নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি নয়,কবিতা আমাকে ভাবাই।।

দিপেশ সরকার

আমি কবি নয়,কবিতা আমাকে ভাবাই।

দিপেশ সরকার › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছেজাগা

০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৮


যদি তোমার উরনার আরালে ভালোবাসা খুঁজি আমাকে দেবে..?
যদি তোমার কমল স্পর্শে হৃদয়ের স্পন্দনে স্পন্দিত হয়,
আমাকে আপন করে নেবে..?

তোমার হাতের অনামিকা জুরে আমার হাতের আঁকিবুঁকি।
তোমার ঠোঁটে আমার ঠোঁটের লুকোচুরি।
আশকারা দেবে...?

যদি বলি আমি দিশেহারা হয়ে গেছি।
যদি বলি তোমার প্রেমে আমার মতিভ্রম হয়েছে।
আমাকে পাগল বলবে না তো..?

ওই যে তোমার নূপুর চুরিতে রুমঝুম।
সকাল বিকাল মিষ্টি সুরের গুনগুন।
ওই যে তোমার কানের ঝুমকোদুল গো।
তোমার মাথায় সাজানো বুনোফুল।
ওদের আমি খুব ভালোবাসি।

তোমার ড্রইং খাতাই লুকিয়ে রাখা
সমুদ্রের পাড়ে দারিয়ে থাকা সেই প্রেমিক প্রেমিকা।
বৃষ্টিভেজা বিকালে সেই প্রেমিক প্রেমিকা।
ওরাই তো আমার কবিতা।
তুমি পড়বে....?
পড়ো না একবার।
পড়লেই জানতে পাড়বে কত যন্তনা লুকানো আছে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩১

কানিজ রিনা বলেছেন: যন্ত্রনারাওযান্ত্রিকহয়।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৩

বিজন রয় বলেছেন: অনেক আহ্বানের কবিতা।
ভাল হয়েছে।
+++++

কিছু বানান ঠিক করে দিন।
শুভকামনা।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৩

নাসরীন খান বলেছেন: চমটকার

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৮

ধ্রুবক আলো বলেছেন: কবিতায ++
খুব সুন্দর লিখেছেন, শেষের লাইনের আবেদন টা চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.