![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ কে?”- এই প্রশ্নের উত্তর দিতে আমরা হয়তো একটু চিন্তায় পড়ে যাবো। কিন্তু আসলে এর উত্তরই সবচেয়ে সহজ আর তা হল- “যার মনে লাগে যে”। আমার কাছে যে মানুষটিকে সবচেয়ে ভালো লাগবে বা লাগে সে-ই আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। কয়েকদির আগে একটা আর্টিকেল পড়েছিলাম, যার থিমটা ছিল এমন- ‘এটা আমার ভালো লাগে না’ আর ‘এটা ভালো না’। দুইটা কথার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। প্রথমটা হল আমার একান্ত ব্যক্তিগত মতামত যে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। আর অন্যটি হল সর্বজনীন। যেটা আমর কাছে ভালো লাগে না, সেইটা যে অন্য সবার কাছে খারাপ হবে এমনটা ভাবা বোকামি।
আমরা খুব সহজেই একজন মানুষ সম্পর্কে মন্তব্য দিয়ে থাকি। অনেক সময় জেনে বলি আবার অনেক সময় না জেনেই জোর দিয়ে বলে থাকি। কোন একজন যদি একটা মেয়ে দেখিয়ে আমাকে বলে-
- এই মেয়েটাকে চেন? খুব খারাপ একটা মেয়ে। জাষ্ট অ্যা বিচ।
- তাই নাকি? তোমার সাথে খারাপ কিছু করছে নাকি?
- আরে না, আমার সাথে কিছু করে নায় তবে শুনছি মেয়েটা খারাপ।
নরমালি এই কথা শোনার পরে মেয়ের সম্পর্কে আমার মধ্যে নেগেটিভ একটা ধারণা তৈরি হবে। হয়তো আমিও অন্য কোনদিন আরেকজনকে দেখিয়ে এই মেয়ে সম্পর্কে একই কথা বলবো কারণ আমিও শুনেছি মেয়েটি খারাপ। আদৌতেই মেয়েটি হয়তো এমন নয়, সে জানলোই না তার সম্পর্কে এতো খারাপ একটা কথা রটে গেছে।
মানুষ সম্পর্কে ‘ভালো-খারাপ’ ব্যাপারটা মুখে মুখেই প্রচারিত হয়। এইটা সংক্রামক। আরেকটি উদাহরণ দেই- আমি একটি মহিলা কলেজে জব করি। কলেজে যারা আমাকে দেখে তাদের মধ্যে কেউ একজন যদি বলে যে, “দিগন্ত খুব ভালো একজন মানুষ”। স্বভাবতই কলেজের সবাই আমাকে ভালো বলেই জানবে। কেননা কেউ আমাকে পারসোনালি চিনে না। বাস্তবে আমি হয়তো খুব খারাপ একজন মানুষ। শুধুমাত্র চাকরি বাঁচানোর জন্য কলেজে ভালো সেজে থাকি। আবার উল্টোটাও হতে পারে। আমার সম্পর্কে খারাপ কথাও রটে যেতে পারে। হয়তোবা কোনদিন আমি জানবোও না যে, আমার নামে মেয়েরা নাক সিটকাচ্ছে।
আসলে, উপস্থাপনের উপর অনেক কিছু নির্ভর করে। একজন মানুষকে আমার ভালো/খারাপ লাগতে পারে। সেটা অন্যের কাছে বলার ধরণের মধ্যে পার্থক্য তৈরি করে। কারো সম্পর্কে বলতে গিয়ে -“এই মানুষটি ভালো/খারাপ ” না বলে বরং বলতে পারি-“একে আমার ভালো/খারাপ লাগে।” কেননা আমি আমার নিজের মতামত দিয়ে অন্যকে মটিভেট করতে পারি না। কারণ আমার মনের সাথে অন্যের মনের মিল নাও হতে পারে। আমার কাছে যে মানুষটি খারাপ আরেক জনের কাছে সেই মানুষটি হয়তো তার পৃথিবী।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬
দিগন্ত জর্জ বলেছেন: ঠিক তাই। তাহলে পৃথিবীতে আর কোন খারাপ মানুষ থাকবে না। সবাই সবাইকে ভালো বলবে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬
আরণ্যক রাখাল বলেছেন: হুম| তবে এটা মেয়েদের বেলাতেই বেশি ঘটে| সুন্দরী হলে তো কথাই নেই| যখন দেখে নিজের বেইল নাই তখন বলে মেয়েটা খারাপ| আঙুর টক আরকি
১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯
দিগন্ত জর্জ বলেছেন: আপনার সাথে সহমত। বঞ্চিতরা সর্বদাই নিন্দুক হয়। খুব অল্পতেই মেয়েদের নামে খারাপ একটা মন্তব্য করে ফেলে ।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ভাল/খারাপ বিচার করতে হলে কোন নিয়ামকের উপর ভিত্তি করে বিবেচনা করা হচ্ছে সেটা নির্ধারণ করা জরুরি। কে ভাল কে খারাপ এটা একটা আপেক্ষিক বিষয় যা বিবেচকের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে।
সাধারনভাবে মানুষ তার স্বার্থ রক্ষা করেই ভাল/খারাপ নির্ধারণ করে। যেমন - যে মেয়ে অন্নের সাথে প্রেম করে সে খারাপ (দোষ প্রেম করা), যে মেয়ে আমার সাথে প্রেম করে সে ভাল ( এখানে প্রেম করা দোষের না )।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬
দিগন্ত জর্জ বলেছেন: আমার লেখার মুখ্য বিষয় সেটাই। আমার স্বার্থে যে আঘাত করছে তাকে আমি বলবো "তাকে আমার খারাপ লাগে"। "সে খারাপ" এই কথাটা সর্বজনীন।তাই এটা বলা ঠিক হবে না। আপনার সাথে একমত। ধন্যবাদ মন্তব্যের জন্য।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯
কামাল - বলেছেন: AAGE NIJEKE KATO TUKU JANI TA BICHAR KORBO PORE ONNER KOTHA BOLBO.
TAI AAMI VOLBO "AAGE NIJEKE JANO"
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
দিগন্ত জর্জ বলেছেন: নিজের দোষ কারোই চোখে পড়ে না। সবাই অন্যের দোষ খুঁজে বেড়ায়। আপনি ঠিক কথাই বলেছেন।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
তুষার কাব্য বলেছেন: অনেক কঠিন প্রশ্ন !
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
দিগন্ত জর্জ বলেছেন: উত্তরটা কিন্তু আসলেই সহজ। তবে ভাবনার বিষয় বটে।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪
গেম চেঞ্জার বলেছেন: মানসিকতা বদলানোর দরকার।