মিরোরডডল বলেছেন:

.

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৪

ঢুকিচেপা বলেছেন: হা হা.. বিন্দুটা দেখেছি

কিছু দেখা যাচ্ছে না মানে কিছুই নাই এমনটা ভাবা ভুল। ক্লিক করলে কিছুতো অবশ্যই বাজতো।

৪০| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৩

মিরোরডডল বলেছেন:

ক্লিক করলে কিছুতো অবশ্যই বাজতো।
মানে কি ? ক্লিক করা হয়নি ! :|

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩০

ঢুকিচেপা বলেছেন: এই বক্সটুকুর মধ্যে ক্লিক করলে বাজার কথা

যাইহোক আবার দিলাম

৪১| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৫

মিরোরডডল বলেছেন:

ঢুকিটা বোকা । আমিতো ঢুকির দেয়া চিঠি গান আগেই ক্লিক করে শুনেছি ।
আমার লাস্ট মেসেজে আমি ডট এর কথা বললাম আমি যেটা দিলাম শোনা হয়েছে কিনা :- )

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৩

ঢুকিচেপা বলেছেন: আই’ম সারপ্রাইজড (কপি পেস্ট)
আমার জালে আমিই ভুল করেছি। সত্যিই বোকা.............
শুনছি..... এই মুডের গানও ভাল লাগে (অনুপম স্টাইল)

আগে শুনিনি, ধন্যবাদ।

৪২| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৯

মিরোরডডল বলেছেন:
মিরোরডডল বলেছেন:

লেখক বলেছেন: বড়ই লজ্জ্বাজনক।
???

১৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৫

ঢুকিচেপা বলেছেন: “কালপ্রিট বার করার চেষ্টা করছিলাম নাহ ?”

৪৩| ১৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১০

মিরোরডডল বলেছেন:

হা হ হা হা .........

শৈশবে কমেন্ট রেখেছি ।

১৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৬

ঢুকিচেপা বলেছেন: খুব বেশী দেরী হয়নি কি বলেন।

১৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

ঢুকিচেপা বলেছেন: তাই তো কিসের দেরি। দেখেছি, গানটা শুনছি।

৪৫| ২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৪

পার্থিব হোসেন বলেছেন: গান শোনার সময় এত কিছু ভাবিনি কখনো। গান যা ভালো লাগে তাই শুনি(বাংলা, ইংরেজি, হিন্দি)। আপনার লেখা পড়ে মনে হচ্ছে, ভাবা উচিৎ। আর এই তাল গুলোর কথা যে বললেন, এটা আমি প্রথম শুনেছি একটি (কাহারবা নয় দাদরা বাজাও.।.।.।) গানে। তখন থেকেই ভাবতাম, এগুলো আলাদা করা যায় কি করে? গান শোনার সময় বুঝার উপায় কি? কিন্তু গানের জগতের লোক নই বলে বা গানের জগতের কারো সাথে পরিচয় নেই বলে জানা হয় নি। তবে গান শোনার সময় বাঁশি, সেঁতার, তবলা এই তিনটা যন্ত্রের শব্দ আমার কেন যেন আলাদা ভাবে কানে লাগে সবসময়।
ধন্যবাদ আপনাকে।

২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২০

ঢুকিচেপা বলেছেন: আপনাকে স্বাগত।
বুঝলাম সব ধরনের গান শোনা হয়।
“আপনার লেখা পড়ে মনে হচ্ছে, ভাবা উচিৎ।” এখানে উচিৎ শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না কারণ তাতে মনে হবে বিষয়টা বাধ্যতামুলক। যেকোন বিষয়ে যত গভীরে ঢুকতে পারবেন সেটা তত বেশী জানবেন এটা আমরা সবাই জানি। প্রথমে একটি গান নিয়ে আপনি চেষ্টা করে দেখতে পারেন।
“(কাহারবা নয় দাদরা বাজাও.।.।.।)”- হ্যাঁ, “সন্ন্যাসী রাজা” সিনেমায় জনপ্রিয় কন্ঠ শিল্পী মান্না দে’র গাওয়া একটি গান, যে গানের কথা গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর নচিকেতা ঘোষ এর ছিল।
“তখন থেকেই ভাবতাম, এগুলো আলাদা করা যায় কি করে?”
অবশ্যই আলাদা করা যায়। তবে অনেক পিচ সবাই বুঝতে পারবে এমনও না। কিছু কিছু পিচ তৈরী করা হয়। যেমন মাথার চিরুনী উপর থেকে নিচে টানলে যে পিচ তৈরী হয় এটা অনেক গানে আছে।
ইউটিউবে ইন্সট্রুমেন্টাল সলো কম্পোজিশন পাওয়া যায়। সংগ্রহ করে শুনলে কিছুটা ধারণা হবে।
কতটুকু বোঝাতে পারলাম জানিনা তবে আপনার মন্তব্য অসম্ভব ভালো লেগেছে।

