![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় সুধা,
আজ হাতের কাছে "মালঞ্চ" পেয়ে দু-চার পাতা উল্টাতেই তোর কথা খুব মনে পরে গেল। এক সময় মালঞ্চ আমার কাছে বিরক্তের কথোপকথন ছিল।ভালোবেসে পাগল হওয়াটা কেমন যেন বোকা বোকা মনে হত।
জানিস আজ পাতা উল্টালেই একটা একটা করে সব স্মৃতি গুলো যেন চোখের সামনে ভেসে উঠতে লাগল। মেনে নিতে খুব কষ্ট হয় আমার রাজকন্যা আজ আমার পড়সিবাড়ির বউ।
বেশ সংসার পাতিয়েছে।হিংসে হয় না, কারন আমি তোকে সব সময় সুখিই দেখতে চায়তাম আর আজ অনেক সুখি তুই।জানিস যখন তোকে সামনে দেখি আমি কত অচেনা হয়ে যায়। কারন আজ তো আমি তোর কোন এক অপরিচিত পুরুষ।যার কোলে মাথা রেখে তুই আকাশ কুসুম স্বপ্ন একে দিতিস,যার হাত ধরে তুই পথ হারাতিশ,যাকে জরিয়ে ধরে তোর কত রাত জাগা।আমি সেই পরপুরুষ যার সাথে তোর ঘড় বাধার কথা ছিল, সংসার পাতার কথা ছিল। সেই আমি কত সহজে অচেনা হয়ে গেলাম বল।ভাবতে ভাবতে আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি।,গঙ্গারপার,ষ্টেষনের ওয়েটিং রুম, স্বপ্নবিথীর নীল,সাদা চেয়ার,সিনেমার ব্যালকনিতে অভিমানেরা কখন যে চোখে বান ভাসালো বুঝিনি।পিচ্ছিটা ছাঁদে ঘুড়ি উরাচ্ছিল পাশের বাড়ির একটা বাবু ওর ঘুড়ির সুতো কেটে দিতেই মামা মামা করে সে কি কান্না, ছুটে গেলাম।দেখি ঘুড়িটা সুতোকাঁটা হয়ে খোলা আকাশে কেমন দুর থেকে দূরে হারিয়ে যাচ্ছে।পাশের বাড়ির ছাঁদে উল্লাস। আমি পিচ্ছি টাকে জরিয়ে ধরে ওর কান্না থামিয়ে ঘুড়িটাকে দেখতে লাগলাম জীবন যুদ্ধে কেমন করে ভেসে চলেছি।
ওকে নতুন ঘুড়ি কিনে দিলাম।পিচ্ছিটা নতুন ঘুড়ি পেয়ে পুড়ানোটার কথা অনায়াসে ভূলে গেল।
কিন্ত জীবন কি ঘুড়ির মতো, নাকি উদবাস্তু স্বপ্ন ভাঙা এক পুতুল খেলার ঘড়, প্রিয়তমা-সু।
©somewhere in net ltd.