নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন মানেই আনন্দ আর কষ্ট..

দিগন্ত জর্জ

সাধারণ একজন মানুষ

দিগন্ত জর্জ › বিস্তারিত পোস্টঃ

পোলা - মাইয়া বৈষম্য

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২

ছোটবেলায় শুনেছিলাম, “ছেলেরো হলো কচুপাতার মত, কোনদিনও ভিজে না, আর মেয়েরা হল কাঁথার মত, একটু পানিতেই ভিজে যায়, আর একবার ভিজলে সহজে শুকায় না। সেই জামানা এখনো রয়ে গেছে মনে হয়।

অফিসের কাজে ছেলে যদি হোটেলে থাকে তবে আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আর পাড়া প্রতিবেশির অভিব্যক্তি-
- পোলায় তো অনেক বড় কোম্পানীতে জব করে। অফিসের কাজে কত জায়গায় ঘুইড়া বেড়ায়।
- অনেক বড় একটা পোস্টেই কাজ করে মনে হয়, তাছাড়া কি অফিস থেকে রাইতে থাকার জন্য এতো বড় হোটেলের ব্যাবস্থা করে??
- ছেলে কষ্ট কইরা পড়ালেখা করছে তো, তাই এহন এই পজিশনে আইতে পারছে।
- সমাজে পোলায় তো অনেক সম্মানীয় একজন ব্যক্তি।
- নিজের ছেলেকে শুনিয়ে বলে, "ওর মত হতে শিখ, তুই তো পড়ালেখা করস না। পড়ালেখা কইরা এমন বড় একটা জব করবি, তাইলে অফিস থেকে হোটেলে থাকবার পারবি।"

ঠিক একই কাজে কোন মেয়ে যদি হোটেলে থাকে, তবে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আর পাড়া প্রতিবেশির অভিব্যক্তি-
- ছিঃছিঃ মাইয়াডারে তো ভালোই মনে করতাম। রাইত বিরাইতে হোটেলে থাকে!!
- মাইয়াডা নষ্ট হইয়া গেল গা।
- কেমন কোম্পানীতে কাজ করে যে রাইতে হোটেলে থাকতে হইবো!!
- এতো পড়ালেখা কইরা শেষ পর্যন্ত এই কাম শুরু করছে!!!
- সমাজের নামডা ডুবাইলো মাইয়াডা।
- নিজের মেয়েকে বলবে, "খবরদার! এই মাইয়ার মত যেন না হও। পড়ালেখা করাইতাছি, ভালো চাকরী পাইলে করবা, না পাইলে করার দরকার নাই। ভালো পোলা পাইলে বিয়া দিয়া দিমু।
- এর লিগেই তো কই, মাইয়ারে দেখতে মহিলা মহিলা লাগে কেন !! ওষুধ বেশি খাইলে তো এই অবস্থা হইবোই।
- দেশটা এক্কেরে রসাতলে গেছেগা।

দৃষ্টিভঙ্গি বদলাই, বৈষম্য থাকবে না, সিরিয়াসলি। !!!

মন্তব্য ৩৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯

ডাঃ মারজান বলেছেন: দৃষ্টিভঙ্গি পালটাই, জীবন পালটে যাবে! ভালো লাগলো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

দিগন্ত জর্জ বলেছেন: আসলেই তাই। ধন্যবাদ আপনাকে।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯

আলী বলেছেন: ওষুধ বেশি খাইলে তো এই অবস্থা হইবোই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪

দিগন্ত জর্জ বলেছেন: হাহাহাহাহাহা.... স্বাস্থ্য একটু বেশি দেখলেই মনে করে রিজেন২৮ খা্ওয়া মাইয়া।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২

সুমন কর বলেছেন: দৃষ্টিভঙ্গি বদলাই, বৈষম্য থাকবে না,

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৫

দিগন্ত জর্জ বলেছেন: কারণ বৈষম্যটা ভেতর থেকেই আসে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৮

কল্লোল পথিক বলেছেন: ষ্টিভঙ্গি পালটান, জীবন পালটে যাবে!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৫

দিগন্ত জর্জ বলেছেন: ঠিক তাই। ধন্যবাদ।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০

মাসুম এইচ বিল্লাহ বলেছেন: চিকন মনোভাবের মানুষরা তো শুধু নেগেটিভটাই চিন্তা করবে ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬

