নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন মানেই আনন্দ আর কষ্ট..

দিগন্ত জর্জ

সাধারণ একজন মানুষ

দিগন্ত জর্জ › বিস্তারিত পোস্টঃ

পড়বি তো পড় মালীর ঘাড়ে

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

সেদিন ছিলো বর্ষাকাল
বাইরে ছিলাম রাতে
সকাল বেলা দিলাম হাঁটা
সময় ছিলো না হাতে।

সারা রাত্রি বৃষ্টি হলো
রাস্তায় জমলো পানি,
এতো বৃষ্টি কহন হইলো?
কেমনে হলো? কি জানি!!!

মিললো নাতো বাস রিক্সা
পেলাম না কোন ট্রাক
মেজাজটাই বিগড়ে গেল
ধুত্তরী ছাই !! "ফাক"।

হাতে নিলাম মানিব্যাগ আর
অন্য হাতে ফোন
প্যান্টটা ভেঙ্গে হাটা দিলাম
কী আর করুম কন?

পানি আমার কোমর সমান
তাতে ভাসছে গু,
এর মাঝে কি হাঁটা যায়
উহু !! ওয়াক থু!!

বর্ষাকালে ঢাকায় থাকা
মিটলো আমার সাধ
পানি নামার রাস্তা বন্ধ
এদিক সেদিক বাঁধ।।

সবধানতার মাইর নাই
চলছি রাস্তার ধারে,
তবুও রক্ষা হলো না আমার
পড়লো মালীর ঘাড়ে।

ধীর গতিতে যাচ্ছি হেঁটে
পা ফেলছি কৌশলে,
কপালটাতো মন্দ আমার
পড়ে গেলাম ম্যানহোলে।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬

কল্লোল পথিক বলেছেন: সবধানতার মাইর নাই
চলছি রাস্তার ধারে,
তবুও রক্ষা হলো না আমার
পড়লো মালীর ঘাড়ে।
কবিতা ভাল লেগেছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

দিগন্ত জর্জ বলেছেন: ছড়া ভালো লেগেছে শুনে খুশি হলাম। ধন্যবাদ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছড়াটা ভালো হয়েছে। ধন্যবাদ দিগন্ত জর্জ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

দিগন্ত জর্জ বলেছেন: অসংখ্য ধন্যবাদ। :) :) :) :) :)

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

মুসাফির নামা বলেছেন: বেশ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

দিগন্ত জর্জ বলেছেন: :) :) :)

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ লাগল ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০

দিগন্ত জর্জ বলেছেন: ধন্যবাদ আপনাকে। :) :) :)

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪

দিগন্ত জর্জ বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৮

জ্যোস্নার ফুল বলেছেন: হাহা, ভাই গত বর্ষার কথা মনে পইড়া গেল, বাড্ডায় থাকতাম, সে কি দৃশ্য !

ছন্দ কবিটা ফাটাফাটি হইছে :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২

দিগন্ত জর্জ বলেছেন: আপনারও এমন অভিজ্ঞতা আছে নাকি?? আমার পড়ে যাওয়ার অবস্থা দেইখা তো লোকজনের হাসি আর থামে না। মনে হইলো সার্কাস দেখছে।

ছড়াটা ভালো লাগার জন্য ধন্যবাদ।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: =p~ =p~ :D :-P

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

দিগন্ত জর্জ বলেছেন: :( :( :( :( :(

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

গেম চেঞ্জার বলেছেন: ওয়াক ওয়াক ওয়াক........ :-/


(ছড়িতা ভাল হইছে।)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০

দিগন্ত জর্জ বলেছেন: তাইলে বোঝেন আমার কী অবস্থা হইছিলো!!! চারপাশে হলুদের বন্যা, মাঝখানে আমি অতি স্লোমোশনে!!!!!
ভালো লাগার জন্য ধন্যবাদ।

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬

শাহাদাত হোসেন বলেছেন: আধুনিক যুগের আধুনিক কবিতা ।

পড়ে ভালো লাগলো ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১

দিগন্ত জর্জ বলেছেন: আর ঢাকার আধুনিক অবস্থা। ধন্যবাদ আপনাকে।

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

দিগন্ত জর্জ বলেছেন: :( :( :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.