নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক

দ্বিত্ব শুভ্রা

কাঁদে অমরত্ম, কাঁদে জীবনের দাস, অমরত্ম ও জীবনের মাঝে কাঁদে বিভ্রান্তি…

দ্বিত্ব শুভ্রা › বিস্তারিত পোস্টঃ

নক্ষত্রবিন্দু

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

- তার মানে তুমি বলতে চাও রোবো-হিউম্যান ।

- একজেক্টলি । পৃথিবীতে কোটি কোটি মানুষ যারা খায়-দায়-ঘুমায়, সন্তান উৎপাদন করে, সংসারে ঝগড়া ফ্যাসাদ করে করে রাতে এক বিছানায় শোয়, সর্দি হলে হাঁচে, হাচতে হাঁচতে কেউ চুলায় রান্না করে, জ্বর কাশিতে নাক মুছতে মুছতে বসের ঝাড়ি খায় আর মনে মনে দিনে অন্তত তিনবার বলে, শালার জীবন ! পৃথিবীতে এইসব নিয়মিত কাজ করার জন্য অলরেডি কোটি কোটি মানুষ আছে ।

আমার বন্ধুটি যেন সম্মত হলো, বললো হুম !

- আমার স্বপ্ন, আমার সন্তান হবে বিজ্ঞানপ্রেমী । বয়:সন্ধির পূর্ণ আবেগে সে প্রেমে পড়বে বিজ্ঞানের, স্বপ্ন কল্পনায় চুমু খাবে বিজ্ঞানের । আমি ভালবাসি বিজ্ঞান যদিও তার জন্য আমার কিছু করা হয়নি, হয়নি সে সুযোগও, কিন্তু আমি কল্পনা করি আমার সন্তান কাজ করছে নাসা’য় । সে ভ্রমণ করছে এক বিশাল জগত, এ মহাবিশ্বই যার সংসার, তার কোন আবিষ্কারই হবে তার সন্তান । আমি চাই, আমার এই রকম এক সন্তান হোক ।

দু বার ঘাড় ঝাঁকিয়ে ও হাসতে হাসতে বললো, তোমার তাহলে আশেপাশের এলেবেলে সাধারণ স্পার্ম দিয়ে চলবে না, বাচ্চার জীনের মধ্যে এই অনুভূতি দিতে হলে নাসা’র সে রকম একজন বিজ্ঞানীই উত্তম পন্থা ।

তা তো নিশ্চয়ই ! সেই টালমাটাল অদ্ভুত বিজ্ঞানী হয়তো বুঝতেই পারবে না কখন কি হয়ে গেল ! তার হয়তো মনেই থাকবে না ! এই বলে আমি পাল্টা হাসলাম ।

আহ ! আমি সেই বিজ্ঞানী হলে ভাল হতো তবে আমি নিশ্চয়ই মনে রাখতে চাইবো !

ওর হা হা হাসি ফুরায়ই না !

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

প্রামানিক বলেছেন: চমৎকার

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৬

দ্বিত্ব শুভ্রা বলেছেন: ধন্যবাদ হে !

২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০২

লেখোয়াড়. বলেছেন:
আপনি কি বিজ্ঞানী, মানে বিজ্ঞান লেখক?

শুভব্লগিং।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

দ্বিত্ব শুভ্রা বলেছেন: লিখি, যখন যা ইচ্ছে করে । ধন্যবাদ হে !

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

উধাও ভাবুক বলেছেন: চমৎকার !!!

২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

দ্বিত্ব শুভ্রা বলেছেন: বেশ ! বেশ !

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৭

রুদ্র জাহেদ বলেছেন: বেশ ভালো লাগল।আপুনি আপনার লেখা ব্লগের বাহিরেও পড়েছি, পড়ি... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.