দিগন্ত জর্জ বলেছেন: আর এই মানসিকতার মানুষরাই মানুষ সম্পর্কে খারাপ কথা রটায় বেশি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

অপর্ণা মম্ময় বলেছেন: বৈষম্য তাও থেকে যাবে আর সেটা নিজের ঘরেই থাকবে! তবুও চাই বদলাক!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

দিগন্ত জর্জ বলেছেন: পুরোপুরি সমতা কখনোই আসবে না, আর এটা কাম্যও নয়। তবে, আমরা আশাবাদী, নেগেটিভ চিন্তাভাবনার মানুষের বোধোদয় হবে।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

জনৈক অচম ভুত বলেছেন: দৃষ্টিভঙ্গিটা বদলানো দরকার আসলেই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২

দিগন্ত জর্জ বলেছেন: আমরা আশাবাদী, এক সময় এমনটা থাকবেনা ।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর বলেছেন । দৃষ্টিভঙ্গী উন্নত করতে হবে ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৪

দিগন্ত জর্জ বলেছেন: তবেই দেশের উন্নতি হবে। আমরা আশাবাদী।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

প্রামানিক বলেছেন: একদম বাস্তব কথাই তুলে ধরেছেন। ধন্যবাদ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৪

দিগন্ত জর্জ বলেছেন: এমন কথাগুলোই শোনা যায় মেয়েদের নামে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৫

চাঁদগাজী বলেছেন:




ভালো উদাহরণ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫

দিগন্ত জর্জ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন:
দৃষ্টিভঙ্গি বদলাই, বৈষম্য থাকবে না, সিরিয়াসলি। !!!
সত্যি কথা ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

দিগন্ত জর্জ বলেছেন: সত্যিই তাই। ধন্যবাদ মন্তব্যের জন্য।

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

শাহাদাত হোসেন বলেছেন: দৃষ্টিভঙ্গি বদলাবে তবে কিছু সময় লাগবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

দিগন্ত জর্জ বলেছেন: Rome was not built in a day... সময় লাগুক, কিন্তু আমরা এর পরিবর্তন চাই।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

খোলা মনের কথা বলেছেন: দৃষ্টিভঙ্গি বদলাই, বৈষম্য থাকবে না

কথাটির সাথে একমত কিন্তু তার পাশাপাশি চারিত্রিক দিক ঠিক রাখার আহ্ববান

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১

দিগন্ত জর্জ বলেছেন: হ্যা ভাই, চরিত্র খুব বড় একটা ফ্যাক্ট। আপনার সাথে সহমত।

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: "দেশটা এক্কেরে রসাতলে গেছেগা ।" অামাদের দৃষ্টিভঙ্গির দৈন্যদশা!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩

দিগন্ত জর্জ বলেছেন: এদের কথা শুনলে মনে হয় দেশে ভালো বলতে কিছুই নেই শুধু তারা ছাড়া।

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

মেজদা বলেছেন: ভাল লাগলো।। ধন্যবাদ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৮

দিগন্ত জর্জ বলেছেন: ভালো লাগার জন্য আপনাকেও ধন্যবাদ।

১৬| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৩০

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
দৃষ্টিভঙ্গী বদলানো আসলে খুব কঠিন কাজ। অন্তত বাংলাদেশে তাই মনে হয়। পোস্টে প্লাস।

বহুদিন আগে এক পোস্ট দিয়েছিলাম। থিমটা অনেকটা আপনার পোস্টের মতই। সময় থাকলে দেখাতে পারেন-

"আমেরিকার বাংলাদেশী মেয়েরা কি ভালনা?"

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:৩৩

দিগন্ত জর্জ বলেছেন: আপনার লেখাটা পড়লাম। দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য স্বশিক্ষাটা বেশি দরকার। মানুষের সমালোচনা আমরা খুব সহজেই করে ফেলি। আশা করি দেরীতে হলেও বৈষম্যটা দূর হবে । আমরা আশাবাদী। আনার প্লাসের জন্য ধন্যবাদ।

১৭| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: সব জাগায় বৈষম্য । সবচেয়ে দুঃখের কথা হলো- নিজ ঘরেও বৈষম্য হয়।

০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৫

দিগন্ত জর্জ বলেছেন: এর জন্যই বলে, "আসুন নিজে বদলে যাই, দুনিয়া বদলে যাবে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.