শুভেচ্ছা রইল।

৪৬| ২৯ শে জুলাই, ২০২০ সকাল ১০:১৫

মনিরা সুলতানা বলেছেন: ওরে এ এ এ ...
ড আর ঢ কে ধন্যবাদ অনেক অনেক ভুলে যাওয়া গান শুনলাম; কিছু নতুন ও !

২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

ঢুকিচেপা বলেছেন: মনিরাপু পুরাতন পোস্টে আপনাকে পেয়ে ভীষণ ভাল লাগলো।
ভুলে যাওয়া কিছু গান শোনাতে পেরে খুব আনন্দিত বোধ করছি।

এটাও হয়তো অনেকদিন শোনা হয়নি তাই দিলাম।

৪৭| ২৯ শে জুলাই, ২০২০ রাত ৮:০০

মিরোরডডল বলেছেন:

ধাঁধা পোষ্টে ঢুকির কমেন্ট পড়ে আই ক্যান্ট স্টপ লাফিং :)

২৯ শে জুলাই, ২০২০ রাত ৮:১৪

ঢুকিচেপা বলেছেন: চেষ্টা করেছিলাম, কিন্তু হলো না। দেখলাম আমি যা চিন্তা করেছি সেখানে ফাঁক থেকে যাচ্ছে। তাই আর চাপ না নিয়ে কিছু লিখে এসেছি।
এখানকার মজাই একেক জনের মন্তব্য।

৪৮| ২৯ শে জুলাই, ২০২০ রাত ৮:০৪

মিরোরডডল বলেছেন:



ঢুকিকে বলেছিলাম ব্লগে একটা সুইট আপুর কথা , মনে আছে সামিনা চৌধুরীর গান নিয়ে ?
এই মনিপুর কথা বলেছিলাম । আমাদের সুইট কিউট আপুটা ।

হেমন্তের যেই গানটা এটা শুনলেই আমার বাবার কথা মনে পরে । বাবার খুবই পছন্দের ছিল । খুব শোনা হতো । কিছুক্ষণের জন্য আমি শৈশবে ফিরে যাই ।

২৯ শে জুলাই, ২০২০ রাত ৮:২০

ঢুকিচেপা বলেছেন: হ্যাঁ মনে আছে। আসলে আমার সাথে তো কারো পরিচয় হয়নি।

আপনার বাবার পছন্দের গান শুনে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে স্যরি। আর যদি সুখস্মৃতি দেয় তো আমি ধন্য।
আশা করছি মনিরাপুরও ভাল লাগবে।

৪৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১৩

আমি সাজিদ বলেছেন: বেশ তো! গান শোনা যে ভুলে গেছে তার জন্য উপদেশ দিন।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৩

ঢুকিচেপা বলেছেন: সাঁতার যে একবার শিখেছে, সে ইচ্ছা করলেও তা ভুলতে পারে না।

কোন কারণে হয়তো গান শোনা হচ্ছে না বা গান শোনার ক্ষেত্রে যে টান ছিল সেটা কমে গেছে।
এ ক্ষেত্রে নিজেকেই নিজের মন প্রস্তুত করতে হবে গান শোনার ক্ষেত্রে। শুরুটা করতে হবে সেই প্রিয় গানগুলো দিয়ে যে গানের সাথে স্মৃতি জড়িয়ে আছে।
এখানে ইচ্ছা এবং মনটাই প্রধান।
উপদেশ নয় বরং এটা আমার ব্যক্তিগত মতামত।

লাইকসহ মন্তব্যে শুভেচ্ছা রইল।

৫০| ১০ ই জুন, ২০২১ সকাল ১০:৩৮

খায়রুল আহসান বলেছেন: আমি গানের গ্রামার বুঝি না, তবে গান শুনি প্রচুর। আপনি যে শ্রোতাদের শ্রেণীবিভাগ করেছেন, আমি সম্ভবতঃ তার 'দ্বিতীয় শ্রেণী'তে পড়ি। গানের সুর, লয়, তাল ইত্যাদি খুব কমই খেয়াল করি, কারণ এ সবের ব্যাকরণ আমার জানা নেই। তবে, আপনার এ লেখাটা পড়ার পর হয়তো এখন থেকে গানের মাঝে 'তাল যন্ত্র, তার যন্ত্র, সুর যন্ত্র' যে খেলা খেলে যায় তা খেয়াল করে শুনবো। এই তিন শ্রেণীর যন্ত্রের কথা যেখানে লিখেছেন, সেখানে প্রতিটির একটা দুটো উদাহুণ বা নাম উল্লেখ করলে ভাল হতো বলে মনে করি।

