![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক)
জলেতে চড়ুইর মুখ, চোখ ছায়াচারী
ছায়া ও প্রেম, মাঝে জলসঞ্চারী
দুই ফোঁটা ঠোঁটে বাকী উদ্বেগে
যতনা অবগাহন তারচে’ সাতকাহন - যথেচ্ছ যন্ত্রণার
যতনা ভালবাসি তারচে’ বানভাসি - একান্ত স্বৈরাচার
উৎসুক চড়ুই উন্মুখ জলে - ফোঁটা দুই ঠোঁটে
বাকী উদ্বেগে....
খ)
সবসময় দিনরাত ? - মেঘদূর বিভুঁই ?
এই বুঝি !
- প্রাঙ্গণে তুমি মোর !
পাখি সব করে রব - রাত্রি নামিলো
ঝড়ঝঞ্ঝাট ভাসিয়েছে ভাঙ্গাদাঁড় ভেলায়
ভেসে আয় ডাঙাচারী কালের খেয়ায় !
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩১
রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪
উধাও ভাবুক বলেছেন: ঝড়ঝঞ্ঝাট ভাসিয়েছে ভাঙ্গাদাঁড় ভেলায়
ভেসে আয় ডাঙাচারী কালের খেয়ায় !
ভাল লাগা রেখে গেলাম।