নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক

দ্বিত্ব শুভ্রা

কাঁদে অমরত্ম, কাঁদে জীবনের দাস, অমরত্ম ও জীবনের মাঝে কাঁদে বিভ্রান্তি…

দ্বিত্ব শুভ্রা › বিস্তারিত পোস্টঃ

মনের ভিতর মানুষ না থাকলে

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০

মনের ভিতর মানুষ না থাকলে, মানুষ কেমন মরা যেমনে
মরা মাছ ভাসে জলের ভেতর
ভাসে কেবল, সাঁতরায় না
প্রাণের জলে সাঁতরায় না ।

কাঁকড়া খোটায় নরম কাদায়
সে দাগ কোথাও দেখন না যায়
খালি পানির রং ঘোলা হইয়া যায়
চেহারা হয় সেই ঘোলা রং, কাঁচা হলুদে ঢাকে না ।
শিলের পাটা ছাড়ে না ।

মেন্দি পাতা শুকায়ে ঝরে, উইড়া উইড়া কাইন্দা যায়
সব রং তারে ছাইড়া যায়
রঙের মানুষ রং হারাইয়া হাটে চলে কাফনের ভিতরে

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মনের রঙ্গে রাঙ্গাবো ..........রাঙ্গা জীবন যেখানে সবি সজিব
ভাল লাগল।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪

দ্বিত্ব শুভ্রা বলেছেন: মনের রং থাকুক সর্বক্ষণ ।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩

জয়ীর পরাজয় বলেছেন: মেন্দি পাতা চির সবুজ,ভিতরে হাজারো রক্ত

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪

দ্বিত্ব শুভ্রা বলেছেন: বাহ ! ভাল বলেছেন তো !

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: কথা গুলো সুন্দর কিন্তু একটু গোছানো দরকার।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

দ্বিত্ব শুভ্রা বলেছেন: কোন জায়গাটায় গোছানো দরকার, বুঝতে চাইছি ।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩২

কাজী মেহেদী হাসান। বলেছেন: মরা মাছ ভাসে জলের ভেতর
ভাসে কেবল, সাঁতরায় না
আপনার লেখা সম্ভবত প্রথম পড়ছি, অন্যরকম ধাক্কা দেয়ার ক্ষমতা রাখেন বৈকি

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫

দ্বিত্ব শুভ্রা বলেছেন: হঠাৎ করে যে জানালা খুলে দেয়, সেই তো কবিতা । ধন্যবাদ মেহেদী হাসান

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৪

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪

দ্বিত্ব শুভ্রা বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা রইলো ।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

উধাও ভাবুক বলেছেন: রঙের মানুষ রং হারাইয়া হাটে চলে কাফনের ভিতর---

শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.