এসব আপনি এতটা নিবিড়ভাবে খেয়াল করে দেখেন, শোনেন বলেই আপনি একজন গুণী শিল্পী হতে পেরেছেন।

পোস্টে ষষ্ঠ ভাল লাগা + +।


১২ ই জুন, ২০২১ রাত ১১:৩৩

ঢুকিচেপা বলেছেন: গান শুনতে গ্রামার বুঝতে হবে না। উপভোগ করা যায় এমন যে কোন বিষয় যত গভীরভাবে পর্যবেক্ষণ করবেন ততটাই আনন্দ পাবেন।
আমরা সবাই যখন গান শুনি তখন অনেকেই গানের সাথে হাত/পা দোলাই বা বিট (আঘাত) দেই এটাই হচ্ছে তাল এবং অজান্তেই এই কাজ করি।
আপনি যে প্রচুর গান শোনেন তা আপনার বিভিন্ন মন্তব্যে বুঝতে পেরেছি।

সাধারণতঃ একজন কন্ঠশিল্পীর চেয়ে একজন যন্ত্রশিল্পী বেশী পরিশ্রমী।

আপনার কথা অনুযায়ী তিন শ্রেণীর যন্ত্র ছবিসহ দিলাম (বোঝার সুবিধার জন্য তিনটি শ্রেণী করেছিলাম, আসলে শ্রেণী অনেক)।
নতুনভাবে গান শুনে কেমন লাগছে জানাবেন। শেষের লাইনে যা বললেন আমি আসলেই তেমন কিছু না।

আপনার উপস্থিতি, সুন্দর মন্তব্য এবং প্লাসে অনুপ্রাণীত।

কিছুদিন হলো ব্যস্ত তাই আপনার সব মন্তব্যের প্রতিমন্তব্য দিতে দেরী হয়ে যাচ্ছে।

৫১| ১০ ই জুন, ২০২১ সকাল ১০:৪৪

খায়রুল আহসান বলেছেন: 'উদাহুণ' টা উদাহরণ হবে। আমার ল্যাপটপের কী বোর্ডে 'R' অক্ষরটা সহজে উঠে না। কয়েকবার জোরে চাপ না দিলে তার ঘুম ভাংগেনা! :)

১২ ই জুন, ২০২১ রাত ১১:৩৪

ঢুকিচেপা বলেছেন: এটার জন্য একটা কাজ করতে পারেন, যে কোন জায়গা থেকে “র” কপি করে শুধু পেস্ট করবেন।
এক “র” এর জন্য আপনাকে আবার কষ্ট করে অনেক লিখতে হলো।

৫২| ১৩ ই জুন, ২০২১ রাত ১২:০৬

খায়রুল আহসান বলেছেন: বাহ, এ যে যা চেয়েছিলাম, তার ডবল পেলাম! চেয়েছিলাম শুধু দৃষ্টান্ত হিসেবে কিছু নাম, পেলাম ছবিসহ সে নামগুলো। অনেক ধন্যবাদ, মন্তব্য পড়ে পুনরায় এ 'পেইন'টুকু নেয়ার জন্য।

"নতুনভাবে গান শুনে কেমন লাগছে জানাবেন" - পোস্টের লিঙ্কে দেয়া গানগুলো এবং মন্তব্যে/প্রতিমন্তব্যে আসা (আপনার এবং মিরোরডডল এর) প্রায় সবগুলো গানই শুনেছি গত ক'দিন ধরে। নতুন কোন গান দিয়েছেন কি?

১৩ ই জুন, ২০২১ রাত ১২:২১

ঢুকিচেপা বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভাবলাম শুধু নাম দেয়ার চেয়ে ছবিসহ দিয়ে দেই, এই আরকি।
মিরোরডডল আপু বাংলা-ইংরাজী,স্প্যানিশ সব শোনেন, আমি শুধু বাংলা আর অল্প কিছু হিন্দি শুনি।
নতুন কোন গান সংযোজন করিনি।

ফিরে এসে মতামত জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.